বিনোদন ডেস্ক
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
দ্য চেয়ার (বাংলা নাটক)
অভিনয়: শরাফ আহমেদ জীবন, দিলরুবা দোয়েল, পার্থ শেখ
মুক্তি: ২৫ জানুয়ারি, বঙ্গ
গল্পসংক্ষেপ: গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর একপর্যায়ে গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজসহ অনেক কিছু নিয়ে যায় সাধারণ মানুষ। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছায় এক বাসায়। গণভবনের চেয়ার পেয়ে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করে সেই বাসার কর্তা।
গ্ল্যাডিয়েটর টু (ইংরেজি সিনেমা)
অভিনয়: পল মেসকাল, পেদ্রো পাসক্যাল, কনি নীলসেন
মুক্তি: ২১ জানুয়ারি, প্যারামাউন্ট প্লাস
গল্পসংক্ষেপ: প্রথম পর্বে ম্যাক্সিমাস চরিত্রটি মারা যাওয়ার ২০ বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে গ্ল্যাডিয়েটর টু। এতে দেখা যাবে ম্যাক্সিমাসের ছেলে লুসিয়াস ভারাসের দুঃসাহসিক অভিযাত্রা। রোমান সাম্রাজ্যের আধিপত্যে তার বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে সে গ্ল্যাডিয়েটর হয়ে ওঠে। নিজের রাজকীয় পরিচয় লুকিয়ে রেখে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সে।
দ্য স্যান্ড ক্যাসেল (আরবি ভাষার সিনেমা)
অভিনয়: নাদিন লাবাকি, জিয়াদ বাকরি, রিমান আল রাফিয়া
মুক্তি: ২৪ জানুয়ারি, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: থাকার একটুখানি জায়গা, একটু আশ্রয়ের আশায় ছুটে চলে একটি পরিবার। একপর্যায়ে মনোরম এক দ্বীপে আটকা পড়ে তারা। পরিবারের কনিষ্ঠ সদস্য জানার কাছে লুকিয়ে রাখে ভয়াবহ এক বাস্তবতা। কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় সেই সত্য। এক সময় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এক কঠিন পরিণতির দিকে এগিয়ে যায় পুরো পরিবার। ইসরায়েলি দখলদারদের হামলার কারণে আটকে পড়া মানুষের বেঁচে থাকার যে লড়াই, তা রূপক অর্থে তুলে ধরেছেন নির্মাতা।
সুইট ড্রিম (হিন্দি সিনেমা)
অভিনয়: মিতালি পালকার, অমল পরশার
মুক্তি: ২৪ জানুয়ারি, ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: অচেনা দুই যুবক-যুবতী। প্রতি রাতে তারা একই স্বপ্ন দেখে। কিন্তু কেন? একসময় স্বপ্নের মানুষকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা। কিন্তু জানে না কোথায় খুঁজবে, কীভাবে খুঁজবে। আদৌ খুঁজে পাবি কি না স্বপ্নের মানুষকে।
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
দ্য চেয়ার (বাংলা নাটক)
অভিনয়: শরাফ আহমেদ জীবন, দিলরুবা দোয়েল, পার্থ শেখ
মুক্তি: ২৫ জানুয়ারি, বঙ্গ
গল্পসংক্ষেপ: গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর একপর্যায়ে গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজসহ অনেক কিছু নিয়ে যায় সাধারণ মানুষ। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছায় এক বাসায়। গণভবনের চেয়ার পেয়ে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করে সেই বাসার কর্তা।
গ্ল্যাডিয়েটর টু (ইংরেজি সিনেমা)
অভিনয়: পল মেসকাল, পেদ্রো পাসক্যাল, কনি নীলসেন
মুক্তি: ২১ জানুয়ারি, প্যারামাউন্ট প্লাস
গল্পসংক্ষেপ: প্রথম পর্বে ম্যাক্সিমাস চরিত্রটি মারা যাওয়ার ২০ বছর পরের গল্প নিয়ে নির্মিত হয়েছে গ্ল্যাডিয়েটর টু। এতে দেখা যাবে ম্যাক্সিমাসের ছেলে লুসিয়াস ভারাসের দুঃসাহসিক অভিযাত্রা। রোমান সাম্রাজ্যের আধিপত্যে তার বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে সে গ্ল্যাডিয়েটর হয়ে ওঠে। নিজের রাজকীয় পরিচয় লুকিয়ে রেখে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সে।
দ্য স্যান্ড ক্যাসেল (আরবি ভাষার সিনেমা)
অভিনয়: নাদিন লাবাকি, জিয়াদ বাকরি, রিমান আল রাফিয়া
মুক্তি: ২৪ জানুয়ারি, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: থাকার একটুখানি জায়গা, একটু আশ্রয়ের আশায় ছুটে চলে একটি পরিবার। একপর্যায়ে মনোরম এক দ্বীপে আটকা পড়ে তারা। পরিবারের কনিষ্ঠ সদস্য জানার কাছে লুকিয়ে রাখে ভয়াবহ এক বাস্তবতা। কিন্তু ধীরে ধীরে প্রকাশ পায় সেই সত্য। এক সময় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এক কঠিন পরিণতির দিকে এগিয়ে যায় পুরো পরিবার। ইসরায়েলি দখলদারদের হামলার কারণে আটকে পড়া মানুষের বেঁচে থাকার যে লড়াই, তা রূপক অর্থে তুলে ধরেছেন নির্মাতা।
সুইট ড্রিম (হিন্দি সিনেমা)
অভিনয়: মিতালি পালকার, অমল পরশার
মুক্তি: ২৪ জানুয়ারি, ডিজনি হটস্টার
গল্পসংক্ষেপ: অচেনা দুই যুবক-যুবতী। প্রতি রাতে তারা একই স্বপ্ন দেখে। কিন্তু কেন? একসময় স্বপ্নের মানুষকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা। কিন্তু জানে না কোথায় খুঁজবে, কীভাবে খুঁজবে। আদৌ খুঁজে পাবি কি না স্বপ্নের মানুষকে।
ঈদের দিন আমির, সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
৬ ঘণ্টা আগেঈদ উপলক্ষে নানা প্রতিষ্ঠান, সহকর্মী ও কাছের মানুষদের কাছ থেকে অনেক উপহার পান জয়া আহসান। ফলে আলাদা করে আর কেনাকাটা কিছু করতে হয় না। এবার ঈদে কোনো পোশাক কেনেননি জয়া। তবে হ্যাঁ, ঘর সাজাবার কিছু জিনিসপত্র কিনেছেন ঈদ উপলক্ষে।
৭ ঘণ্টা আগে‘জ্বীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি ঈদের আগে মানুষের মুখে মুখে ফিরেছিল। আশা করা হচ্ছিল, সিনেমা হলেও ভালো সাড়া ফেলবে জ্বীন থ্রি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জায়গাই পেল না সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও খুব কম শো পেয়েছে।
৮ ঘণ্টা আগেঈদ ঘিরে বাজার ধরতে বরাবরই বলিউড সুপারস্টার খানদের সিনেমার একটি হাঁকডাক থাকে। এবারে মুক্তির অপেক্ষায় ছিল সালমান খানের ‘সিকান্দার’। মুক্তিও পেল, কিন্তু বক্স অফিসে এক দিনের আয় নিয়ে হতাশ নির্মাতা, প্রযোজক, কলাকুশলীসহ পুরো টিম। সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিকান্দার গতকাল রোববার মুক্তির দিনে
৯ ঘণ্টা আগে