আব্দুর রাজ্জাক, (ঘিওর) মানিকগঞ্জ
মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে মানিকগঞ্জে মঞ্চস্থ হলো নাটক ‘স্বরূপ দেখা’। গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই নাটকে জেলার তরুণ প্রজন্মের নাট্যশিল্পীরা অভিনয় করেন। নাটকের কাহিনিতে উঠে এসেছে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্বরূপ। সামাজিক অভিঘাত তুলে ধরে মানুষের মুক্তচিন্তা ও মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াসেই এই নাটকের আয়োজন বলে জানান আয়োজকেরা।
এই নাটকের জন্য টানা ১৫ দিন অনুশীলন করেন জেলার নাট্যাঙ্গনের তরুণ প্রজন্মের অর্ধশত শিল্পীরা। অভিনয় করেছেন ঋজু, সুশান্ত হাওলাদার, শীতল বিশ্বাস, উত্তম রাজবংশী, রনিস্তা, নুসরাত জাহান মুসফিকা, মারিয়া, সিয়াম শুভ, রাহুল, কনক বিশ্বাস, উৎস আকাশ, নন্দিনী নিধি, তাবাসসুম আফিয়া, বৈশাখী দাস, আকাশসহ অনেকে।
জেলা শিল্পকলার প্রযোজনায় নাটকটির সহনির্দেশক জয়া কস্তা এবং মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব শাকিল আহমেদ সনেট।
নাট্যলেখক ও নির্দেশক নাসরিন সুলতানা (অনু) বলেন, ‘মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই নাটকের মাধ্যমে। মানুষ চাইলে ঐশ্বর্যের পেছনেও ছুটতে পারে, আবার আত্মসন্ধানেও মনোনিবেশ করতে পারে। যে পথেই ছুটুক, স্বরূপের দেখা পাওয়ার সৌভাগ্য কজনেরই হয়? তবে সামষ্টিক ইতিবাচক চিন্তা প্রবল সুবিধাভোগী কঠিন ভিতকেও নাড়িয়ে দিতে সক্ষম হয়। এই ভাবনাকে মুখ্য রেখেই আমাদের প্রযোজনা স্বরূপ দেখা।’
সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধায়ক জেলা কালচারাল কর্মকর্তা মোখলেছা হিলালী বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে অসংখ্য তরুণের আত্মদান-পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের ওপর এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। এই চাপ নিরসন করতে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যোৎসবের আয়োজন করে। এরই অংশ হিসেব শহীদ মনির চৌধুরীকে স্মরণ করে জাতীয় নাট্য উৎসবে নাটক স্বরূপ দেখা মঞ্চস্থ হয় মানিকগঞ্জে।
নাট্য প্রদর্শন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘নাটকের মাধ্যমেও সমাজ বদল করা যায়, সামাজিক অবক্ষয় দূর করা যায়। তারুণ্যের উৎসবে তরুণদের সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত করে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এই আয়োজন।’
মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব উপলক্ষে মানিকগঞ্জে মঞ্চস্থ হলো নাটক ‘স্বরূপ দেখা’। গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই নাটকে জেলার তরুণ প্রজন্মের নাট্যশিল্পীরা অভিনয় করেন। নাটকের কাহিনিতে উঠে এসেছে ২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্বরূপ। সামাজিক অভিঘাত তুলে ধরে মানুষের মুক্তচিন্তা ও মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াসেই এই নাটকের আয়োজন বলে জানান আয়োজকেরা।
এই নাটকের জন্য টানা ১৫ দিন অনুশীলন করেন জেলার নাট্যাঙ্গনের তরুণ প্রজন্মের অর্ধশত শিল্পীরা। অভিনয় করেছেন ঋজু, সুশান্ত হাওলাদার, শীতল বিশ্বাস, উত্তম রাজবংশী, রনিস্তা, নুসরাত জাহান মুসফিকা, মারিয়া, সিয়াম শুভ, রাহুল, কনক বিশ্বাস, উৎস আকাশ, নন্দিনী নিধি, তাবাসসুম আফিয়া, বৈশাখী দাস, আকাশসহ অনেকে।
জেলা শিল্পকলার প্রযোজনায় নাটকটির সহনির্দেশক জয়া কস্তা এবং মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব শাকিল আহমেদ সনেট।
নাট্যলেখক ও নির্দেশক নাসরিন সুলতানা (অনু) বলেন, ‘মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে এই নাটকের মাধ্যমে। মানুষ চাইলে ঐশ্বর্যের পেছনেও ছুটতে পারে, আবার আত্মসন্ধানেও মনোনিবেশ করতে পারে। যে পথেই ছুটুক, স্বরূপের দেখা পাওয়ার সৌভাগ্য কজনেরই হয়? তবে সামষ্টিক ইতিবাচক চিন্তা প্রবল সুবিধাভোগী কঠিন ভিতকেও নাড়িয়ে দিতে সক্ষম হয়। এই ভাবনাকে মুখ্য রেখেই আমাদের প্রযোজনা স্বরূপ দেখা।’
সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধায়ক জেলা কালচারাল কর্মকর্তা মোখলেছা হিলালী বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে অসংখ্য তরুণের আত্মদান-পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের ওপর এক ভয়াবহ মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। এই চাপ নিরসন করতে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যোৎসবের আয়োজন করে। এরই অংশ হিসেব শহীদ মনির চৌধুরীকে স্মরণ করে জাতীয় নাট্য উৎসবে নাটক স্বরূপ দেখা মঞ্চস্থ হয় মানিকগঞ্জে।
নাট্য প্রদর্শন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘নাটকের মাধ্যমেও সমাজ বদল করা যায়, সামাজিক অবক্ষয় দূর করা যায়। তারুণ্যের উৎসবে তরুণদের সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত করে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এই আয়োজন।’
ঈদ উপলক্ষে প্রতিটি টিভি চ্যানেল নিয়ে আসে বিশেষ অনুষ্ঠান। ঈদুল ফিতরে দীপ্ত টিভি এবার ৭ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
১৩ ঘণ্টা আগেঅপূর্ব ও নিহাকে জুটি করে দুটি নাটক নির্মাণ করেছিলেন জাকারিয়া সৌখিন। একটি ‘মন দুয়ারী’, অন্যটি ‘মেঘবালিকা’। দুটি নাটকের শুটিংও হয়েছে একই সময়ে। গত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মন দুয়ারী প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে।
১৩ ঘণ্টা আগেঅনেক দিন পর সম্প্রতি দেশে এসেছিলেন অভিনেত্রী সিফাত তাহসিন। সাত বছর পর অভিনয় করেছেন দেশের কোনো নাটকে। ‘অগ্নিশিখা’ নামের নাটকে দেখা যাবে তাঁকে। এতে তাহসিনের দুই সহশিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।
১৩ ঘণ্টা আগেদুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কাজ করেছেন বলিউডেও। অভিনয় দক্ষতায় মুগ্ধ করা এই অভিনেত্রী রূপেও অনন্য। প্রথমবারের মতো আয়োজিত ‘ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড ২০২৫’-এ হাজির হন তিনি। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে গতকাল সোমবার কলকাতায় হয় এই আয়োজন।
১ দিন আগে