বিনোদন ডেস্ক
এবার রেস্তোরাঁ খুলছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁয় মিলবে বিশ্বের বিখ্যাত সব শেফের খাবার, যেখানে মিলবে ব্রিটিশ-বাংলাদেশি নাদিয়ার তৈরি খাবারও।
২০১৫ সালে যুক্তরাজ্যে রান্নাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এ বিলেতি রীতির কেক বানিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন নাদিয়া। আর পরের বছর ২০১৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীতে কমলালেবুর দই দিয়ে কেক তৈরি করে গড়েন ইতিহাস।
সিএনএন জানিয়েছে, ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁটির কার্যক্রম শুরু হবে আগামী ৩০ জুন। ওয়েস্ট হলিউডের ‘শর্ট স্টোরিজ’ হোটেলে এই রেস্তোরাঁ খোলা থাকবে প্রতিদিন বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহের দুই দিন শনি ও রোববার ‘ব্রাঞ্চ’ দেওয়া হবে।
‘শেফস টেবলস’, ‘আয়রন শেফ’, ‘ইজ ইট কেক’ এবং ‘ড্রিংক মাস্টার্স’-এর মতো রান্নার শোগুলোর শেফদের হাতের মজাদার খাবার এত দিন কেবল স্ক্রিনে দেখা গেলেও সেসব চেখে দেখার সুযোগ ছিল না দর্শকদের। এবার সেই সুযোগ করে দিচ্ছে ‘নেটফ্লিক্স বাইটস’। বিখ্যাত এসব শেফের খাবার মিলবে এই রেস্তোরাঁয়। শেফদের মধ্যে নাদিয়া ছাড়াও শেফ ডোমিনিক ক্রেন এবং কার্টিস স্টোনকেও নেটফ্লিক্সের রেস্তোরাঁয় পাওয়া যাবে।
এক বিবৃতিতে স্টোন জানিয়েছেন, ‘খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। ক্যামেরায় এত দিন যা ঘটেছে, সেটার স্বাদ ভক্তদের দিতেই এই রেস্তোরাঁ।’
তবে ‘নেটফ্লিক্স বাইটসে’ গিয়ে জনপ্রিয় শেফদের হাতে তৈরি মজার মজার খাবার পাওয়া গেলেও সেখানে সশরীরের তাদের দেখা পাওয়া যাবে না।
‘নেটফ্লিক্স বাইটস’-এর ওয়েবসাইটে মেন্যু দেখতে ‘চেক ব্যাক সুন’ অপশন রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটের ‘রেসি ডটকম’-এ গিয়ে আগাম বুকিংয়ের ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জনপ্রতি ২৫ ডলার আগাম দিতে হবে, যা বিলের সঙ্গে সমন্বয় করা হবে।
এবার রেস্তোরাঁ খুলছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁয় মিলবে বিশ্বের বিখ্যাত সব শেফের খাবার, যেখানে মিলবে ব্রিটিশ-বাংলাদেশি নাদিয়ার তৈরি খাবারও।
২০১৫ সালে যুক্তরাজ্যে রান্নাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এ বিলেতি রীতির কেক বানিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন নাদিয়া। আর পরের বছর ২০১৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীতে কমলালেবুর দই দিয়ে কেক তৈরি করে গড়েন ইতিহাস।
সিএনএন জানিয়েছে, ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁটির কার্যক্রম শুরু হবে আগামী ৩০ জুন। ওয়েস্ট হলিউডের ‘শর্ট স্টোরিজ’ হোটেলে এই রেস্তোরাঁ খোলা থাকবে প্রতিদিন বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহের দুই দিন শনি ও রোববার ‘ব্রাঞ্চ’ দেওয়া হবে।
‘শেফস টেবলস’, ‘আয়রন শেফ’, ‘ইজ ইট কেক’ এবং ‘ড্রিংক মাস্টার্স’-এর মতো রান্নার শোগুলোর শেফদের হাতের মজাদার খাবার এত দিন কেবল স্ক্রিনে দেখা গেলেও সেসব চেখে দেখার সুযোগ ছিল না দর্শকদের। এবার সেই সুযোগ করে দিচ্ছে ‘নেটফ্লিক্স বাইটস’। বিখ্যাত এসব শেফের খাবার মিলবে এই রেস্তোরাঁয়। শেফদের মধ্যে নাদিয়া ছাড়াও শেফ ডোমিনিক ক্রেন এবং কার্টিস স্টোনকেও নেটফ্লিক্সের রেস্তোরাঁয় পাওয়া যাবে।
এক বিবৃতিতে স্টোন জানিয়েছেন, ‘খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। ক্যামেরায় এত দিন যা ঘটেছে, সেটার স্বাদ ভক্তদের দিতেই এই রেস্তোরাঁ।’
তবে ‘নেটফ্লিক্স বাইটসে’ গিয়ে জনপ্রিয় শেফদের হাতে তৈরি মজার মজার খাবার পাওয়া গেলেও সেখানে সশরীরের তাদের দেখা পাওয়া যাবে না।
‘নেটফ্লিক্স বাইটস’-এর ওয়েবসাইটে মেন্যু দেখতে ‘চেক ব্যাক সুন’ অপশন রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটের ‘রেসি ডটকম’-এ গিয়ে আগাম বুকিংয়ের ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জনপ্রতি ২৫ ডলার আগাম দিতে হবে, যা বিলের সঙ্গে সমন্বয় করা হবে।
আগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
৪ ঘণ্টা আগেঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন বলিউডের লোকের মুখে মুখে। এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ঘিরে একের পর এক তথ্য সামনে আসছে। কখনো সংসারে বনিবনা না হওয়া কখনোবা তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্ল
৬ ঘণ্টা আগেশুধু কিং খানই নন, তাঁর নিশানায় ছিলেন বাদশাপুত্র আরিয়ান খানও। শাহরুখের নিরাপত্তাবলয়ের বিষয়েও খুঁটিনাটি তথ্য ইন্টারনেট ঘেঁটে জোগাড় করেছিলেন ফয়জান। এমনকি শাহরুখ এবং আরিয়ান নিত্যদিন কোথায়, কখন যেতেন, কী করতেন সমস্ত গতিবিধির ওপর নজর ছিল ধৃতর। পুলিশি সূত্রে খবর, রীতিমতো আটঘাট বেঁধে শাহরুখ খানকে খুনের হুম
৯ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে ‘নীলচক্র’ সিনেমার খবর দিয়েছিলেন আরিফিন শুভ। এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। শুটিং শেষে মুক্তির জন্য প্রস্তুত সিনেমাটি। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে নীলচক্র বানিয়েছেন মিঠু খান।
১১ ঘণ্টা আগে