সাব্বির হোসেন
বুদ্ধিমত্তার বিকাশ এবং শেখার গতি বাড়াতে প্রযুক্তির অবদান দিন দিন বেড়েই চলছে। এআই টুল এমন এক মাধ্যম, যা শেখার দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এআই টুল শেখার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। যদি আপনি এই টুলগুলো সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি আরও কার্যকরভাবে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং দ্রুত শিখতে সক্ষম হবেন।
পারপ্লেক্সিটি এআই
পারপ্লেক্সিটি এআই একটি উন্নত এআই-চালিত সার্চ ইঞ্জিন। এই টুল যেকোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এটি প্রাকৃতিক ভাষা বুঝতে পারে এবং অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে তার উৎসসহ সঠিক উত্তর করতে পারে। এটি গবেষণা এবং তথ্য খোঁজার ক্ষেত্রে অমূল্য একটি টুল।
ফিডলি এআই
ফিডলি এআই হলো একটি ব্যক্তিগত কাজ করা নিউজ ফিড, যা আপনার পছন্দের নিউজ চ্যানেল, ব্লগ, আরএসএস ফিড এবং ইউটিউব সাবস্ক্রিপশনের খবরগুলোকে একত্র করে। এটি আপনার পড়ার পছন্দ অনুযায়ী নিউজ ফিড তৈরি করে দেবে, যা আপনাকে সহজে এবং দ্রুততার সঙ্গে তথ্য পেতে সাহায্য করে।
টিএলডিআর দিস
টিএলডিআর দিস একটি অনলাইন টেক্সট সামারি টুল, যা দীর্ঘ প্রবন্ধ, নথি, প্রবন্ধ বা পেপারগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত করে দেয়। এর মাধ্যমে আপনি পুরো টেক্সট না পড়েও প্রধান বিষয়গুলো সহজে বুঝতে পারেন।
চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি একটি জনপ্রিয় এআই টুল, যা বিভিন্ন বিষয়ে গভীরভাবে বুঝতে এবং সহজভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। এটা উদাহরণ, রূপকথা, গল্প ইত্যাদির মাধ্যমে জটিল বিষয়গুলো ব্যাখ্যা করে। যদি কোনো বিষয়ে দ্রুত এবং গভীরভাবে বুঝতে চান, চ্যাটজিপিটি হতে পারে আপনার সেরা সহকারী।
টিউটরএআই.মি
টিউটরএআই.মি হলো একটি এআই-চালিত লার্নিং প্ল্যাটফর্ম, যা আপনার শেখার পদ্ধতি অনুযায়ী বিষয়বস্তু তৈরি করে। এখানে আপনার শেখার স্তর নির্ধারণ করতে পারেন এবং বিষয় শেখার অগ্রগতি ট্র্যাকও করতে পারেন।
মাই মাইন্ড
মাই মাইন্ড হলো একটি এআই-চালিত প্ল্যাটফর্ম যা নোট, ছবি, উদ্ধৃতি, পিডিএফ, ভিডিও এবং হাইলাইট সংরক্ষণ করে। এটি ম্যানুয়াল সংগঠনের ঝামেলা ছাড়াই অটো-ট্যাগিংয়ের মাধ্যমে সহজেই সার্চ করা যায়।
গ্লাস্প এআই
গ্লাস্প এআই একটি ক্রোম এক্সটেনশন যা ইউটিউব ভিডিওর টেক্সট সামারি প্রদান করে। এটি ভিডিও সামগ্রীকে সময় নির্ধারণ করে ট্রান্সক্রিপ্টে পরিণত করে। আপনি এটাকে চ্যাট জিপিটির সঙ্গে ব্যবহার করে আরও সহজভাবে বিশ্লেষণ করতে পারেন।
হারপা এআই
হারপা এআই একটি ওয়েবপেজ সারাংশ এবং বিশ্লেষণ টুল। এটি ওয়েবসার্চ, কনটেন্ট জেনারেশন, সামারি তৈরি, ডেটা এক্সট্র্যাকশন, মূল্য ট্র্যাকিং এবং প্রতিদ্বন্দ্বী মনিটরিংয়ের জন্য ব্যবহৃত হয়। আপনি যেকোনো ওয়েবপেজের সামগ্রীকে দ্রুততার সঙ্গে বুঝতে এবং শিখতে হারপা এআই ব্যবহার করতে পারেন।
বুদ্ধিমত্তার বিকাশ এবং শেখার গতি বাড়াতে প্রযুক্তির অবদান দিন দিন বেড়েই চলছে। এআই টুল এমন এক মাধ্যম, যা শেখার দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এআই টুল শেখার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। যদি আপনি এই টুলগুলো সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি আরও কার্যকরভাবে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং দ্রুত শিখতে সক্ষম হবেন।
পারপ্লেক্সিটি এআই
পারপ্লেক্সিটি এআই একটি উন্নত এআই-চালিত সার্চ ইঞ্জিন। এই টুল যেকোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এটি প্রাকৃতিক ভাষা বুঝতে পারে এবং অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে তার উৎসসহ সঠিক উত্তর করতে পারে। এটি গবেষণা এবং তথ্য খোঁজার ক্ষেত্রে অমূল্য একটি টুল।
ফিডলি এআই
ফিডলি এআই হলো একটি ব্যক্তিগত কাজ করা নিউজ ফিড, যা আপনার পছন্দের নিউজ চ্যানেল, ব্লগ, আরএসএস ফিড এবং ইউটিউব সাবস্ক্রিপশনের খবরগুলোকে একত্র করে। এটি আপনার পড়ার পছন্দ অনুযায়ী নিউজ ফিড তৈরি করে দেবে, যা আপনাকে সহজে এবং দ্রুততার সঙ্গে তথ্য পেতে সাহায্য করে।
টিএলডিআর দিস
টিএলডিআর দিস একটি অনলাইন টেক্সট সামারি টুল, যা দীর্ঘ প্রবন্ধ, নথি, প্রবন্ধ বা পেপারগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত করে দেয়। এর মাধ্যমে আপনি পুরো টেক্সট না পড়েও প্রধান বিষয়গুলো সহজে বুঝতে পারেন।
চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি একটি জনপ্রিয় এআই টুল, যা বিভিন্ন বিষয়ে গভীরভাবে বুঝতে এবং সহজভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। এটা উদাহরণ, রূপকথা, গল্প ইত্যাদির মাধ্যমে জটিল বিষয়গুলো ব্যাখ্যা করে। যদি কোনো বিষয়ে দ্রুত এবং গভীরভাবে বুঝতে চান, চ্যাটজিপিটি হতে পারে আপনার সেরা সহকারী।
টিউটরএআই.মি
টিউটরএআই.মি হলো একটি এআই-চালিত লার্নিং প্ল্যাটফর্ম, যা আপনার শেখার পদ্ধতি অনুযায়ী বিষয়বস্তু তৈরি করে। এখানে আপনার শেখার স্তর নির্ধারণ করতে পারেন এবং বিষয় শেখার অগ্রগতি ট্র্যাকও করতে পারেন।
মাই মাইন্ড
মাই মাইন্ড হলো একটি এআই-চালিত প্ল্যাটফর্ম যা নোট, ছবি, উদ্ধৃতি, পিডিএফ, ভিডিও এবং হাইলাইট সংরক্ষণ করে। এটি ম্যানুয়াল সংগঠনের ঝামেলা ছাড়াই অটো-ট্যাগিংয়ের মাধ্যমে সহজেই সার্চ করা যায়।
গ্লাস্প এআই
গ্লাস্প এআই একটি ক্রোম এক্সটেনশন যা ইউটিউব ভিডিওর টেক্সট সামারি প্রদান করে। এটি ভিডিও সামগ্রীকে সময় নির্ধারণ করে ট্রান্সক্রিপ্টে পরিণত করে। আপনি এটাকে চ্যাট জিপিটির সঙ্গে ব্যবহার করে আরও সহজভাবে বিশ্লেষণ করতে পারেন।
হারপা এআই
হারপা এআই একটি ওয়েবপেজ সারাংশ এবং বিশ্লেষণ টুল। এটি ওয়েবসার্চ, কনটেন্ট জেনারেশন, সামারি তৈরি, ডেটা এক্সট্র্যাকশন, মূল্য ট্র্যাকিং এবং প্রতিদ্বন্দ্বী মনিটরিংয়ের জন্য ব্যবহৃত হয়। আপনি যেকোনো ওয়েবপেজের সামগ্রীকে দ্রুততার সঙ্গে বুঝতে এবং শিখতে হারপা এআই ব্যবহার করতে পারেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাউথইস্ট ইউনিভার্সিটির চার শহিদসহ সব শহিদ ও আহতদের স্মরণে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম।
২ ঘণ্টা আগেবিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্ক (এসডিইউ)। বিশ্ববিদ্যালয়টির এ স্কলারশিপ দেশটির সরকারি বৃত্তি হিসেবে পরিচিত। এ বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে প্রতিবছর বিভিন্ন দেশে অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে পাড়ি জমাচ্ছেন। উচ্চশিক্ষার জন্য আবেদন করতে প্রয়োজন হয় কিছু পরীক্ষার সনদ। বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়ার দু-তিন বছর আগে থেকে উচ্চশিক্ষার সহায়ক পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। চলুন, এসব পরীক্ষা সম্পর্কে জেনে নেওয়া যাক।
৪ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের সব বিষয়ের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে।
১ দিন আগে