রয়্যাল কলেজ অব আর্ট
লন্ডনে অবস্থিত এ প্রতিষ্ঠান বিশ্বের সেরা শিল্পশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি। ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান চারটি অনুষদে বিভিন্ন ডিগ্রি ও সংক্ষিপ্ত কোর্স পড়িয়ে থাকে। অনুষদ চারটি হলো স্কুল অব আর্কিটেকচার, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অব কমিউনিকেশন এবং স্কুল অব ডিজাইন। এখানে এমএ অ্যানিমেশন, এমএ ভিজ্যুয়াল কমিউনিকেশন, আর্ট অ্যান্ড ডিজাইন পোর্টফোলিও ডেভেলপমেন্ট, এডিটরিয়াল ডিজাইন ও দ্য গ্রাফিক নভেল: ভিজ্যুয়াল স্টোরিটেলিং বিষয়গুলো পড়ার সুযোগ আছে। রয়্যাল কলেজ অব আর্টে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পড়তে প্রতিবছর টিউশন ফি দিতে হবে ৪৬ লাখ ৩৩ হাজার থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা।
রোড আইল্যান্ড স্কুল অব ডিজাইন
১৮৭৭ সালে যুক্তরাষ্ট্রে মেয়েদের ডিজাইন শিক্ষার সুযোগ উন্মুক্ত করার জন্য এই শিল্পশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এ ছাড়া দেশটির বৃহত্তম কলেজ আর্ট মিউজিয়ামগুলোরও অন্যতম। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিল্পের অন্যান্য বিষয়ের বাইরে বিএফএ ইলাস্ট্রেশন ও এমএফএ ইলাস্ট্রেশন বিষয়ে পড়াশোনা করা যায়। বিএফএ ইলাস্ট্রেশন চার বছর মেয়াদি কোর্স। এটি শিক্ষার্থীদের সমসাময়িক থিম ও ধারণা বুঝতে সাহায্য করে। রোড আইল্যান্ড স্কুল অব ডিজাইনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের টিউশন ফি প্রতিবছর ৬৬ লাখ টাকা।
ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন
প্রতিষ্ঠানটি শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন ও পারফর্ম আর্টসের বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য বিখ্যাত। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান ছয়টি আর্ট কলেজের একটি ফেডারেশন। ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে সংক্ষিপ্ত কোর্স করার সুযোগ আছে শিক্ষার্থীদের। সংক্ষিপ্ত কোর্সের পাশাপাশি এখানে তিন বছর মেয়াদে ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। বয়সে নবীন হলেও বৈচিত্র্যময় কোর্সের কারণে এটি সেরা শিল্পশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক টিউশন ফি প্রতিবছর প্রায় ৩৫ লাখ টাকা। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি প্রতিবছর ৩০ লাখ ৩৫ হাজার থেকে ৪০ লাখ টাকা। এখানে শিশুসহ বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পড়ার সুযোগ আছে।
দ্য নিউ স্কুল
দ্য নিউ স্কুল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত। এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠান শিল্পের অন্যান্য বিষয়ের বাইরে চারুশিল্প বিষয়ে বিএফএ ইলাস্ট্রেশন নামে একটি স্নাতক কোর্স করিয়ে থাকে। কোর্সটি চার বছর মেয়াদি। এই প্রতিষ্ঠানের স্নাতকেরা পরে চিত্রণ, কমিকস, ফাইন আর্টস, অ্যানিমেশন এবং অন্যান্য বিষয়ে ক্যারিয়ার গড়তে পারেন। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে শিল্পের বিভিন্ন ক্ষেত্রের জন্য অনেক সংক্ষিপ্ত, স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে লেখাপড়ার সুযোগ আছে। এসব কোর্সের মাধ্যমে এখানে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ইতিহাস, তত্ত্ব এবং ভিজ্যুয়াল আর্টসের প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। দ্য নিউ স্কুলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকের টিউশন ফি প্রতিবছর ৪৩ থেকে ৬৩ লাখ টাকা। স্নাতকোত্তর পর্যায়ের টিউশন ফি ৪০ থেকে ৬৫ লাখ টাকা।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনার জন্য বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। মজার ব্যাপার হলো, শিল্পকলা বিষয়ে পড়াশোনার জন্য এই বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। যুক্তরাষ্ট্রের এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮৬৫ সালে প্রথম আর্কিটেকচার প্রোগ্রাম চালু করা হয়। এখানে ডিজাইনার ওনা বোটেজ ও সারা ব্রাউনের মতো শিক্ষকেরা চিত্রশিল্পের ক্লাস নেন। তাঁদের লক্ষ্য, চিত্রশিল্পে শিক্ষার্থীদের বিভিন্ন মাত্রার দক্ষতার বিকাশ ঘটানো। ইনস্টিটিউট স্কুল অব ফাইন আর্টস অ্যান্ড অ্যাপ্লাইড আর্টস ফলিত শিল্প, চিত্রকলা ও ভাস্কর্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে থাকে। এখানে স্নাতক চার বছর আর স্নাতকোত্তর পর্যায়ে দুই বছরের কোর্স পড়ানো হয়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রত্যেককে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে টিউশন ফি দিতে হয় প্রতিবছর ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
রয়্যাল কলেজ অব আর্ট
লন্ডনে অবস্থিত এ প্রতিষ্ঠান বিশ্বের সেরা শিল্পশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি। ১৮৩৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান চারটি অনুষদে বিভিন্ন ডিগ্রি ও সংক্ষিপ্ত কোর্স পড়িয়ে থাকে। অনুষদ চারটি হলো স্কুল অব আর্কিটেকচার, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অব কমিউনিকেশন এবং স্কুল অব ডিজাইন। এখানে এমএ অ্যানিমেশন, এমএ ভিজ্যুয়াল কমিউনিকেশন, আর্ট অ্যান্ড ডিজাইন পোর্টফোলিও ডেভেলপমেন্ট, এডিটরিয়াল ডিজাইন ও দ্য গ্রাফিক নভেল: ভিজ্যুয়াল স্টোরিটেলিং বিষয়গুলো পড়ার সুযোগ আছে। রয়্যাল কলেজ অব আর্টে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর পড়তে প্রতিবছর টিউশন ফি দিতে হবে ৪৬ লাখ ৩৩ হাজার থেকে ১ কোটি ৫৫ লাখ টাকা।
রোড আইল্যান্ড স্কুল অব ডিজাইন
১৮৭৭ সালে যুক্তরাষ্ট্রে মেয়েদের ডিজাইন শিক্ষার সুযোগ উন্মুক্ত করার জন্য এই শিল্পশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। এ ছাড়া দেশটির বৃহত্তম কলেজ আর্ট মিউজিয়ামগুলোরও অন্যতম। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিল্পের অন্যান্য বিষয়ের বাইরে বিএফএ ইলাস্ট্রেশন ও এমএফএ ইলাস্ট্রেশন বিষয়ে পড়াশোনা করা যায়। বিএফএ ইলাস্ট্রেশন চার বছর মেয়াদি কোর্স। এটি শিক্ষার্থীদের সমসাময়িক থিম ও ধারণা বুঝতে সাহায্য করে। রোড আইল্যান্ড স্কুল অব ডিজাইনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের টিউশন ফি প্রতিবছর ৬৬ লাখ টাকা।
ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন
প্রতিষ্ঠানটি শিল্পকলা, ডিজাইন, ফ্যাশন ও পারফর্ম আর্টসের বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য বিখ্যাত। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠান ছয়টি আর্ট কলেজের একটি ফেডারেশন। ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে সংক্ষিপ্ত কোর্স করার সুযোগ আছে শিক্ষার্থীদের। সংক্ষিপ্ত কোর্সের পাশাপাশি এখানে তিন বছর মেয়াদে ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। বয়সে নবীন হলেও বৈচিত্র্যময় কোর্সের কারণে এটি সেরা শিল্পশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে। ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক টিউশন ফি প্রতিবছর প্রায় ৩৫ লাখ টাকা। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি প্রতিবছর ৩০ লাখ ৩৫ হাজার থেকে ৪০ লাখ টাকা। এখানে শিশুসহ বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পড়ার সুযোগ আছে।
দ্য নিউ স্কুল
দ্য নিউ স্কুল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত। এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠা করা হয়। এই প্রতিষ্ঠান শিল্পের অন্যান্য বিষয়ের বাইরে চারুশিল্প বিষয়ে বিএফএ ইলাস্ট্রেশন নামে একটি স্নাতক কোর্স করিয়ে থাকে। কোর্সটি চার বছর মেয়াদি। এই প্রতিষ্ঠানের স্নাতকেরা পরে চিত্রণ, কমিকস, ফাইন আর্টস, অ্যানিমেশন এবং অন্যান্য বিষয়ে ক্যারিয়ার গড়তে পারেন। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে শিল্পের বিভিন্ন ক্ষেত্রের জন্য অনেক সংক্ষিপ্ত, স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে লেখাপড়ার সুযোগ আছে। এসব কোর্সের মাধ্যমে এখানে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ইতিহাস, তত্ত্ব এবং ভিজ্যুয়াল আর্টসের প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। দ্য নিউ স্কুলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকের টিউশন ফি প্রতিবছর ৪৩ থেকে ৬৩ লাখ টাকা। স্নাতকোত্তর পর্যায়ের টিউশন ফি ৪০ থেকে ৬৫ লাখ টাকা।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনার জন্য বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। মজার ব্যাপার হলো, শিল্পকলা বিষয়ে পড়াশোনার জন্য এই বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। যুক্তরাষ্ট্রের এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮৬৫ সালে প্রথম আর্কিটেকচার প্রোগ্রাম চালু করা হয়। এখানে ডিজাইনার ওনা বোটেজ ও সারা ব্রাউনের মতো শিক্ষকেরা চিত্রশিল্পের ক্লাস নেন। তাঁদের লক্ষ্য, চিত্রশিল্পে শিক্ষার্থীদের বিভিন্ন মাত্রার দক্ষতার বিকাশ ঘটানো। ইনস্টিটিউট স্কুল অব ফাইন আর্টস অ্যান্ড অ্যাপ্লাইড আর্টস ফলিত শিল্প, চিত্রকলা ও ভাস্কর্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে থাকে। এখানে স্নাতক চার বছর আর স্নাতকোত্তর পর্যায়ে দুই বছরের কোর্স পড়ানো হয়। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রত্যেককে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে টিউশন ফি দিতে হয় প্রতিবছর ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
১৩ ঘণ্টা আগেজমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সামার-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া ৮৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন...
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা–২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ছেলেদের গ্রুপে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে ২–১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংরেজি বিভাগ।
১৩ ঘণ্টা আগে২০২৪–২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। ভর্তি পরীক্ষা–সম্পর্কিত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
২০ ঘণ্টা আগে