বিনোদন প্রতিবেদক, ঢাকা
মঞ্চে আসছে নাট্যদল অনুস্বরের নতুন নাটক ‘মহাশূন্যে সাইকেল’। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা একই শিরোনামের গল্প অবলম্বনে লেখা হয়েছে নাটকটি। নাট্যরূপও দিয়েছেন শাহাদুজ্জামান। নির্দেশনায় সাইফ সুমন। চলতি মাসেই ঢাকার মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
শাহাদুজ্জামান বলেন, ‘আমার লেখালেখির অভিযাত্রায় কখনো তাকিয়েছি বাইরের পৃথিবীর দিকে। কখনো সমাজ, সম্পর্ক, রাজনীতির মিথস্ক্রিয়া বোঝার চেষ্টা করেছি। আবার কোনো কোনো লেখায় চোখ রেখেছি অন্তরের পৃথিবীর দিকে। বাইরের পৃথিবীর আঘাতে কী করে অন্তরের পৃথিবীর পাড় ভাঙছে, গড়ছে—সেটা বোঝার চেষ্টা করেছি। মহাশূন্যে সাইকেল এ ধারার লেখা। এ গল্পে এক চরিত্র নিজেকে দুভাগ করে দেখে। একই মানুষের দুটি সত্তার ভেতর বোঝাপড়া চলে।’
নির্দেশক সাইফ সুমন বলেন, ‘ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছি আমরা। কখনো কখনো মানুষের মধ্যে বাস্তবের চেয়ে কল্পনা বা অলৌকিক জগৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবারের সঙ্গে থেকেও একা অনুভব করে। সেই কথাই বলার চেষ্টা হয়েছে নাটকে।’
মহাশূন্যে সাইকেল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন।
১২ ডিসেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম প্রদর্শনীর পর ১৩, ১৪ ও ১৬ ডিসেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিদিন নাটকটির দুটি করে প্রদর্শনী হবে। আর ১৫ ডিসেম্বর নাটকটি দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। টিকিটের দাম রাখা হয়েছে ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
মঞ্চে আসছে নাট্যদল অনুস্বরের নতুন নাটক ‘মহাশূন্যে সাইকেল’। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা একই শিরোনামের গল্প অবলম্বনে লেখা হয়েছে নাটকটি। নাট্যরূপও দিয়েছেন শাহাদুজ্জামান। নির্দেশনায় সাইফ সুমন। চলতি মাসেই ঢাকার মহিলা সমিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
শাহাদুজ্জামান বলেন, ‘আমার লেখালেখির অভিযাত্রায় কখনো তাকিয়েছি বাইরের পৃথিবীর দিকে। কখনো সমাজ, সম্পর্ক, রাজনীতির মিথস্ক্রিয়া বোঝার চেষ্টা করেছি। আবার কোনো কোনো লেখায় চোখ রেখেছি অন্তরের পৃথিবীর দিকে। বাইরের পৃথিবীর আঘাতে কী করে অন্তরের পৃথিবীর পাড় ভাঙছে, গড়ছে—সেটা বোঝার চেষ্টা করেছি। মহাশূন্যে সাইকেল এ ধারার লেখা। এ গল্পে এক চরিত্র নিজেকে দুভাগ করে দেখে। একই মানুষের দুটি সত্তার ভেতর বোঝাপড়া চলে।’
নির্দেশক সাইফ সুমন বলেন, ‘ভোগবাদিতা আর ব্যক্তিস্বার্থের কারণে মানুষ এখন প্রতিনিয়তই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবার, বন্ধু, সমাজ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছি আমরা। কখনো কখনো মানুষের মধ্যে বাস্তবের চেয়ে কল্পনা বা অলৌকিক জগৎ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবারের সঙ্গে থেকেও একা অনুভব করে। সেই কথাই বলার চেষ্টা হয়েছে নাটকে।’
মহাশূন্যে সাইকেল নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, এস আর সম্পদ, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, রীমা, জীহান ইমতু, মোহাম্মদ রাকিব ও তানভীন।
১২ ডিসেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম প্রদর্শনীর পর ১৩, ১৪ ও ১৬ ডিসেম্বর বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিদিন নাটকটির দুটি করে প্রদর্শনী হবে। আর ১৫ ডিসেম্বর নাটকটি দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। টিকিটের দাম রাখা হয়েছে ১০০০, ৫০০, ৩০০ ও ২০০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
২ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
৪ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
৫ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৭ ঘণ্টা আগে