Ajker Patrika

একুশে পদকপ্রাপ্ত অভ্রর সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা

বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিফাত নবীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দেয়। ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিফাত নবীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দেয়। ছবি: সংগৃহীত

বাংলায় কম্পিউটার ব্যবহারে বিপ্লব ঘটানো ‘অভ্র’ কি-বোর্ডের সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে একুশে পদক অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এই সংবর্ধনার আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিফাত নবীকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ কম্পিউটার উপহার দেয়।

রিফাত নবী তাঁর বক্তব্যে বলেন, ‘ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই প্রোগ্রামিংয়ের প্রতি আমার আগ্রহ জন্মায়। সেই আগ্রহ থেকেই ‘‘অভ্র’’ দলে কাজ শুরু করি। জীবনে কখন কী কাজে লাগে, আগে থেকে বলা যায় না। তাই শিক্ষার্থীদের উচিত, নিজেদের ভালো লাগার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করা।’

অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘রিফাত নবীর এই অর্জন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। অভ্রর প্রধান মেহেদি হাসান একা পদক গ্রহণ না করে পুরো দলকে নিয়ে একুশে পদক গ্রহণের যে নৈতিকতা দেখিয়েছেন, তা অনুকরণীয়। আমাদের প্রত্যেককে এমন নৈতিকতা ও উদার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আনিসুর রহমান ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. মাহিন ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভূমিকম্পে ইরাবতী নদীতে ভেঙে পড়ল ব্রিটিশ আমলে নির্মিত সেতু

‘ছেলেকে পিটিয়ে মেরেছে আফসোস নেই, একটাই কষ্ট—নাতি জেলে যাচ্ছে’

জোরালো ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থলে মাত্রা ৭.৭

উত্তরায় ফুটপাতে যুবকের মরদেহ, নিতে চায়নি পরিবার

পরকীয়ার জেরে খুন হচ্ছে স্বামী, ভয়ে নিজেই স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন যুবক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত