Ajker Patrika

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের ফেলোশিপ পেলেন খুবি শিক্ষক

খুবি প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৬: ০৯
আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের ফেলোশিপ পেলেন খুবি শিক্ষক

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) ফেলোশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক তানজিল সওগাত। গত বুধবার ফেলোশিপ কর্মসূচিগুলোতে অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা যায়।

এআইবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি নাগরিকদের পেশাদার উন্নয়ন এবং গ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রামে বাংলাদেশর চারজন শিক্ষাবিদ এআইবিএস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফেলোশিপ পেয়েছেন। এদের মধ্যে তিনি একজন। 

পেশাদার উন্নয়ন ফেলোশিপের প্রাপকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক রবিউল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইসলাম অভি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক তানজিল সওগাত। 

জানা যায়, ভিজিটিং ফেলো হিসেবে এসব বাংলাদেশি স্কলার তাঁদের হোস্ট বিশ্ববিদ্যালয়ে মার্কিন ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে কাজ করবেন। কাজের মধ্যে রয়েছে গবেষণার অ্যাজেন্ডা তৈরি করা, লাইব্রেরি সুবিধা ব্যবহার করা, একাডেমিক লেখার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করা এবং প্রকাশনা। 

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তানজিল সওগাত বলেন, ‘এটি আমার জন্য একটি গর্বের বিষয় যে আমি আমার বিশ্ববিদ্যালয় এবং দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আমি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং নগরায়ণের ফলাফল শেয়ার করব। আমার লক্ষ্য খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংযোগ গড়ে তোলা।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত