বিনোদন প্রতিবেদক, ঢাকা
মঞ্চে আসছে নাট্যদল অনুস্বরের নতুন নাটক ‘মহাশূন্যে সাইকেল’। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা একই শিরোনামের গল্প অবলম্বনে লেখা হয়েছে নাটকটি। নাট্যরূপও দিয়েছেন শাহাদুজ্জামান। নির্দেশনায় সাইফ সুমন। চলতি মাসেই ঢাকার মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
শাহাদুজ্জামান বলেন, ‘আমার লেখালেখির অভিযাত্রায় কখনো তাকিয়েছি বাইরের পৃথিবীর দিকে। কখনো সমাজ, সম্পর্ক, রাজনীতির মিথস্ক্রিয়া বোঝার চেষ্টা করেছি। আবার কোনো কোনো লেখায় চোখ রেখেছি অন্তরের পৃথিবীর দিকে। বাইরের পৃথিবীর আঘাতে কী করে অন্তরের পৃথিবীর পাড় ভাঙছে, গড়ছে—সেটা বোঝার চেষ্টা করেছি। মহাশূন্যে সাইকেল এ ধারার লেখা। এ গল্পে এক চরিত্র নিজেকে দুভাগ করে দেখে। একই মানুষের দুটি সত্তার ভেতর বোঝাপড়া চলে।’
নির্দেশক সাইফ সুমন বলেন, ‘ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছি আমরা। কখনো কখনো মানুষের মধ্যে বাস্তবের চেয়ে কল্পনা বা অলৌকিক জগৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবারের সঙ্গে থেকেও একা অনুভব করে। সেই কথাই বলার চেষ্টা হয়েছে নাটকে।’
মহাশূন্যে সাইকেল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন।
১২ ডিসেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম প্রদর্শনীর পর ১৩, ১৪ ও ১৬ ডিসেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিদিন নাটকটির দুটি করে প্রদর্শনী হবে। আর ১৫ ডিসেম্বর নাটকটি দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। টিকিটের দাম রাখা হয়েছে ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
মঞ্চে আসছে নাট্যদল অনুস্বরের নতুন নাটক ‘মহাশূন্যে সাইকেল’। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা একই শিরোনামের গল্প অবলম্বনে লেখা হয়েছে নাটকটি। নাট্যরূপও দিয়েছেন শাহাদুজ্জামান। নির্দেশনায় সাইফ সুমন। চলতি মাসেই ঢাকার মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
শাহাদুজ্জামান বলেন, ‘আমার লেখালেখির অভিযাত্রায় কখনো তাকিয়েছি বাইরের পৃথিবীর দিকে। কখনো সমাজ, সম্পর্ক, রাজনীতির মিথস্ক্রিয়া বোঝার চেষ্টা করেছি। আবার কোনো কোনো লেখায় চোখ রেখেছি অন্তরের পৃথিবীর দিকে। বাইরের পৃথিবীর আঘাতে কী করে অন্তরের পৃথিবীর পাড় ভাঙছে, গড়ছে—সেটা বোঝার চেষ্টা করেছি। মহাশূন্যে সাইকেল এ ধারার লেখা। এ গল্পে এক চরিত্র নিজেকে দুভাগ করে দেখে। একই মানুষের দুটি সত্তার ভেতর বোঝাপড়া চলে।’
নির্দেশক সাইফ সুমন বলেন, ‘ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছি আমরা। কখনো কখনো মানুষের মধ্যে বাস্তবের চেয়ে কল্পনা বা অলৌকিক জগৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবারের সঙ্গে থেকেও একা অনুভব করে। সেই কথাই বলার চেষ্টা হয়েছে নাটকে।’
মহাশূন্যে সাইকেল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন।
১২ ডিসেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম প্রদর্শনীর পর ১৩, ১৪ ও ১৬ ডিসেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিদিন নাটকটির দুটি করে প্রদর্শনী হবে। আর ১৫ ডিসেম্বর নাটকটি দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। টিকিটের দাম রাখা হয়েছে ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটি ভালো ব্যবসা করছে সিনেপ্লেক্সগুলোতে। এবার মোশাররফ করিম অভিনীত আরও এক সরকারি অনুদানের সিনেমার খবর জানালেন নির্মাতা নূর ইমরান মিঠু।
১ দিন আগেফিলিস্তিনে নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে আয়োজক সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এক বিবৃতিতে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছেন।
১ দিন আগে‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। পুষ্পার সাফল্যের ঢেউ আছড়ে পড়েছিল এ দেশেও। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি হবেন সুপারহিরো।
১ দিন আগে‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা।
১ দিন আগে