শিক্ষা ডেস্ক
ফ্রান্সের উচ্চ মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে ‘ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ’। এটি ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত একটি জনপ্রিয় স্কলারশিপ। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এই স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের তাঁদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়।
সুযোগ-সুবিধা
মাসিক ভাতা দেওয়া হবে ১৪০০ ইউরো (বাংলাদেশি প্রায় ১ লাখ ৭৬ হাজার ৯৬০ টাকা)। আবাসন ভাতা প্রদান করা হবে। যাওয়া-আসার বিমান খরচ, স্বাস্থ্যবিমা ও অন্যান্য ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ এক বছরের জন্য এ স্কলারশিপ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
শিল্পোন্নত দেশ থেকে পিএইচডিতে আবেদনের জন্য বয়সসীমা ৩০ বছরের ওপর হতে হবে। ফ্রান্সের কোনো নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। পূর্বে স্নাতকোত্তরে কেউ এই স্কলারশিপ পেলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন না। ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৮ জানুয়ারি, ২০২৫।
ফ্রান্সের উচ্চ মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে ‘ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ’। এটি ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত একটি জনপ্রিয় স্কলারশিপ। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এই স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের তাঁদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়।
সুযোগ-সুবিধা
মাসিক ভাতা দেওয়া হবে ১৪০০ ইউরো (বাংলাদেশি প্রায় ১ লাখ ৭৬ হাজার ৯৬০ টাকা)। আবাসন ভাতা প্রদান করা হবে। যাওয়া-আসার বিমান খরচ, স্বাস্থ্যবিমা ও অন্যান্য ভাতা দেওয়া হবে। সর্বোচ্চ এক বছরের জন্য এ স্কলারশিপ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
শিল্পোন্নত দেশ থেকে পিএইচডিতে আবেদনের জন্য বয়সসীমা ৩০ বছরের ওপর হতে হবে। ফ্রান্সের কোনো নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না। পূর্বে স্নাতকোত্তরে কেউ এই স্কলারশিপ পেলে পিএইচডির জন্য আবেদন করতে পারবেন না। ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা থাকতে হবে। আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষায় দক্ষতার সনদ জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৮ জানুয়ারি, ২০২৫।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি আবেদন এবং আবেদন ফি জমা দেওয়ার সময় বেড়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও) আবেদন...
৯ ঘণ্টা আগেএই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা ব্র্যাক ব্যাংকের প্রযুক্তিগত সমন্বিত পরিষেবা ব্যবহার করে নিরবচ্ছিন্নভাবে ফি পরিশোধ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১১০০টিরও বেশি এজেন্ট আউটলেট থেকে শিক্ষার্থীরা সহজেই ফি জমা দিতে পারবেন। অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ‘আস্থা’ অ্যাপ সংযুক
১ দিন আগেবাংলায় কম্পিউটার ব্যবহারে বিপ্লব ঘটানো ‘অভ্র’ কি-বোর্ডের সহপ্রতিষ্ঠাতা রিফাত নবীকে একুশে পদক অর্জনের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা দিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এই সংবর্ধনার আয়োজন করে।
১ দিন আগেকুমিল্লার সিসিএন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে মতবিনিময় সভা, নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাঁদের একাডেমিক অর্জন উদ্যাপন করেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
১ দিন আগে