মোস্তাকিম শুভ, সেলটা
Distractors in Listening
ডিসট্রাক্টর থেকে বাঁচার উপায়সমূহ
Improve Listening Skills; Focus on Main Idea; Anticipate Answer; Use Context Clue; Similar Sounding Words; Note Taking; Utilize pre- listening Time; Increase Vocabulary; Time Management; Mock Test
লিসেনিং দক্ষতা বাড়ানো
ঠিকভাবে শোনার দক্ষতা বাড়াতে পারলে এসব ডিসট্র্যাক্টর সহজেই উপেক্ষা করা সম্ভব। আর সেজন্য প্রতিনিয়ত ইংরেজি শোনার অভ্যেস গড়ে তুলতে হবে। যেমন—ইংরেজি সিনেমা, টিভি শো, পোডকাস্ট ইত্যাদি শোনা। এতে করে আপনি বিভিন্ন ধরনের উচ্চারণ (এ্যাকসেন্ট), গতি এবং বানানের সঙ্গে পরিচিত হবেন, যা ডিসট্র্যাক্টরকে পরাজিত করতে সহায়তা করবে।
মূল ভাবধারায় মনোনিবেশ লিসেনিংয়ে রেকর্ডিং শোনার সময় মূল ভাবধারা (মেইন আইডিয়া) ধরার চেষ্টা করুন। কোনো বিষয়ের বর্ণনা শুনে কথোপকথনের মূল উদ্দেশ্য কী, জানার চেষ্টা করুন। এভাবে আপনি ডিসট্র্যাক্টর হতে রক্ষা পেতে পারেন।
সম্ভাব্য উত্তর অনুমান করা
লিসেনিং টেস্টে রেকর্ডিং শোনার আগে প্রশ্নপত্র ভালো করে পড়ে সম্ভাব্য উত্তর অনুমান করা শিখুন। এই দক্ষতা অর্জন করতে পারলে আপনি সম্ভাব্য উত্তর সম্পর্কে নিশ্চিত হতে পারবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ডিসট্র্যাক্টর আপনাকে বিভ্রান্ত করতে ব্যর্থ হবে।
বর্ণনার যোগসূত্র ব্যবহার
কোনো বর্ণনায় কথোপকথনের যোগসূত্রটি ধরার চেষ্টা করুন। কারণ প্রতিটি বর্ণনায় সঠিক উত্তরটি কোনো-না-কোনো যোগসূত্র ধরে রাখবে আর ডিসট্রাক্টরগুলো বর্ণনার সাথে খাপ খাওয়াতে পারবে না (অপ্রাসঙ্গিক হবে)। এটি বুঝতে পারলে অতি সহজেই আপনি ডিসট্র্যাক্টর চিহ্নিত করতে পারবেন।
সমুচ্চারিত শব্দ থেকে সাবধান
সঠিক উত্তরের কাছাকাছি শোনায় এমন অনেক শব্দ বা শব্দগুচ্ছ রেকর্ডিংয়ে আনা হয়। তবে সেগুলোর অর্থ বা বানান সঠিক উত্তর থেকে ভিন্ন হয়, সেটি খেয়াল করার চেষ্টা করুন। শুনে শুনে অভ্যাস তৈরি করুন। সমুচ্চারিত শব্দগুলো বারবার শুনুন। তখন দেখবেন আপনার কান দক্ষ হয়ে উঠছে এবং ডিসট্র্যাক্টরগুলো সহজেই ধরে ফেলতে পারছে।
নোট নেওয়া
যখন রেকর্ডিং শুনবেন, তখন যতটা সম্ভব নোট নিতে থাকুন। শর্টহ্যান্ডে নোট নেওয়ার অভ্যাস করুন, যাতে করে কোনো পয়েন্ট মিস না হয়। এতে করে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ডিসট্র্যাক্টর আপনার কাছে পরাস্ত হবে।
রেকর্ডিং শুরুর আগের সময়টুকু রেকর্ডিং শুরুর আগে কিছু সময় দেওয়া হয়। ওই সময়টুকুর সর্বোচ্চ ব্যবহার করুন। তখন প্রশ্নপত্র দেখুন, কি ওয়ার্ড দাগান, নির্দেশনা পড়ূন এবং প্রশ্নের ধরন অনুযায়ী সম্ভাব্য উত্তর অনুমান করুণ।
শব্দভান্ডার বাড়ান
একটি সমৃদ্ধ শব্দভান্ডার খুব সহজেই ডিসট্র্যাক্টরকে পরাস্ত করতে পারে। সুতরাং শব্দভান্ডার বাড়ান, শব্দের প্রয়োগ শিখুন। আপনার শব্দভান্ডার যত বাড়বে, আপনি তত ডিসট্র্যাক্টর চিহ্নিত করতে সক্ষম হবেন।
সময় ব্যবস্থাপনা
পরীক্ষায় অনেক কাজ করতে হয় এবং তা নির্ধারিত সময়ের মধ্যেই। কোনো একটি প্রশ্ন নিয়ে আটকে থাকা বোকামি। এর ফল খুব খারাপ হয়। কোনো এক প্রশ্নে আটকে গেলে বুদ্ধিমত্তার সঙ্গে অনুমান করে পরবর্তী প্রশ্নগুলোতে চলে যান। অন্যথায় অন্য প্রশ্নগুলোও হারাবেন।
মক টেস্ট
কেবল সঠিক নিয়ম জেনে অধিক অনুশীলন করলে এহেন জটিল পরিস্থিতিতেও ভালো করা সম্ভব। কারণ লিসেনিংয়ে পরিকল্পনা করেই এহেন পরিস্থিতির উদ্রেক করা হয়। এটি পরীক্ষার একটি অংশ।
মক টেস্ট দেওয়ার মাধ্যমে পুরো বিষয়টির ওপর একটা সম্যক ধারণা নিন। এতক্ষণ যা শুনেছেন, পড়েছেন বা জেনেছেন তা এবার নিজে চোখে দেখুন। মক টেস্ট শুধু ডিসট্র্যাক্টর নয়, বরং আপনার পুরো লিসেনিং দক্ষতা বাড়াবে নিশ্চিন্তে।
[আগামী সংখ্যায়—Signpost Language in Listening]
আরও পড়ুন:
Distractors in Listening
ডিসট্রাক্টর থেকে বাঁচার উপায়সমূহ
Improve Listening Skills; Focus on Main Idea; Anticipate Answer; Use Context Clue; Similar Sounding Words; Note Taking; Utilize pre- listening Time; Increase Vocabulary; Time Management; Mock Test
লিসেনিং দক্ষতা বাড়ানো
ঠিকভাবে শোনার দক্ষতা বাড়াতে পারলে এসব ডিসট্র্যাক্টর সহজেই উপেক্ষা করা সম্ভব। আর সেজন্য প্রতিনিয়ত ইংরেজি শোনার অভ্যেস গড়ে তুলতে হবে। যেমন—ইংরেজি সিনেমা, টিভি শো, পোডকাস্ট ইত্যাদি শোনা। এতে করে আপনি বিভিন্ন ধরনের উচ্চারণ (এ্যাকসেন্ট), গতি এবং বানানের সঙ্গে পরিচিত হবেন, যা ডিসট্র্যাক্টরকে পরাজিত করতে সহায়তা করবে।
মূল ভাবধারায় মনোনিবেশ লিসেনিংয়ে রেকর্ডিং শোনার সময় মূল ভাবধারা (মেইন আইডিয়া) ধরার চেষ্টা করুন। কোনো বিষয়ের বর্ণনা শুনে কথোপকথনের মূল উদ্দেশ্য কী, জানার চেষ্টা করুন। এভাবে আপনি ডিসট্র্যাক্টর হতে রক্ষা পেতে পারেন।
সম্ভাব্য উত্তর অনুমান করা
লিসেনিং টেস্টে রেকর্ডিং শোনার আগে প্রশ্নপত্র ভালো করে পড়ে সম্ভাব্য উত্তর অনুমান করা শিখুন। এই দক্ষতা অর্জন করতে পারলে আপনি সম্ভাব্য উত্তর সম্পর্কে নিশ্চিত হতে পারবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ডিসট্র্যাক্টর আপনাকে বিভ্রান্ত করতে ব্যর্থ হবে।
বর্ণনার যোগসূত্র ব্যবহার
কোনো বর্ণনায় কথোপকথনের যোগসূত্রটি ধরার চেষ্টা করুন। কারণ প্রতিটি বর্ণনায় সঠিক উত্তরটি কোনো-না-কোনো যোগসূত্র ধরে রাখবে আর ডিসট্রাক্টরগুলো বর্ণনার সাথে খাপ খাওয়াতে পারবে না (অপ্রাসঙ্গিক হবে)। এটি বুঝতে পারলে অতি সহজেই আপনি ডিসট্র্যাক্টর চিহ্নিত করতে পারবেন।
সমুচ্চারিত শব্দ থেকে সাবধান
সঠিক উত্তরের কাছাকাছি শোনায় এমন অনেক শব্দ বা শব্দগুচ্ছ রেকর্ডিংয়ে আনা হয়। তবে সেগুলোর অর্থ বা বানান সঠিক উত্তর থেকে ভিন্ন হয়, সেটি খেয়াল করার চেষ্টা করুন। শুনে শুনে অভ্যাস তৈরি করুন। সমুচ্চারিত শব্দগুলো বারবার শুনুন। তখন দেখবেন আপনার কান দক্ষ হয়ে উঠছে এবং ডিসট্র্যাক্টরগুলো সহজেই ধরে ফেলতে পারছে।
নোট নেওয়া
যখন রেকর্ডিং শুনবেন, তখন যতটা সম্ভব নোট নিতে থাকুন। শর্টহ্যান্ডে নোট নেওয়ার অভ্যাস করুন, যাতে করে কোনো পয়েন্ট মিস না হয়। এতে করে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ডিসট্র্যাক্টর আপনার কাছে পরাস্ত হবে।
রেকর্ডিং শুরুর আগের সময়টুকু রেকর্ডিং শুরুর আগে কিছু সময় দেওয়া হয়। ওই সময়টুকুর সর্বোচ্চ ব্যবহার করুন। তখন প্রশ্নপত্র দেখুন, কি ওয়ার্ড দাগান, নির্দেশনা পড়ূন এবং প্রশ্নের ধরন অনুযায়ী সম্ভাব্য উত্তর অনুমান করুণ।
শব্দভান্ডার বাড়ান
একটি সমৃদ্ধ শব্দভান্ডার খুব সহজেই ডিসট্র্যাক্টরকে পরাস্ত করতে পারে। সুতরাং শব্দভান্ডার বাড়ান, শব্দের প্রয়োগ শিখুন। আপনার শব্দভান্ডার যত বাড়বে, আপনি তত ডিসট্র্যাক্টর চিহ্নিত করতে সক্ষম হবেন।
সময় ব্যবস্থাপনা
পরীক্ষায় অনেক কাজ করতে হয় এবং তা নির্ধারিত সময়ের মধ্যেই। কোনো একটি প্রশ্ন নিয়ে আটকে থাকা বোকামি। এর ফল খুব খারাপ হয়। কোনো এক প্রশ্নে আটকে গেলে বুদ্ধিমত্তার সঙ্গে অনুমান করে পরবর্তী প্রশ্নগুলোতে চলে যান। অন্যথায় অন্য প্রশ্নগুলোও হারাবেন।
মক টেস্ট
কেবল সঠিক নিয়ম জেনে অধিক অনুশীলন করলে এহেন জটিল পরিস্থিতিতেও ভালো করা সম্ভব। কারণ লিসেনিংয়ে পরিকল্পনা করেই এহেন পরিস্থিতির উদ্রেক করা হয়। এটি পরীক্ষার একটি অংশ।
মক টেস্ট দেওয়ার মাধ্যমে পুরো বিষয়টির ওপর একটা সম্যক ধারণা নিন। এতক্ষণ যা শুনেছেন, পড়েছেন বা জেনেছেন তা এবার নিজে চোখে দেখুন। মক টেস্ট শুধু ডিসট্র্যাক্টর নয়, বরং আপনার পুরো লিসেনিং দক্ষতা বাড়াবে নিশ্চিন্তে।
[আগামী সংখ্যায়—Signpost Language in Listening]
আরও পড়ুন:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ আলী। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় একটি স্কলারশিপ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে মাস্টার্সের জন্য নির্বাচিত হয়েছেন।
১০ ঘণ্টা আগেচলতি বছরই অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল অভিনেতা বিজয় ভার্মার। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে তাদের সম্পর্কের সমীকরণ। এখন তারা শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান রেখে দূরত্ব টেনেছেন তাঁরা।
২ দিন আগেএকটা বিশেষ সময়ে এবার ঈদুল ফিতর আমাদের সামনে হাজির হচ্ছে। নিরাপদ পরিবেশে আমরা পরিবারের সঙ্গে এই ঈদ আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব। ঈদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ঢাকায় থাকবেন, তাঁদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
৩ দিন আগেঈদ মানেই খুশি, আনন্দ আর উৎসব। কিন্তু সমাজের কিছু মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। ছোট্ট শিশু রায়হান, যার বাবা অসুস্থ থাকায় নতুন জামা কেনা হয়নি। ১৩ বছরের ইসমাইল, বাবা-মা থেকেও নেই তার; একটি মনিহারি দোকানে কাজ করে, যেখানে ঈদের নতুন জামা যেন বিলাসিতা...
৩ দিন আগে