Ajker Patrika

আইফেল স্কলারশিপে পড়ুন ফ্রান্সে

শিক্ষা ডেস্ক
ফাইল ছবি
ফাইল ছবি

ফ্রান্সের উচ্চ মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে ‘ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ’। এটি ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত একটি জনপ্রিয় স্কলারশিপ। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এই স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের তাঁদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়।

সুযোগ-সুবিধা
মাসিক ভাতা দেওয়া হবে ১৪০০ ইউরো (বাংলাদেশি প্রায় ১ লাখ ৭৬ হাজার ৯৬০ টাকা)। আবাসন ভাতা প্রদান করা হবে। যাওয়া-আসার বিমান খরচ, স্বাস্থ্যবিমা ও অন্যান্য ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ এক বছরের জন্য এ স্কলারশিপ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
শিল্পোন্নত দেশ থেকে পিএইচডিতে আবেদনের জন্য বয়সসীমা ৩০ বছরের ওপর হতে হবে। ফ্রান্সের কোনো নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। পূর্বে স্নাতকোত্তরে কেউ এই স্কলারশিপ পেলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন না। ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে।

আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৮ জানুয়ারি, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত