Ajker Patrika

হিন্দি শুনে নেমে গেলেন এ আর রহমান

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২১, ১১: ৫৩
হিন্দি শুনে নেমে গেলেন এ আর রহমান

নিজের প্রযোজনায় তৈরি চলচ্চিত্র ’৯৯ সংগস’-এর অডিও রিলিজ অনুষ্ঠানে মঞ্চে ছিলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। উপস্থাপিকার মুখে হিন্দি শুনে তিনি প্রথমে আপত্তি জানালেন। তারপর নেমে গেলেন মঞ্চ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আর রহমানের এমন ভিডিও ছড়িয়ে পড়েছে।

এ কী তার রসবোধ! নাকি নিরব প্রতিবাদ তা নিশ্চিত করে বলা কঠিন। যদিও এই সংগীত প্রতিভা বিষয়টিকে স্রেফ ‘মজা’ বলছেন, ‘আমি শুধু মজা করার জন্যই এ কাজ করেছি’। কিন্তু অনেকেই এ ঘটনাটিকে দেখছেন অন্য দৃষ্টিভঙ্গি থেকে।

এ আর রহমানের ওই অনুষ্ঠানটি হচ্ছিল চেন্নাইয়ে। তামিলরা বরাবরই তাদের ওপর জোর করে হিন্দি চাপিয়ে দেয়ার বিরোধিতা করে এসেছেন। তামিলনাড়ুতে জন্ম নেয়া এ আর রহমান এ বিরোধিতায় কখনও সরব হননি প্রকাশ্যে। কিন্তু তিনি যেভাবে মজার ছলে হলেও হিন্দি শুনে মঞ্চ থেকে নেমে গেছেন, তা দেখে কেউ বলতেই পারেন, মনে মনে হলেও তিনি হয়তো হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতাই করেন।

‘৯৯ সংগস’ এ আর রহমানের লেখা এবং প্রযোজনায় তৈরি প্রথম চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন বিশ্বেশ কৃষ্ণমূর্তি। এ ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হলো কাশ্মীরি অভিনেতা এহান ভাটের। মঞ্চে তাকে পরিচয় করিয়ে দেয়ার সময়ই হঠাৎ হিন্দিতে কথা বলতে শুরু করেন উপস্থাপিকা। তারপরই ‘হিন্দি?’ এমন প্রশ্ন তুলে হাসতে হাসতে মঞ্চ থেকে নেমে যান এ আর রহমান।

চলচ্চিত্র ’৯৯ সংগস’ মুক্তি পাবে আগামী ১৬ এপ্রিল। একইসঙ্গে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আসছে ছবিটি।

মঞ্চ থেকে এ আর রহমানের নেমে যাওয়ার ভিডিও:

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত