বিনোদন প্রতিবেদক
গল্পটা জোসেওনের রাজা ওয়াই সিনের। দেশের প্রতি ভালোবাসাই ছিল তাঁর শাসনের প্রেরণা। একটা সময় তাঁর জীবনেও ভালোবাসা আসে। কিন্তু তিনি দেশকেই বেছে নেন।
কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে তাঁর মনে হয়, তিনি যদি অন্যরকম ভালবাসাকে বেছে নিতেন, তাহলে তাঁর জীবনটাও অন্যরকম হতে পারত।
অপরদিকে ‘কোর্ট লেডি’ সিয়ং ডিয়ন ইম তাঁর বেছে নেওয়া জীবনের স্বাধীনতা রক্ষা করতে মরিয়া। সব মিলিয়ে যেন এক অনিশ্চিত পরিণতির দিকেই এগোতে থাকে তাদের জীবন।
রাজা ওয়াই সিনের জীবন পরিণতি জানতে পারবেন জং জি ইন পরিচালিত ‘দ্য রেড স্লিভ’ সিরিজ থেকে। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার এই সিরিজটি কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বর মাসে।
নতুন এই সিরিজটি এবার বাংলায় দেখা যাবে চরকিতে। আগামী ১৭ নভেম্বর রাত ৮টায় প্রথম ৭ পর্ব উপভোগ করতে পারবে দর্শক। পরবর্তীতে আরও পর্ব মুক্তি পাবে।
জোসেওনের রাজা ওয়াই সিনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। ঐতিহাসিক এক আবহে এই গল্পটি বলা হয়েছে। এটি দর্শকদের এক ভিন্ন আবহে নিয়ে যাবে। এই সিরিজের গল্প রোমান্টিক হলেও তৎকালীন সময়ে রাজাদের দাসীদের জীবন, সে সময়ের প্রেক্ষাপট খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
আইএমডিবি-তে এ ৮.৬ রেটিং পাওয়া সিরিজটিতে অভিনয় করেছেন লী জুন হো, লী সি ইয়ং ও কাংহুন।
গল্পটা জোসেওনের রাজা ওয়াই সিনের। দেশের প্রতি ভালোবাসাই ছিল তাঁর শাসনের প্রেরণা। একটা সময় তাঁর জীবনেও ভালোবাসা আসে। কিন্তু তিনি দেশকেই বেছে নেন।
কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে তাঁর মনে হয়, তিনি যদি অন্যরকম ভালবাসাকে বেছে নিতেন, তাহলে তাঁর জীবনটাও অন্যরকম হতে পারত।
অপরদিকে ‘কোর্ট লেডি’ সিয়ং ডিয়ন ইম তাঁর বেছে নেওয়া জীবনের স্বাধীনতা রক্ষা করতে মরিয়া। সব মিলিয়ে যেন এক অনিশ্চিত পরিণতির দিকেই এগোতে থাকে তাদের জীবন।
রাজা ওয়াই সিনের জীবন পরিণতি জানতে পারবেন জং জি ইন পরিচালিত ‘দ্য রেড স্লিভ’ সিরিজ থেকে। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার এই সিরিজটি কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল গত বছরের নভেম্বর মাসে।
নতুন এই সিরিজটি এবার বাংলায় দেখা যাবে চরকিতে। আগামী ১৭ নভেম্বর রাত ৮টায় প্রথম ৭ পর্ব উপভোগ করতে পারবে দর্শক। পরবর্তীতে আরও পর্ব মুক্তি পাবে।
জোসেওনের রাজা ওয়াই সিনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। ঐতিহাসিক এক আবহে এই গল্পটি বলা হয়েছে। এটি দর্শকদের এক ভিন্ন আবহে নিয়ে যাবে। এই সিরিজের গল্প রোমান্টিক হলেও তৎকালীন সময়ে রাজাদের দাসীদের জীবন, সে সময়ের প্রেক্ষাপট খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
আইএমডিবি-তে এ ৮.৬ রেটিং পাওয়া সিরিজটিতে অভিনয় করেছেন লী জুন হো, লী সি ইয়ং ও কাংহুন।
অভিযোগ উঠেছে, আরবি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরখা সিটি’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে লাপাতা লেডিস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বোরখা সিটির একটি ক্লিপ। সেটার সঙ্গে হুবহু মিল রয়েছে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিসের।
১০ ঘণ্টা আগে‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। খবরটি নিশ্চিত করেছে ইংরেজি গণমাধ্যম ভ্যারাইটি। বেশ কয়েক বছর ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন।
১০ ঘণ্টা আগেস্টুডিও জিবলি-ঝড়ের এই সময়ে দেখে নিতে পারেন তাদের তৈরি অ্যানিমেশন সিনেমা। এখানে রইল স্টুডিও জিবলির আলোচিত ১০টি সিনেমার নাম ও গল্পসংক্ষেপ। তালিকাটি করেছে রটেন টমেটোস।
১ দিন আগেঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। মুক্তির পরই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। তবে বরবাদের এই সাফল্যের পালে লেগেছে পাইরেসির ধাক্কা। মুক্তির প্রথম দিনেই সিনেমার বিভিন্ন ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক শাহরিন আক্তার সুমী।
১ দিন আগে