পাঠকবন্ধুর বই বিনিময় ও বই আড্ডা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৫: ৫২
Thumbnail image

একটা সময় ইন্টারনেট ছিল না। তখন মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল বই পড়া। কিন্তু ইন্টারনেট সহজলভ্য হওয়ার পর থেকে মানুষের বিনোদনের ধারণায় বদল এসেছে। এখন সবকিছুই যেন হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর। ধীরে ধীরে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমতে শুরু করেছে। এ রকম একসময়ে রাজধানীর তিতুমীর কলেজ এবং চট্টগ্রামের চট্টগ্রাম কলেজে পাঠকবন্ধুর উদ্যোগে হয়ে গেল বই বিনিময় ও বই আড্ডা। লিখেছেন মিনহাজুর রহমানএস এম রাহমান জিকু

তিতুমীর কলেজে বই বিনিময়
জীবনের রূঢ় বাস্তবতা ও জটিলতা থেকে মুক্তি পেতে বই পড়ার বিকল্প নেই। এ জন্যই তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে কাজ করছে পাঠকবন্ধু। সংগঠনটির সরকারি তিতুমীর কলেজ শাখার বন্ধুরা বই বিনিময় ও বই আড্ডার আয়োজন করেছিলেন।

তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সেমিনার হলরুমে ২৫ সেপ্টেম্বর, বুধবার এই বই বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজ শাখা পাঠকবন্ধুর সদস্যরা উপস্থিত ছিলেন। পাঠকবন্ধুর তিতুমীর কলেজ শাখার অ্যাম্বাসেডর মিনহাজুর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক মিয়া আমিরুল ইসলাম ও সদস্যসচিব শফিক খান এবং স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাস অ্যাম্বাসেডর তাকি বিন মহসিন। অন্য সদস্যদের মধ্যে ছিলেন আরিফুল ইসলাম, মাইন উদ্দিন, রীমা আক্তার, কাজী সাঈদ বিন রাবি, রাহাদুল হাসান রাতুল, সানজিদা আক্তার সৌরভী ও আল-আমিন হোসেন।

এ সময় বন্ধুরা নিজেদের মধ্যে বই পড়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করেন। শেষে তাঁরা একে অপরের সঙ্গে বই বিনিময় করেন।

সরকারি তিতুমীর কলেজ শাখা পাঠকবন্ধুর আহ্বায়ক মিয়া আমিরুল ইসলাম বলেন, ‘এ ধরনের আয়োজনে বইয়ের সঙ্গে যেমন পাঠকের সুসম্পর্ক গড়ে ওঠে, তেমনি নিজেদের মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ বৃদ্ধি পায়। এ জন্য থাকতে হবে সদিচ্ছা।’

সরকারি তিতুমীর কলেজ শাখা পাঠকবন্ধুর ক্যাম্পাস অ্যাম্বাসেডর মিনহাজুর রহমান বলেন, ‘এমন অনুষ্ঠানের মাধ্যমে পাঠকের পড়ার অভ্যাস বৃদ্ধি পায়। আধুনিক যন্ত্রের প্রভাব থেকে বেরিয়ে পাঠকেরা ছাপা কাগজের বইয়ের প্রতি আগ্রহী হন।’

এদিন আয়োজন শেষে পাঠকবন্ধুরা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপস্থিত বন্ধুদের উদ্দেশে উপাধ্যক্ষ বলেন, ‘এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও বেশি উৎসাহিত করবে। বর্তমানে সবাই তো আমরা অনলাইননির্ভর হয়ে পড়েছি, সেখানে সৃজনশীল শিক্ষার্থীদের কাজগুলো প্রশংসার দাবি রাখে। তাদের এই কাজকে সাধুবাদ জানাই।’

 পাঠকবন্ধু চট্টগ্রাম কলেজ শাখার বন্ধুদের বই আড্ডাtছবি: মিনহাজুর রহমানচট্টগ্রাম কলেজে বই আড্ডা
এদিকে পাঠকবন্ধু চট্টগ্রাম কলেজ শাখার উদ্যোগেও বই আড্ডার আয়োজন করা হয়েছে। সম্প্রতি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। বই আড্ডার আলোচ্য বই হিসেবে জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি নির্বাচন করা হয়। ক্যাম্পাস অ্যাম্বাসেডর হুমাইরা খানম জেরীনের সঞ্চালনায় কলেজ শাখার পাঠকবন্ধুরা এ কর্মসূচিতে অংশ নেন। ক্যাম্পাস অ্যাম্বাসেডর রাহমান জিকুর সভাপতিত্বে বই আড্ডায় পাঠকবন্ধুরা নিজেদের পঠিত বইয়ের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।

বই আড্ডায় শুভেচ্ছা বক্তব্য দেন পাঠকবন্ধু মরিয়ম খানম সেতু। তিনি বলেন, ‘আরেক ফাল্গুন উপন্যাসটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে লেখা হয়েছে। এ বইয়ের লেখায় ভাষা আন্দোলনের চিত্র ফুটে উঠেছে। অধিকার আদায়ের এই সংগ্রামের পথ ছিল অত্যন্ত কঠিন। বইয়ের আলোচনায় আন্দোলনে যুক্ত প্রত্যেক মানুষের এমন কঠিন আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। আন্দোলনে যোগ দেওয়া প্রত্যেক সদস্যের চিন্তায় পরিবারের সদস্যদের উৎকণ্ঠিত হয়ে ওঠার কথাও উঠে এসেছে বইটিতে।’

আড্ডায় পাঠকবন্ধু তৈয়বা খানম বলেন, এ বইয়ে যেমন আন্দোলনে যোগ দেওয়া স্বামীর অপেক্ষারত স্ত্রীর সততার কথা আছে, একই সঙ্গে আছে আন্দোলনরত প্রিয়জনকে ভুলে অন্যজনের সঙ্গে স্বপ্ন গড়ার বেদনার কথাও। এখানে সংগ্রামী মানুষের এই প্রিয়জন হারানোর বেদনা ছিল দুর্বিষহ যন্ত্রণার। সবকিছুর পরও যোদ্ধারা ভাষার অধিকার আদায়ে ছিলেন অবিচল। এই অধিকার আদায়ের সংগ্রামে তাঁরা জীবন বাজি রেখেছিলেন, আলিঙ্গন করেছেন মৃত্যুকে।

বই আড্ডায় উপস্থিত ছিলেন পাঠকবন্ধু চট্টগ্রাম কলেজ শাখার আহ্বায়ক এহছানুল করিম। এ ছাড়া সদস্য তানজিনা আক্তার চৈতী, তানজিয়াতুন নিসা, রফিক উল্লাহ, সাআদ মাহ্দি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আড্ডার সমাপনী বক্তব্যে এস এম রাহমান জিকু বলেন, জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটি মূলত মানবমনে বারুদ জ্বেলেছে। ফুটে উঠেছে কালে কালে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত