আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের ৬টি স্বর্ণপদক

মুসাররাত আবির 
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭: ৪১
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪২
ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপে পদক বিজয়ীরা। ছবি: সংগৃহীত

একেই হয়তো বলে প্রথমবারে বাজিমাত। ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশ দল অর্জন করেছে ৬টি স্বর্ণপদক। শুধু স্বর্ণপদক নয়, বাংলাদেশ দলের ঝুলিতে যুক্ত হয়েছে ১১টি রৌপ্য, ৭টি ব্রোঞ্জ ও ৩টি মেরিট পদক। দলের অন্য সদস্যরাও পদক পেয়েছে।

কাতারের দোহায় অনুষ্ঠিত এবারের আসরে অংশ নিয়েছিল ২৭ দেশের প্রায় ৮০০ শিক্ষার্থী। বাংলাদেশ গণিত দলের সদস্য নির্বাচন থেকে শুরু করে মেন্টরশিপের দায়িত্ব পালন করেছেন ‘বাংলার ম্যাথ’ প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। প্ল্যাটফর্মের একজন উদ্যোক্তা আহমেদ শাহরিয়ার শুভ বলেন, এবারের প্রতিযোগিতার জন্য বাংলাদেশ গণিত দলের সদস্য নির্বাচনের লক্ষ্যে বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ-২০২৪ আয়োজন করা হয়। এতে ২ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করে।নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে ‘অনলাইন বাছাই রাউন্ড’ আয়োজন করা হয়। এতে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ‘গণিত হোক আনন্দের’ স্লোগানে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড লেভেলে ১০১ জন বিজয়ী হয়। জাতীয় পর্যায়ের বিজয়ীদের মধ্য থেকে পরবর্তী নির্বাচনী পরীক্ষার মাধ্যমে তিনটি বিভাগে দল গঠন করা হয়—জুনিয়র লেভেলে ৬ জন, ইন্টারমিডিয়েট লেভেলে ১৮ ও অ্যাডভান্সড লেভেলে ৩ জন।

প্রথমবারেই ছক্কা

স্বর্ণপদক বিজয়ী সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাকিফ মিহরান সাবির বলে, তাদের যাত্রা ছিল উত্তেজনাপূর্ণ। মাত্র চার মাসের প্রস্তুতিতে তারা কাতারের মাটিতে পা রাখে। প্রথমবারেই সবাই পদক পাবে, এটা তাদের কল্পনার বাইরে ছিল। সাকিফের ভাষায়, ‘প্রথমবারেই ছক্কা হাঁকানোর মতো অবস্থা।’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতিযোগিতার কাঠামো

প্রতিযোগিতাটি তিনটি ভাগে বিভক্ত ছিল—একক, দলগত ও রিলে।

  • একক বিভাগে ৭০ নম্বরের পরীক্ষা হয়। প্রথম অংশে ২০ মিনিটে ১৫টি মাঝারি মানের প্রশ্ন এবং দ্বিতীয় অংশে ৪০ মিনিটে ৬টি মাঝারি ও ২টি কঠিন প্রশ্নের উত্তর দিতে হয়।
  • রিলে বিভাগে প্রতিটি দল দুজন করে তিনটি গ্রুপে ভাগ হয়। এখানে এক সদস্য প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আরেকজনকে সহায়তা করে। প্রতিটি রাউন্ডে সঠিক উত্তরের জন্য ২০ নম্বর বরাদ্দ।
  • দলগত বিভাগে ৪০ মিনিটে ১৪টি প্রশ্ন সমাধান করতে হয়। সবাই একসঙ্গে আলোচনা করে উত্তর বের করে।

প্রতিযোগিতার প্রশ্ন জ্যামিতি, ত্রিকোণমিতি, সংখ্যাতত্ত্ব, বীজগণিত ও লগারিদম থেকে আসে। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বীজগণিত।

প্রতিযোগিতার বাইরে

সাকিফ জানায়, প্রতিযোগিতার সময় ঘুরে বেড়ানোর সুযোগ খুব কম পেলেও তারা চমৎকার সময় কাটিয়েছে। নতুনদের জন্য তার পরামর্শ, প্রতিযোগিতার বিগত বছরের প্রশ্ন বেশি বেশি অনুশীলন করা এবং সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দেওয়া জরুরি। প্রতিটি প্রশ্নের উত্তর দ্রুত দেওয়া এবং যেগুলো পারা যাবে না, সেগুলোর পেছনে সময় নষ্ট না করা বুদ্ধিমানের কাজ। কারণ, পদকের জন্য উত্তরপত্র জমা দেওয়ার সময়ও বিবেচনা করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত