এ আর রহমান ও মোহিনীর বিচ্ছেদ জুড়ে দিল নেটিজেনরা, যা বললেন ছেলে আমিন

অনলাইন ডেস্ক    
Thumbnail image

প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।

যদিও বিচ্ছেদের খবর প্রকাশের দিনই এ সব নিয়ে বাজে মন্তব্য না করতে অনুরোধ করেছেন খোদ রহমান ও তাঁর সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু। তবুও চলতে থাকা এসব জবাবে, একরকম বিরক্ত ও বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট করেছেন এ আর রহমানের ছেলে আমিন।

আমিন সেখানে স্পষ্ট করে জানিয়েছেন, অযথাই মানুষ দুই বিচ্ছেদের মধ্যে একটি সংযোগ খুঁজছেন। তাদের সঙ্গে ঘটতে থাকা কঠিন সময়ে গুজব না ছড়ানোর অনুরোধও করেছেন তিনি।

আমিন তাঁর পোস্টে লেখেন, ‘আমার বাবা একজন ঐতিহ্যশালী শিল্পী। শুধুই নিজের কাজের জন্য নয়। তাঁর মূল্যবোধের জন্যও তিনি মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন। তাই এই ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ছে দেখে সত্যিই খুব খারাপ লাগছে।’

তিনি আরও লেখেন, ‘কারও জীবন নিয়ে কথা বলার সময় সত্যতার কথা যেন আমরা মাথায় রাখি। দয়া করে এই ধরনের গুজবে কান দেবেন না এবং ভুল তথ্য ছড়াবেন না। তাঁর সম্মান যাতে সংরক্ষিত থাকে, সেই দিকটা দেখি চলুন।’

এ বিষয় নিয়ে মন্তব্য করেছেন রহমানের মেয়ে রহিমাও। গুজবে প্রতিবাদ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দুকেরা আর ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত