ইউএপিতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১০: ২৯
ইউএপিতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগ গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা: প্রত্যাশা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার আয়োজন করে। সেমিনারটি যৌথভাবে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস) এবং সেন্টার ফর ল, গভর্ন্যান্স অ্যান্ড পলিসির (সিইএলজিএপি) সঙ্গে আয়োজন করা হয়।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক বিচারক ইকতেদার আহমেদ, সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি মাহি উদ্দিন সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে। এ স্বপ্নকে বাস্তবরূপ দিতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক সময়ে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে হবে।

বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এই সরকারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখবে-এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন-ইউএপি বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক, বিওটি সদস্য আলমজেব ফরজাদ আহমেদ, এম. আলাউদ্দিন, আবু তাহের, কাইয়ুম রেজা চৌধুরী, উপাচার্য কামরুল আহসান, উপ-উপাচার্য সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, ইউএমএসআইএলএস এলএলএম প্রোগ্রামের সমন্বয়কারী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, আইন ও মানবাধিকার বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত