শুটিংয়ের জন্য গাছ কেটে বিপদে ইয়াশের সিনেমার নির্মাতারা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৯: ৫৪
ইয়াশ। ছবি: এক্স

‘টক্সিক’-এর অপেক্ষায় ইয়াশভক্তরা। ‘কেজিএফ’খ্যাত কন্নড় অভিনেতা ইয়াশের পরবর্তী সিনেমা টক্সিক মুক্তি পাবে ২০২৫ সালে। চলছে শুটিং। তবে শুটিং করতে গিয়ে বিপদে পড়েছেন সিনেমাটির নির্মাতারা। তাদের বিরুদ্ধে মামলা করেছে কর্নাটক ফরেস্ট বিভাগ। অভিযোগ, এ সিনেমার সেট তৈরির জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে।

অক্টোবরের শেষের দিকে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন কর্নাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর খান্দ্রে। কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এ বিষয়ে এক্সে পোস্টও করেছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, যে এলাকার গাছ কেটে যশের সিনেমার সেট তৈরির অভিযোগ উঠেছে, সে জায়গা পরিদর্শন করেছেন পরিবেশ মন্ত্রী। গত বছর ওই এলাকার স্যাটেলাইট ইমেজে তিনি অনেক গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকাটি প্রায় ফাঁকা।

এরপর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে। সে অনুযায়ী, আইনি ব্যবস্থা নিয়েছে কর্ণাটকের বনদপ্তর।

‘টক্সিক’ সিনেমার শুটিংয়ের জন্য নির্মিত সেট। ছবি: এক্স
‘টক্সিক’ সিনেমার শুটিংয়ের জন্য নির্মিত সেট। ছবি: এক্স

তবে শুধু টক্সিক সিনেমার নির্মাতারা নন, গাছ কেটে ফেঁসে গেছে আরও দুটি প্রতিষ্ঠান। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় এক সংস্থাকে তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল।

গাছ কাটার অনুমতি দেওয়ায় টক্সিক সিনেমার নির্মাতাদের পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। এ ঘটনায় বড়সড় বিপদে পড়ল টক্সিক। ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ হওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা।

উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রাউন-আপস’ সিনেমাটি পরিচালনা করছেন গীতু মোহনদাস। প্রযোজনা করছে কেভিএন প্রডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। এক মাদকসম্রাটের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে ইয়াশের সঙ্গে কারিনা কাপুর থাকবেন বলে জানা গেছে। ২০২৫ সালের ১০ এপ্রিল টক্সিক মুক্তি পাওয়ার কথা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত