মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা
মুহুর্মুহু করতালির শব্দ কানে আসছে। আবার মুহূর্তে নিস্তব্ধ। কৌতূহলী হয়ে এগিয়ে যাই। দেখি হলভর্তি মানুষ। ডায়াসে দাঁড়িয়ে একজন যেভাবে যুক্তিতর্ক তুলে ধরছে, তাতে এ বিতর্ক প্রতিযোগিতায় সে-ই যে সেরা, সেটা যেন শুধু বিচারক নন, উপস্থিত সবাই বুঝতে পারছিলেন। আমিও তার উপস্থাপন ও বক্তৃতায় মুগ্ধ হই। নজরকাড়া এই বিতার্কিকের নাম জোবায়দা নাজনীন।
যশোরের ঝিকরগাছায় জাগ্রত ঝিকরগাছা ট্রাস্টের আয়োজনে অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ‘মিথ্যামুক্ত সমাজ গড়ি, শুদ্ধাচার অনুশীলন করি’ এই ভাবনায় আন্ত-উপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের হলরুমে সমাপনী পর্বে পক্ষ দলের নেতা জোবায়দা নাজনীন শ্রেষ্ঠ বক্তা এবং তার দল চ্যাম্পিয়ন হয়।
জোবায়দা নাজনীন যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শ্রেণিতে সে প্রথম। উপস্থাপন করা, বক্তৃতা ও বিতর্কে তার জুড়ি নেই। এটুকু বয়সেই কৃতিত্বের জন্য বেশ কয়েকটি সনদ তার হাতে উঠেছে। নাজনীন জীবনে প্রথম মঞ্চে উঠেছিল তৃতীয় শ্রেণিতে পড়ার সময়, বাবার ইচ্ছা আর শিক্ষকদের প্রেরণায় বিদ্যালয়ের এক অনুষ্ঠানে। কিন্তু মনের মতো হয়নি সেই উপস্থাপনা। অনেক লোকের সামনে কিছুটা নার্ভাস হয়ে পড়া সেই নাজনীন এখন মঞ্চে শুধু উপস্থাপন করা নয়, বক্তৃতা ও বিতর্কে সমান পারদর্শী। আর এসবের স্বীকৃতিতে উপজেলা ও জেলা পর্যায়ে পেয়েছে একাধিক পুরস্কার।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় জীবনের প্রথম পুরস্কারটি তার হাতে ওঠে উপস্থাপন করার কারণে। সেটিও নাজনীনের মনে আছে। এরপর একে একে উপস্থাপন, বিতর্ক ও বক্তৃতা করে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সে। ২০২২ সালে জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে ধারাবাহিক গল্প বলায় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছিল নাজনীন। এ বছর জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে উপস্থিত বক্তৃতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয় সে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নির্ধারিত বক্তৃতায় উপজেলা ও জেলা পর্যায়েও সে প্রথম হয়। নাজনীন প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহছান উদ্দীন বলেন, জোবায়দা নাজনীন খুবই মেধাবী।
জোবায়দার বাবা এস এম আমিনুল ইসলাম ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও মা মোসাম্মত শাহিদা খাতুন ময়না। তাঁরা ঝিকরগাছা হাসপাতাল রোডের বাসিন্দা। নাজনীন ভবিষ্যতে শিক্ষক হতে চায়।
মুহুর্মুহু করতালির শব্দ কানে আসছে। আবার মুহূর্তে নিস্তব্ধ। কৌতূহলী হয়ে এগিয়ে যাই। দেখি হলভর্তি মানুষ। ডায়াসে দাঁড়িয়ে একজন যেভাবে যুক্তিতর্ক তুলে ধরছে, তাতে এ বিতর্ক প্রতিযোগিতায় সে-ই যে সেরা, সেটা যেন শুধু বিচারক নন, উপস্থিত সবাই বুঝতে পারছিলেন। আমিও তার উপস্থাপন ও বক্তৃতায় মুগ্ধ হই। নজরকাড়া এই বিতার্কিকের নাম জোবায়দা নাজনীন।
যশোরের ঝিকরগাছায় জাগ্রত ঝিকরগাছা ট্রাস্টের আয়োজনে অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ‘মিথ্যামুক্ত সমাজ গড়ি, শুদ্ধাচার অনুশীলন করি’ এই ভাবনায় আন্ত-উপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের হলরুমে সমাপনী পর্বে পক্ষ দলের নেতা জোবায়দা নাজনীন শ্রেষ্ঠ বক্তা এবং তার দল চ্যাম্পিয়ন হয়।
জোবায়দা নাজনীন যশোরের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শ্রেণিতে সে প্রথম। উপস্থাপন করা, বক্তৃতা ও বিতর্কে তার জুড়ি নেই। এটুকু বয়সেই কৃতিত্বের জন্য বেশ কয়েকটি সনদ তার হাতে উঠেছে। নাজনীন জীবনে প্রথম মঞ্চে উঠেছিল তৃতীয় শ্রেণিতে পড়ার সময়, বাবার ইচ্ছা আর শিক্ষকদের প্রেরণায় বিদ্যালয়ের এক অনুষ্ঠানে। কিন্তু মনের মতো হয়নি সেই উপস্থাপনা। অনেক লোকের সামনে কিছুটা নার্ভাস হয়ে পড়া সেই নাজনীন এখন মঞ্চে শুধু উপস্থাপন করা নয়, বক্তৃতা ও বিতর্কে সমান পারদর্শী। আর এসবের স্বীকৃতিতে উপজেলা ও জেলা পর্যায়ে পেয়েছে একাধিক পুরস্কার।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় জীবনের প্রথম পুরস্কারটি তার হাতে ওঠে উপস্থাপন করার কারণে। সেটিও নাজনীনের মনে আছে। এরপর একে একে উপস্থাপন, বিতর্ক ও বক্তৃতা করে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে সে। ২০২২ সালে জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে ধারাবাহিক গল্প বলায় উপজেলা পর্যায়ে প্রথম হয়েছিল নাজনীন। এ বছর জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে উপস্থিত বক্তৃতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয় সে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নির্ধারিত বক্তৃতায় উপজেলা ও জেলা পর্যায়েও সে প্রথম হয়। নাজনীন প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহছান উদ্দীন বলেন, জোবায়দা নাজনীন খুবই মেধাবী।
জোবায়দার বাবা এস এম আমিনুল ইসলাম ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও মা মোসাম্মত শাহিদা খাতুন ময়না। তাঁরা ঝিকরগাছা হাসপাতাল রোডের বাসিন্দা। নাজনীন ভবিষ্যতে শিক্ষক হতে চায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১১ ঘণ্টা আগেজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন...
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা–২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ছেলেদের গ্রুপে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ২–১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
১১ ঘণ্টা আগে২০২৪–২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ভর্তি পরীক্ষা–সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
১৮ ঘণ্টা আগে