ক্যাম্পাস ডেস্ক
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় ঢুকতেই ডানে পড়বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত পোস্টার, বাঁয়ে জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা। খানিকটা এগোতেই চোখে পড়বে বঙ্গবন্ধুর ভাস্কর্য। প্রায় ১ হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে থাকা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারটি এনএসইউর শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। সেখানে আছে বঙ্গবন্ধু, ইতিহাস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লেখা দুই হাজারের বেশি বই; ১৯৫২ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ফটোগ্রাফিক ইভেন্ট; ১৯৭১ সালের সংবাদপত্রের পুনর্মুদ্রণ; বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সব ধরনের সুবিধা। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এটি উন্মুক্ত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং তাঁর জীবন ও কর্মের কথা তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ২০২১ সালের ১৮ মার্চ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ প্রতিষ্ঠা করে। কর্নারটি বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস-অভ্যুদয়ের আর্কাইভ হিসেবে পরিচিতি পেয়েছে।
এনএসইউর গ্রন্থাগারিক ড. মো. জাহিদ হোসেন শোয়েব জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, দর্শন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তথ্যসমৃদ্ধ করা এবং গবেষণায় সহায়তা করাই এই কর্নারের মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই, আলোকচিত্র, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, সংবাদপত্রের অংশ—এই সবকিছু এক জায়গায় পাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উপকৃত হচ্ছেন।
কর্নারটিতে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে দেশ ও বিদেশে প্রকাশিত পাঁচ শতাধিক বই। এসব বই এখানে বসে পড়ার পাশাপাশি গ্রন্থাগারের বাইরে নিয়ে পড়ার সুবিধাও আছে। এ ছাড়া এক পাশের দেয়ালজুড়ে সাদাকালো ফ্রেমে আলোছায়ার মধ্যে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সব বিরল মুহূর্তকে। মুক্তিযুদ্ধের পাশাপাশি আলোকচিত্রে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন।
কর্নারটির দায়িত্বে থাকা গ্রন্থাগারের সহকারী কর্মকর্তা শারমিন আক্তার জানান, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরতে ইতিহাস সংরক্ষণের বিকল্প নেই।
এনএসইউর বিবিএর শিক্ষার্থী কৌশিক পোদ্দার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর যে অবদান, তা জানার আগ্রহ ছিল। বই পড়ে, প্রামাণ্যচিত্র দেখে এই বিষয়ে অনেকটা জানতে পারছি। ঐতিহাসিক মুহূর্তগুলো খুব সহজে জানতে পেরে ভালো লাগছে।’
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় ঢুকতেই ডানে পড়বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত পোস্টার, বাঁয়ে জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা। খানিকটা এগোতেই চোখে পড়বে বঙ্গবন্ধুর ভাস্কর্য। প্রায় ১ হাজার ২০০ বর্গফুট জায়গাজুড়ে থাকা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারটি এনএসইউর শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। সেখানে আছে বঙ্গবন্ধু, ইতিহাস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লেখা দুই হাজারের বেশি বই; ১৯৫২ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ফটোগ্রাফিক ইভেন্ট; ১৯৭১ সালের সংবাদপত্রের পুনর্মুদ্রণ; বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সব ধরনের সুবিধা। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এটি উন্মুক্ত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং তাঁর জীবন ও কর্মের কথা তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ২০২১ সালের ১৮ মার্চ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ প্রতিষ্ঠা করে। কর্নারটি বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস-অভ্যুদয়ের আর্কাইভ হিসেবে পরিচিতি পেয়েছে।
এনএসইউর গ্রন্থাগারিক ড. মো. জাহিদ হোসেন শোয়েব জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, দর্শন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তথ্যসমৃদ্ধ করা এবং গবেষণায় সহায়তা করাই এই কর্নারের মূল উদ্দেশ্য। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই, আলোকচিত্র, চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, সংবাদপত্রের অংশ—এই সবকিছু এক জায়গায় পাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উপকৃত হচ্ছেন।
কর্নারটিতে রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে দেশ ও বিদেশে প্রকাশিত পাঁচ শতাধিক বই। এসব বই এখানে বসে পড়ার পাশাপাশি গ্রন্থাগারের বাইরে নিয়ে পড়ার সুবিধাও আছে। এ ছাড়া এক পাশের দেয়ালজুড়ে সাদাকালো ফ্রেমে আলোছায়ার মধ্যে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সব বিরল মুহূর্তকে। মুক্তিযুদ্ধের পাশাপাশি আলোকচিত্রে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু, বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিজীবন।
কর্নারটির দায়িত্বে থাকা গ্রন্থাগারের সহকারী কর্মকর্তা শারমিন আক্তার জানান, ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ঘটনাগুলো সঠিকভাবে তুলে ধরতে ইতিহাস সংরক্ষণের বিকল্প নেই।
এনএসইউর বিবিএর শিক্ষার্থী কৌশিক পোদ্দার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর যে অবদান, তা জানার আগ্রহ ছিল। বই পড়ে, প্রামাণ্যচিত্র দেখে এই বিষয়ে অনেকটা জানতে পারছি। ঐতিহাসিক মুহূর্তগুলো খুব সহজে জানতে পেরে ভালো লাগছে।’
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ‘ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫’ শিরোনামে আন্তকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লক চেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর), প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুই দি
৩ ঘণ্টা আগেজীবনের প্রতিটি ধাপে ছোট-বড় অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কখনো কি ভেবে দেখেছেন যে আপনার অস্তিত্ব শুরু হয়েছিল অসাধারণ জয় দিয়ে। আমরা ৪০ কোটি শুক্রাণুর মধ্যে একমাত্র বিজয়ী হয়ে জন্মেছি।
৩ ঘণ্টা আগেঅনেকে মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় নিশ্চিত করতে হয় এই সময়ে। তাই প্রথমে নির্ধারণ করুন—কী করতে চান, কী নিয়ে এগোতে চান এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন।
১৫ ঘণ্টা আগেএতক্ষণ প্রশ্নপত্র দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং সম্ভাব্য উত্তর ধরে নিয়েছেন। এখন রেকর্ডিং শোনার পালা। এবার রেকর্ডিং শুনে প্রশ্নপত্রের ওপর নোট নিতে থাকুন। যেহেতু সম্ভাব্য উত্তর কী হবে তা আগে থেকে জানেন, তাই সঠিক উত্তর ধরতে পারা সহজ হবে। তবে যতটা সম্ভব নোট নিতে থাকুন। প্রয়োজন না হলে বাদ দেওয়া যাবে...
১৬ ঘণ্টা আগে