থাকতে হবে না জেলে, অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
Thumbnail image
গ্রেপ্তারের পর আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর দ্রুতই বদলাচ্ছে পরিস্থিতি। গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সুপারস্টারকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এরপরই তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা। হাইকোর্ট থেকে কী রায় আসে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে সন্ধ্যায় এল সুখবর।

গ্রেপ্তারের পর আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারের পর আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তাঁর।

এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এ রায় অভিনেতার ভক্তদের জন্য স্বস্তির খবর নিয়ে এল। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত