ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ৬ মাসের বেশি নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৬

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা যাবে না। ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষকদের ১ মাসের মধ্যে দায়িত্ব ছাড়তে হবে। 

সম্প্রতি শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান। 

জানতে চাইলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন মো. মিজানুর রহমান। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়া নিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। ভবিষ্যতে যেন এ রকম না হয় ৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়, সহকারী প্রধান শিক্ষক একনাগাড়ে ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। যদি ৬ মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হয়, তাহলে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য হতে যে কোনো একজনকে পরবর্তী ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিতে হবে। এক মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করলে পরবর্তী এক বছর পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান হওয়া যাবে না। 

আরও বলা হয়, ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন যারা আছেন তারা এক মাসের মধ্যে জ্যেষ্ঠতম তিন শিক্ষকের মধ্য হতে যে কোনো একজনকে দায়িত্ব বুঝিয়ে দেবেন। জ্যেষ্ঠতম শিক্ষক নির্ধারণে এমপিও নীতিমালা ২০২১ (১৩ নং অনুচ্ছেদ) অনুসরণ করতে হবে। 

মামলা, মহামারি বা অন্য কোনো কারণে দীর্ঘদিন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব না হলে ৬ মাস পর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিবর্তন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত