Ajker Patrika

প্রকাশ পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
অপার্থিব ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
অপার্থিব ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

প্রকাশ পেল সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’। মোট সাতটি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে আবছা নীল কণা অ্যালবামের গানগুলো।

ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘প্রথম অ্যালবাম মানেই তো অনেক প্রথম অনুভূতি। অ্যালবামটি তৈরিতে শ্রোতাদের সমর্থন আর ভালোবাসাই ছিল আমাদের পাথেয়, বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম, যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’

২০০৯ সালে যাত্রা শুরু করা অপার্থিব ব্যান্ডের বর্তমান পাঁচ সদস্যই কানাডার অটোয়াতে বসবাস করছেন। সেখানই নিয়মিত সংগীতচর্চা করছেন তাঁরা। ব্যান্ড সদস্যরা হলেন সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি-বোর্ড) এবং সৈয়দ আহসান আলী (বেজ গিটার)।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যালবামের পাঁচ নম্বর গান ‘পথিক’। এই গানটিতে অতিথি গিটারিস্ট হিসেবে অংশ নেন জনপ্রিয় গিটারিস্ট সাজ্জাদুল আরেফিন। অপার্থিবের লক্ষ্য, সারা বিশ্বের শ্রোতাদের কাছে তাদের সংগীত পৌঁছে দেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত