বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকার মঞ্চের দর্শকেরা দেখতে পারবেন ভারতের খ্যাতিমান নাট্য পরিচালক মণীশ মিত্রের দুই নাটক। আজ থেকে শিল্পকলায় শুরু হচ্ছে সাত দিনব্যাপী বদরুদ্দীন স্মৃতি নাট্যোৎসব। ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মশতবর্ষ উপলক্ষে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে শুকবার বিকেল ৫টায়, জাতীয় নাট্যশালায়। উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ঢাকার দর্শকদের সামনে পর পর দুই দিন অর্ঘ্য দুটি আলাদা নাটক প্রদর্শনী করতে যাচ্ছে। একটির নাম ‘ম্যাকবেথ বাদ্য’ এবং অন্যটি ‘সাইকোসিস ৪.৪৮ ’। এর মধ্যে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘ম্যাকবেথ বাদ্য’ এবং আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় ‘সাইকোসিস ৪.৪৮ ’। প্রথম নাটকটি দর্শক দেখতে পারবেন শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে, এবং দ্বিতীয় নাটকটি দেখা যাবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
এর আগে পদাতিক নাট্য সংসদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ১৩টি ও ভারতের ৪টি নাট্যদলের অংশগ্রহণে এই উৎসব চলবে ১৮ মে পর্যন্ত। জাতীয় নাট্যশালার মূল হল, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে নাটক শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে স্মারক সম্মাননা প্রদান করা হবে। ২০২২ সালের জন্য সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন বঙ্গজিৎ দত্ত (মরণোত্তর) ও দেবপ্রসাদ দেবনাথ। ২০২৩ সালের জন্য স্মারক সম্মাননা পাচ্ছেন মাসুম আজিজ (মরণোত্তর) ও তারিক আনাম খান।
প্রসঙ্গত, নাট্য পরিচালক হিসেবে মণীশ মিত্রের খ্যাতি থাকলেও পাশাপাশি তিনি নাটক লেখেন, অনুবাদ করেন এবং অভিনয়ও করেন। নানা ভাষা ও আঙ্গিকে তিনি প্রযোজনা নির্মাণ করেন। তার নাট্যদল কসবা অর্ঘ্য ‘ঊরুভঙ্গম’, ‘ম্যাকবেথ বাদ্য’ সহ বেশ কিছু অসাধারণ প্রযোজনা উপহার দিয়েছে দর্শককে। নাটক নিয়ে গোটা ভারত এবং বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। ভারতীয় নাট্য সম্পর্কে নিয়মিত বিভিন্ন আলোচনা, ওয়ার্কশপেও যোগ দেন। বাংলা তথা ভারতীয় নাটককে বিশ্বের দরবারে উঁচু আসনে প্রতিষ্ঠিত করতে সদা সচেষ্ট তিনি।
আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকার মঞ্চের দর্শকেরা দেখতে পারবেন ভারতের খ্যাতিমান নাট্য পরিচালক মণীশ মিত্রের দুই নাটক। আজ থেকে শিল্পকলায় শুরু হচ্ছে সাত দিনব্যাপী বদরুদ্দীন স্মৃতি নাট্যোৎসব। ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মশতবর্ষ উপলক্ষে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে শুকবার বিকেল ৫টায়, জাতীয় নাট্যশালায়। উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ঢাকার দর্শকদের সামনে পর পর দুই দিন অর্ঘ্য দুটি আলাদা নাটক প্রদর্শনী করতে যাচ্ছে। একটির নাম ‘ম্যাকবেথ বাদ্য’ এবং অন্যটি ‘সাইকোসিস ৪.৪৮ ’। এর মধ্যে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘ম্যাকবেথ বাদ্য’ এবং আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় ‘সাইকোসিস ৪.৪৮ ’। প্রথম নাটকটি দর্শক দেখতে পারবেন শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে, এবং দ্বিতীয় নাটকটি দেখা যাবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
এর আগে পদাতিক নাট্য সংসদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের ১৩টি ও ভারতের ৪টি নাট্যদলের অংশগ্রহণে এই উৎসব চলবে ১৮ মে পর্যন্ত। জাতীয় নাট্যশালার মূল হল, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে নাটক শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে স্মারক সম্মাননা প্রদান করা হবে। ২০২২ সালের জন্য সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন বঙ্গজিৎ দত্ত (মরণোত্তর) ও দেবপ্রসাদ দেবনাথ। ২০২৩ সালের জন্য স্মারক সম্মাননা পাচ্ছেন মাসুম আজিজ (মরণোত্তর) ও তারিক আনাম খান।
প্রসঙ্গত, নাট্য পরিচালক হিসেবে মণীশ মিত্রের খ্যাতি থাকলেও পাশাপাশি তিনি নাটক লেখেন, অনুবাদ করেন এবং অভিনয়ও করেন। নানা ভাষা ও আঙ্গিকে তিনি প্রযোজনা নির্মাণ করেন। তার নাট্যদল কসবা অর্ঘ্য ‘ঊরুভঙ্গম’, ‘ম্যাকবেথ বাদ্য’ সহ বেশ কিছু অসাধারণ প্রযোজনা উপহার দিয়েছে দর্শককে। নাটক নিয়ে গোটা ভারত এবং বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। ভারতীয় নাট্য সম্পর্কে নিয়মিত বিভিন্ন আলোচনা, ওয়ার্কশপেও যোগ দেন। বাংলা তথা ভারতীয় নাটককে বিশ্বের দরবারে উঁচু আসনে প্রতিষ্ঠিত করতে সদা সচেষ্ট তিনি।
তারকাদের জীবন নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভক্ত–অনুরাগীদের। টিভির পর্দা বা ম্যাগাজিনের পাতার বাইরে ব্যক্তিজীবনে তাঁরা কেমন, কীভাবে সামলান জীবনের বিভিন্ন ঝক্কি–ঝামেলা তা জানতে চান সবাই। ভক্ত–অনুরাগীদের সেই আগ্রহেই এবার নিজেদের সন্তান পালন নিয়ে কথা বললেন মার্কিন সুপার মডেল জিজি হাদিদ এবং সংগীত শিল্পী
৭ ঘণ্টা আগেবরাবরের মতোই নানা চমক নিয়ে আসছে এবারের ঈদের ‘ইত্যাদি’। ঈদের ইত্যাদির গান মানেই বাড়তি আয়োজন, বাড়তি আকর্ষণ ও ভিন্নমাত্রা। সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদির বিশেষ চমক হিসেবে তৈরি হলো জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত সংগীত। এর আগে হাবিব ও প্রীতম একসঙ্গে কাজ করলেও একসঙ্গে গাননি কোনো
১৬ ঘণ্টা আগেপ্রতিদিনের ইফতারি তৈরি নিয়ে দীপ্ত টিভি প্রচার করছে সহজেই সুস্বাদু খাবারের রেসিপির কুকিং শো ‘সহজ ইফতার’। প্রচারিত হচ্ছে প্রতিদিন বেলা ২টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটির সঞ্চালক মারিয়াম হোসেন নূপুর। প্রযোজনায় গৌরব সরকার। এ ছাড়া রমজান উপলক্ষে দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে রান্নাবিষয়ক আরও কয়েকটি অনুষ্ঠান।
১৬ ঘণ্টা আগেএম্পায়ার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ৭০ বছর বয়সী ক্যামেরন উল্লেখ করেছেন, অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি দ্বিতীয় কিস্তির চেয়েও দীর্ঘ হবে। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার সিরিজের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা
১ দিন আগে