বিনোদন প্রতিবেদক
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’
তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
তামিমের অভিনয় ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে মূলত একটি পডকাস্টকে কেন্দ্র করে। বৃহস্পতিবার রাতে দ্য মেসেজ পডকাস্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি পডকাস্টে ইসলাম ধর্মে তওবার গুরুত্ব নিয়ে কথা বলেন তামিম মৃধা ও আহমেদ আরেফিন। এরপর তামিমের ভাই সেই পডকাস্ট শেয়ার করে ফেসবুকে জানান, তাঁর ভাই মুলধারার মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছেন। সেই পোস্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
মিডিয়া ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে তামিম মৃধা বলেন, ‘আমি একটা পডকাস্ট নিয়ে এসেছি। সেটার পরিপ্রেক্ষিতেই সবাই ভাবছে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এমন কোনো ঘোষণা করিনি যে মিডিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে এসেছি। ইসলামিক পডকাস্টের সঙ্গে মিডিয়া ছেড়ে দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোভিডের পর থেকে এমনিতেই মিডিয়ায় কাজ কম করছি। আমার কাছে মনে হয়েছে, সংখ্যায় কম হলেও অর্থবহ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা ভালো। কাজ করতে তো আমার কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি এটাকে প্রতিষ্ঠিত করে দেয়, আমি মিডিয়া ছেড়ে দিচ্ছি—সেটা ঠিক নয়।’
ইসলামিক পডকাস্ট নিয়ে তামিম বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে যাওয়ার পর মনে হলো, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে জানা প্রয়োজন। এরপর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পড়ছিলাম, জানছিলাম ও বোঝার চেষ্টা করছিলাম। সে সময় মনে হলো, যেটুকু শিখছি তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। এরপর পডকাস্টের চিন্তাটা আসে। এ ছাড়া আমাদের সমাজে অদ্ভুত ধরনের একটা মাইন্ড সেট হয়েছে যে টুপি পরলে, পাঞ্জাবি বা জোব্বা পরলে অনেকেই জঙ্গি মনে করে। ওই মিথগুলো ভাঙাটাও একটা কারণ এই পডকাস্টের।’
তামিম জানান, ইতিমধ্যে শেষ হয়েছে এ পডকাস্টের প্রথম পাঁচ পর্বের শুটিং। প্রতি সপ্তাহে একটি পর্ব প্রকাশের ইচ্ছা তাঁর। প্রতি পর্বেই তামিমের সঙ্গে আলোচক হিসেবে থাকবেন আহমেদ আরেফিন।
টালিউডের ‘মানুষ’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছিলেন জিৎ। প্রযোজনাও করেছিলেন তিনি। ছিলেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার নিজ দেশে সিনেমা বানাচ্ছেন সঞ্জয়। এতে অভিনয় করবেন মোশাররফ করিম ও শরিফুল রাজ।
৩ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঘোষিত হলো ৯৭তম অস্কারের মনোনয়ন। এবার ‘বেস্ট পিকচার’ বিভাগে মনোনয়ন পাওয়া ১০টি সিনেমার মধ্যে বেশি আলোচিত হচ্ছে ‘এমিলিয়া পেরেজ’, ‘উইকেড’ ও ‘কনক্লেভ’। ‘আনোরা’ কিংবা ‘দ্য সাবস্ট্যান্স’-এর প্রভাবও কম নয়। তবে জয়ী হবে কোনটা, জানা যাবে আগামী ২ মার্চ। সিনেমাগুলো কোথায় কীভাবে দেখবেন...
৩ ঘণ্টা আগেচ্যানেল আইয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আপন মানুষ’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। মোট ৮৩ পর্বের ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহে পাঁচ দিন। প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। আপন মানুষ রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম, নিবেদন করেছে সিটি...
৩ ঘণ্টা আগেভারতের বেশ কিছু সিনেমায় ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরা হয়েছে, বর্ণনা করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ সাফল্য হিসেবে। এবার ‘ইমার্জেন্সি’ সিনেমায় আরও শক্তভাবে সেই দাবি উপস্থাপন করার চেষ্টা করলেন কঙ্গনা রনৌত। সিনেমায় বাংলাদেশ...
৩ ঘণ্টা আগে