বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। ঈদের আনন্দ, সৌন্দর্য ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নতুন করে গানটি গাইলেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। গত মঙ্গলবার রাতে গানটির ভিডিও নির্মাণ করেন অনন্যা রুমা। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।’
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। তিনি জানিয়েছেন, ঈদের চাঁদ দেখার পর থেকে চ্যানেল আইয়ে গানটির প্রচার শুরু হবে।
২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। ঈদের আনন্দ, সৌন্দর্য ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নতুন করে গানটি গাইলেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। গত মঙ্গলবার রাতে গানটির ভিডিও নির্মাণ করেন অনন্যা রুমা। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।’
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। তিনি জানিয়েছেন, ঈদের চাঁদ দেখার পর থেকে চ্যানেল আইয়ে গানটির প্রচার শুরু হবে।
২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।
স্টুডিও জিবলি-ঝড়ের এই সময়ে দেখে নিতে পারেন তাদের তৈরি অ্যানিমেশন সিনেমা। এখানে রইল স্টুডিও জিবলির আলোচিত ১০টি সিনেমার নাম ও গল্পসংক্ষেপ। তালিকাটি করেছে রটেন টমেটোস।
৭ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
৯ ঘণ্টা আগে১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে খুন হয় তারই মেয়ে সহপাঠী। তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সিরিজের মূল উদ্দেশ্য তদন্ত কিংবা জিজ্ঞাসাবাদ নয়। অ্যাডোলেসেন্স বরং ঢুকতে চেয়েছে যে খুন করেছে, সেই কিশোরের মনস্তত্বে।
১১ ঘণ্টা আগেঈদের দিন আমির, সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
১ দিন আগে