Ajker Patrika

পাথরশ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি সচেতনতায় পাঠকবন্ধুর উদ্যোগ

ফাহিম হাসান, পঞ্চগড়
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৬: ৩৪
পাথরশ্রমিকদের পাশে পঞ্চগড় জেলার বন্ধুরা। ছবি: পাঠকবন্ধু
পাথরশ্রমিকদের পাশে পঞ্চগড় জেলার বন্ধুরা। ছবি: পাঠকবন্ধু

পঞ্চগড় জেলার ধাক্কামারা এলাকায় পাথরশ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে সম্প্রতি বিশেষ প্রচার-প্রচারণার আয়োজন করে আজকের পত্রিকার ‘পাঠকবন্ধু’ পঞ্চগড় জেলা শাখা।

এই উদ্যোগে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলার সহকারী পরিচালক ইউসুফ আলী এবং পাঠকবন্ধুর সক্রিয় সদস্য মানিক খান, সাইয়েদা আক্তার সাম্মী, নুসরাত জাহান, মাইশা ফাহমিদা মিশু, আসিফ, হিমুল, সুমন ইসলাম, মুরাদ ও রাজিব। তাঁরা পাথরশ্রমিকদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন প্রয়োজনীয় দিক তুলে ধরেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

ধুলাবালুতে কাজ করায় পাথরশ্রমিকেরা শ্বাসকষ্ট, হাঁপানি, বুকের ব্যথা এবং অ্যালার্জির মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। শুধু শ্রমিকেরা নন, আশপাশে বসবাসকারী নারী, শিশু, বৃদ্ধ ও ব্যবসায়িক কাজে আসা মানুষও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

পাঠকবন্ধুরা পাথরশ্রমিকদের মাথায় হেলমেট, নাক-মুখ ঢেকে কাজ করার জন্য মুখোশ, হাতে দস্তানা এবং পায়ে জুতা পরিধানের পাশাপাশি বিশেষ নিরাপত্তামূলক পোশাক ব্যবহারের পরামর্শ দেন। সেই সঙ্গে পাথর ভাঙার জায়গায় নিয়মিত পানি ছিটিয়ে বায়ুদূষণ কমানোর প্রতি গুরুত্বও আরোপ ধরেন।

পাঠকবন্ধু সদস্য সাইয়েদা আক্তার সাম্মী বলেন, ‘অধিকাংশ শ্রমিক জানেন না, পাথর ভাঙার কাজ কতটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অনেকে এরই মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। তাই আমরা তাঁদের সচেতন করার জন্যই আজ এখানে এসেছি।’

মাইশা ফাহমিদা মিশু আরও বলেন, ‘জনবসতিপূর্ণ এলাকায় পাথর ভাঙার কাজ বন্ধ করে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা জরুরি। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত সরকার ও পাথরমালিকদের। পাথর ভাঙার সময় পানি ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টিতেও নজর দেওয়া দরকার।’

পাঠকবন্ধুর এই উদ্যোগে পাথরশ্রমিকরা সচেতনতার বার্তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত