শিক্ষা ডেস্ক
১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহের মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এই বিশ্ববিদ্যালয় চার দশকেরও বেশি সময় পেরিয়ে গত ২২ নভেম্বর ৪৬ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই যাত্রায় শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা শুনেছেন মিজানুর রহমান মিজান।
সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে
বিশ্ববিদ্যালয় দিবসে প্রত্যাশা করি, প্রিয় ক্যাম্পাসটি শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উন্নত হবে। তবে আমাদের পথচলায় রয়েছে নানা বাধা—ক্লাস সংকট, ল্যাবরেটরির যন্ত্রপাতির অভাব, হলের আবাসন সমস্যা, নিম্নমানের খাবার এবং অতিরিক্ত খাবারের মূল্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়, তবে শিক্ষার মান আরও উন্নত হবে।
—আহসান হাবীব রানা, শিক্ষার্থী
সেঁকেলে ধ্যান-ধারণা থেকে বেরোতে হবে
বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নমঞ্চ। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা, ইবি যেন সেঁকেলে ধ্যান-ধারণা থেকে মুক্ত হয়ে আরও উদ্ভাবনী এবং প্রাণবন্ত হয়। পরিবেশ উন্নত করে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে হবে। সার্টিফিকেট উত্তোলন প্রক্রিয়া সহজ করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগও বাড়বে।
—লুবাবা ঐশী, শিক্ষার্থী
ভোগান্তি দূরীকরণে আধুনিক ব্যবস্থা দরকার
বিশ্ববিদ্যালয়ের অনেক প্রক্রিয়ায় এখনও সনাতনী পদ্ধতি বিদ্যমান। যেমন সেমিস্টার ফাইনালের ফি জমা এবং ফরম পূরণ হাতে লিখে করতে হয়। এই জটিল প্রক্রিয়া শিক্ষার্থীদের সময় ও শক্তি নষ্ট করে। অনলাইনে এসব কাজ সম্পন্ন করার ব্যবস্থা হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
—মিজানুর রহমান মিজান, শিক্ষার্থী
অতীত যেমনই হোক, উজ্জ্বল করতে হবে ভবিষ্যৎ
বিশ্ববিদ্যালয় হলো স্বপ্নপূরণের জায়গা। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন এক ক্যাম্পাস গড়া, যেখানে বৈষম্য বা সমস্যার স্থান নেই। অতীতের সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্মাণে আমরা সবাইকে আরও উদ্যমী হতে হবে।
—মিনহাজুর রহমান মাহিম, শিক্ষার্থী
হলগুলোতে খাবারের মান উন্নত করা অত্যন্ত জরুরি
হলগুলোতে নিম্নমানের খাবার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যাহত করছে। পুষ্টিকর খাবারের অভাব পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের প্রত্যাশা, হলগুলোতে খাবারের মান উন্নত হোক এবং শিক্ষার্থীরা স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পাক।
—মাহমুদ খান, শিক্ষার্থী
৪৬ বছরের যাত্রা আশাবাদী করে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলায় শিক্ষার্থীদের জীবনে জ্ঞানের আলো ছড়িয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আশা করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইবি আরও উন্নত ও সফল হবে।
—মিফতাহুল জান্নাত মিম, শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ বছরের দীর্ঘ যাত্রা যেমন গৌরবময়, তেমনি শিক্ষার্থীদের কাছে এটি একটি প্রতিশ্রুতির নাম। তাদের প্রত্যাশা, ইবি হবে এমন এক প্রতিষ্ঠান, যা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণের মঞ্চ হিসেবে নিজেদের প্রমাণ করবে।
১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহের মধ্যবর্তী শান্তিডাঙ্গা-দুলালপুরে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম এই বিশ্ববিদ্যালয় চার দশকেরও বেশি সময় পেরিয়ে গত ২২ নভেম্বর ৪৬ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই যাত্রায় শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা শুনেছেন মিজানুর রহমান মিজান।
সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে
বিশ্ববিদ্যালয় দিবসে প্রত্যাশা করি, প্রিয় ক্যাম্পাসটি শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে আরও উন্নত হবে। তবে আমাদের পথচলায় রয়েছে নানা বাধা—ক্লাস সংকট, ল্যাবরেটরির যন্ত্রপাতির অভাব, হলের আবাসন সমস্যা, নিম্নমানের খাবার এবং অতিরিক্ত খাবারের মূল্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়, তবে শিক্ষার মান আরও উন্নত হবে।
—আহসান হাবীব রানা, শিক্ষার্থী
সেঁকেলে ধ্যান-ধারণা থেকে বেরোতে হবে
বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নমঞ্চ। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা, ইবি যেন সেঁকেলে ধ্যান-ধারণা থেকে মুক্ত হয়ে আরও উদ্ভাবনী এবং প্রাণবন্ত হয়। পরিবেশ উন্নত করে শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে হবে। সার্টিফিকেট উত্তোলন প্রক্রিয়া সহজ করতে হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগও বাড়বে।
—লুবাবা ঐশী, শিক্ষার্থী
ভোগান্তি দূরীকরণে আধুনিক ব্যবস্থা দরকার
বিশ্ববিদ্যালয়ের অনেক প্রক্রিয়ায় এখনও সনাতনী পদ্ধতি বিদ্যমান। যেমন সেমিস্টার ফাইনালের ফি জমা এবং ফরম পূরণ হাতে লিখে করতে হয়। এই জটিল প্রক্রিয়া শিক্ষার্থীদের সময় ও শক্তি নষ্ট করে। অনলাইনে এসব কাজ সম্পন্ন করার ব্যবস্থা হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
—মিজানুর রহমান মিজান, শিক্ষার্থী
অতীত যেমনই হোক, উজ্জ্বল করতে হবে ভবিষ্যৎ
বিশ্ববিদ্যালয় হলো স্বপ্নপূরণের জায়গা। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন এক ক্যাম্পাস গড়া, যেখানে বৈষম্য বা সমস্যার স্থান নেই। অতীতের সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নির্মাণে আমরা সবাইকে আরও উদ্যমী হতে হবে।
—মিনহাজুর রহমান মাহিম, শিক্ষার্থী
হলগুলোতে খাবারের মান উন্নত করা অত্যন্ত জরুরি
হলগুলোতে নিম্নমানের খাবার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যাহত করছে। পুষ্টিকর খাবারের অভাব পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের প্রত্যাশা, হলগুলোতে খাবারের মান উন্নত হোক এবং শিক্ষার্থীরা স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার পাক।
—মাহমুদ খান, শিক্ষার্থী
৪৬ বছরের যাত্রা আশাবাদী করে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলায় শিক্ষার্থীদের জীবনে জ্ঞানের আলো ছড়িয়েছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আশা করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইবি আরও উন্নত ও সফল হবে।
—মিফতাহুল জান্নাত মিম, শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ বছরের দীর্ঘ যাত্রা যেমন গৌরবময়, তেমনি শিক্ষার্থীদের কাছে এটি একটি প্রতিশ্রুতির নাম। তাদের প্রত্যাশা, ইবি হবে এমন এক প্রতিষ্ঠান, যা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের স্বপ্নপূরণের মঞ্চ হিসেবে নিজেদের প্রমাণ করবে।
অনেকে মনে করেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সময়। কারণ, সামনের চার-পাঁচ বছর বা আরও বেশি সময়ের পড়ালেখার বিষয় নিশ্চিত করতে হয় এই সময়ে। তাই প্রথমে নির্ধারণ করুন—কী করতে চান, কী নিয়ে এগোতে চান এবং পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। এভাবে লক্ষ্য ঠিক করুন।
৭ ঘণ্টা আগেএতক্ষণ প্রশ্নপত্র দেখেছেন, বিশ্লেষণ করেছেন এবং সম্ভাব্য উত্তর ধরে নিয়েছেন। এখন রেকর্ডিং শোনার পালা। এবার রেকর্ডিং শুনে প্রশ্নপত্রের ওপর নোট নিতে থাকুন। যেহেতু সম্ভাব্য উত্তর কী হবে তা আগে থেকে জানেন, তাই সঠিক উত্তর ধরতে পারা সহজ হবে। তবে যতটা সম্ভব নোট নিতে থাকুন। প্রয়োজন না হলে বাদ দেওয়া যাবে...
৭ ঘণ্টা আগেচীনে ইউইএসটিসি চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের...
৭ ঘণ্টা আগেদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১ দিন আগে