Ajker Patrika

আজ সন্ধ্যায় নির্যাতিত ফিলিস্তিনিদের বঞ্চনার গল্পে ‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৫: ১৩
আজ সন্ধ্যায় নির্যাতিত ফিলিস্তিনিদের বঞ্চনার গল্পে ‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’

নির্যাতিত ফিলিস্তিনিদের বঞ্চনার গল্প নিয়ে প্রাচ্যনাটের পরিবেশনা ‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীতে এশিয়াটিক সেন্টারে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

‘দ্য গাজা মনোলগস’ চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনের আশতার থিয়েটার-এর একটি আন্তর্জাতিক উদ্যোগ। আশতার থিয়েটার ২০২৩ সালে ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি প্রকাশের আন্তর্জাতিক দিবসে বিশ্বব্যাপী থিয়েটারকর্মীদের ‘দ্য গাজা মনোলগস’ থেকে পাঠ অথবা অভিনয় করার আহ্বান জানায়।

‘দ্য গাজা মনোলগস’ ২০০৮-০৯ সালে সংঘটিত ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গাজা উপত্যকার ধ্বংসযজ্ঞ ও সেখানকার অধিবাসীদের ট্রমাটিক অভিজ্ঞতা বর্ণনা করে তৎকালীন ফিলিস্তিনি কিশোর-কিশোরীদের লেখা স্বগত বক্তব্যের একটি সংকলন। ২০২৩ সালে এসেও তাদের বর্ণনায় উঠে আসা যন্ত্রণা ও আর্তনাদের সঙ্গে গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতির কোনো অমিল পাওয়া যায় না।

আশতার থিয়েটারের উদ্যোগের সঙ্গে সংহতি জানাতে প্রাচ্যনাটের পরিবেশনা–‘গাজা মনোলগ, বিষণ্ন কমলার দেশ’। এই সংহতি আয়োজনে যেমন ‘গাজা মনোলগস’-এর কিছু অংশ পাঠ করা হবে, তার সঙ্গে সংযুক্ত করা হয়েছে ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘দ্য ল্যান্ড অব স্যাড অরেঞ্জেস’ থেকে অনূদিত কিছু অংশ।

কাজী তৌফিকুল ইসলাম ইমনের পরিকল্পনা ও নির্দেশনার এই পরিবেশনায় সার্বিক সহযোগিতা করছে মঙ্গলদীপ ফাউন্ডেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত