Ajker Patrika

রমজানের মধ্যেই জবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: উপাচার্য

জবি প্রতিনিধি 
সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। ছবি: আজকের পত্রিকা
সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল রমজানের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। আজ শুক্রবার সি ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আমরা চেষ্টা করছি, রমজানের মধ্যেই সব ইউনিটের ফল প্রকাশ করতে। পাশাপাশি ঈদের পর দ্রুততম সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করারও চিন্তাভাবনা আছে। দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল ও ভর্তি কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টরা সবাই নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’

সি ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, আজ শুক্রবার দুই শিফটে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষার ফলাফল দুই সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়া হবে।

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ১০০ নম্বরের পরীক্ষায় ৭২ নম্বর বহুনির্বাচনী ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনী অংশে ২৪ নম্বর এবং লিখিত অংশের জন্য ৪৮ নম্বর বরাদ্দ। পাশাপাশি এসএসসি ও এইচএসসি জিপিএর ওপর যথাক্রমে ১২ ও ১৬ নম্বর যুক্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত