এশিয়ার সেরা ৫ বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে

মুসাররাত আবির
Thumbnail image
পিকিং বিশ্ববিদ্যালয়, চীন

‘সেরা’ বিষয়টি সব সময় ভালো অনুভূতি দেয়। শিক্ষার্থীরাও তাই ভবিষ্যতে সফল হতে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে চান স্বাভাবিকভাবে। আমেরিকা বা ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে পিছিয়ে নেই এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো। এই অঞ্চলের ৫টি বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের এই আয়োজন। লিখেছেন মুসাররাত আবির

পিকিং বিশ্ববিদ্যালয়, চীন

১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় চীনের প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম।পিকিং বিশ্ববিদ্যালয়ে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণা করা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণায় এই বিশ্ববিদ্যালয় সক্রিয় অংশগ্রহণ করছে।

বৃত্তি

এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য রয়েছে সিএসসি ও ইয়েনচিং একাডেমি বৃত্তি। আর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বেইজিং সরকারি বৃত্তি।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর
সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর

১৯০৫ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরের সবচেয়ে পুরোনো বিশ্ববিদ্যালয়।বর্তমানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি কোয়ান্টাম প্রযুক্তি, স্মার্ট সিটি ডিজাইন এবং বায়োইঞ্জিনিয়ারিংয়ের ওপর গবেষণা চালাচ্ছে। তারা বিভিন্ন দেশে গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্প পরিচালনা করছে।

বৃত্তি

এ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য রয়েছে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ বৃত্তি। আর স্নাতক পর্যায়ে ভালো করলে প্রতি সেমিস্টারে দেওয়া হয় মেরিট বৃত্তি।

ন্যাংইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর
ন্যাংইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর

ন্যাংইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর

১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি খাতে বেশ বিখ্যাত। ন্যাংইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেকসই শক্তি, রোবোটিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় সক্রিয় ভূমিকা পালন করে। এর ক্যাম্পাসে রয়েছে আধুনিক গবেষণাগার এবং বিনোদনের নানান সুযোগ-সুবিধা।

বৃত্তি

স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য ন্যাংইয়াং রিসার্চ বৃত্তি। স্নাতক শিক্ষার্থীদের জন্য ন্যাংইয়াং বৃত্তি।

ফুদান বিশ্ববিদ্যালয়, চীন
ফুদান বিশ্ববিদ্যালয়, চীন

ফুদান বিশ্ববিদ্যালয়, চীন

১৯০৫ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় চীনের আইভি লিগ বলে খ্যাত সি৯ বিশ্ববিদ্যালয়গুলোর একটি। কিউএস র‍্যাঙ্কিংয়ে এর অবস্থান ৩৯তম। ফুদান বিশ্ববিদ্যালয়ে এখন প্রায় চার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন। এখানে স্নাতকের প্রথম দুই বছর সাধারণ শিক্ষা নিতে হবে। পরবর্তী দুই বা তিন বছরে নিজের পছন্দের বিষয়ে পড়তে হবে।

বৃত্তি

চীনা সরকারি বৃত্তি, সাংহাই সরকারি বৃত্তি এবং ফুদান বিশ্ববিদ্যালয় বৃত্তি দেওয়া হয়।

হংকং ইউনিভার্সিটি, হংকং
হংকং ইউনিভার্সিটি, হংকং

হংকং ইউনিভার্সিটি, হংকং

এটি হংকংয়ের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। বিশ্বের ৯৬টি দেশ থেকে ৯ হাজারের বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। এখানকার শিক্ষার্থীরা অ্যাপল, আইবিএম, গুগল কিংবা গোল্ডম্যান স্যাকসের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ স্থানে নেতৃত্ব দিচ্ছেন। টানা ১১ বছর ধরে এখানে স্নাতক কর্মসংস্থানের হার ৯৯ দশমিক ৪ শতাংশ।

বৃত্তি

এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে হংকং পিএইচডি ফেলোশিপ এবং যেসব শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অসাধারণ ফল করেন, শুধু তাঁদের জন্য হংকং ইউনিভার্সিটি ভর্তি বৃত্তি।

পড়ার যোগ্যতা

চীন

চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক করতে হলে এইচএসসি বা এ লেভেলে ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর কিংবা জিপিএ ৪ স্কেলে জিপিএ ৩ দশমিক ৫ পেতে হবে। স্নাতকোত্তর করার জন্য স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৪ থাকতে হবে।

চীনা ভাষার দক্ষতা প্রমাণের জন্য এইচএসকে লেভেল ৫ বা ৬ সম্পন্ন করতে হবে। এ ছাড়া আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬ দশমিক ৫ বা টোয়েফল স্কোর থাকবে হবে ন্যূনতম ৯০।

যে বিষয়ে পড়াশোনা করতে চান, সে বিষয়ে নিজের ক্যারিয়ার চিন্তা নিয়ে ৫০০ থেকে ৮০০ শব্দের রচনা লিখতে হবে। এ ছাড়া থাকতে হবে ২টি রেকমেন্ডেশন লেটার। মেডিসিন বা আইনের মতো বিষয়ে পড়ার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে। স্নাতকোত্তর করার জন্য রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে।

হংকং

হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক করতে হলে এইচএসসি বা এ লেভেলে ন্যূনতম ৯০ শতাংশ নম্বর পেতে হবে। স্নাতকোত্তরের ক্ষেত্রে সিজিপিএ ৩ দশমিক ২ থাকতে হবে। স্যাট বা এসিটিতে ভালো ফল করতে হবে। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৭ কিংবা টোয়েফল স্কোর থাকতে হবে ন্যূনতম ১০০। সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হবে। এ ছাড়া ২টি রেকমেন্ডেশন লেটারসহ স্নাতকোত্তরের ক্ষেত্রে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকের জন্য এইচএসসি বা এ লেভেলে ন্যূনতম ৯০ শতাংশ

নম্বর পেতে হবে। স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ২ থাকতে হবে। স্যাট স্কোর ১৩৫০ এর বেশি বা এসিটি স্কোর ৩০ এর বেশি হতে হবে। আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬ দশমিক ৫ বা টোয়েফল স্কোর ন্যূনতম ৯২ হতে হবে। এর বাইরে নেতৃত্বের গুণাবলি এবং সহশিক্ষা কার্যক্রমের উল্লেখ থাকতে হবে। লাগবে রেকমেন্ডেশন লেটার। স্নাতকোত্তরের ক্ষেত্রে গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত