অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিয়েছিলেন সন্তানদের জন্য, বিশেষ করে যখন আরাধ্যা জন্ম নেয়।
অভিনেতা বলেন, ‘আমার মা আমার জন্মের পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন সন্তানদের সঙ্গে সময় কাটাতে। আমরা কখনোই বাবার অনুপস্থিতি অনুভব করিনি। আমি মনে করি, কাজের শেষে আপনি রাতে যখন বাড়ি ফিরে আসেন, তখনই সবকিছু ঠিক হয়ে যায়।’
পরিচালক সুজিত সরকার যখন জয়ার সন্তানের জন্য করা ত্যাগের কথা উল্লেখ করেন, তখন অভিষেক তাঁর নিজের জীবনও উদাহরণ হিসেবে তুলে ধরেন, বিশেষ করে তাঁর স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে। অভিনেতা বলেন, ‘আমি ভাগ্যবান যে আমি বাইরে গিয়ে সিনেমার কাজ করতে পারি। কিন্তু আমি জানি যে ঐশ্বরিয়া বাড়িতে আরাধ্যার সঙ্গে আছে এবং আমি এর জন্য অসীম কৃতজ্ঞ।’
অভিনেতা এ-ও বলেন, ‘আমি মনে করি, বাচ্চারা এটা এভাবে দেখে না। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, তারা আপনাকে প্রথম ব্যক্তি হিসেবে দেখে।’
গত সপ্তাহে ঐশ্বরিয়া ইনস্টাগ্রামে তাঁর জীবনের দুটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছিলে, মেয়ে আরাধ্যার জন্মদিনের উদ্যাপন এবং তাঁর বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী। একটি ছবিতে দেখা যায়, আরাধ্যা শ্রদ্ধার সঙ্গে তার প্রয়াত নানার একটি প্রতিকৃতির সামনে মাথা নত করছে। অন্য একটি ছবিতে ঐশ্বরিয়া, আরাধ্যা ও ঐশ্বরিয়া মা ব্রিনদ্যা রাইয়ের সঙ্গে পোজ দিয়েছেন।
পোস্ট করা আরও একটি ছবি ভক্তদের হৃদয়ে ঝড় তুলে, যেটি ছিল নবজাতক আরাধ্যাকে কোলে নিয়ে আছেন ঐশ্বররিয়া। আর শেষ ছবিটি ছিল মুম্বাইয়ে আরাধ্যার জন্মদিনের উদ্যাপন। ক্যাপশনে ঐশ্বরিয়া লিখেছিলেন, ‘আমার জীবনের চিরকালীন ভালোবাসা প্রিয় বাবা-আজ্জা এবং আমার প্রিয় আরাধ্যাকে শুভ জন্মদিন। আমার হৃদয়, আমার আত্মা...চিরকাল ও তার পরেও।’
তবে ছবিতে অভিষেকে অনুপস্থিতি নজর এড়ায়নি নেটিজেনদের। অভিনেতার অনুপস্থিতি তাঁদের আলাদা হওয়ার গুঞ্জনকেই আরও তীব্র করেছে। তবে এ নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। এক ব্লকে বিগ-বি লিখেছিলেন, গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।
খবর রটে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নাকি বচ্চন পরিবারের অন্দরে অশান্তি শুরু। মেয়েকে শ্বেতা নন্দাকে বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দেওয়ায় বউমা ঐশ্বরিয়া চটে যান। এ নিয়ে ননদ শ্বেতা ও শাশুড়ি জয়ার সঙ্গে কোন্দলে বাড়ি ছাড়েন ঐশ্বরিয়া। এর মধ্যে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। একে একে দুই মিলাতে থাকেন নেটিজেনরা।
এদিকে আবার অভিষেকের সঙ্গে নাম জুড়েছে নিমরত কৌরের। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় একে-অপরের কাছে আসেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণেই না-কি তাঁদের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে। অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। ২০১১ সালের নভেম্বরে এই তারকা দম্পতির কোলজুড়ে আসে একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের আলাদা হওয়ার গুঞ্জন কয়েক মাস ধরে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সম্প্রতি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিষেক। মেয়ে আরাধ্যার দেখাশোনা করার জন্য ঐশ্বরিয়ার প্রশংসা করেছেন তিনি। দ্য হিন্দু পত্রিকায় এক সাক্ষাৎকারে অভিষেক স্মরণ করেছেন কীভাবে ঐশ্বরিয়া অভিনয় ক্যারিয়ার থেকে বিরতি নিয়েছিলেন সন্তানদের জন্য, বিশেষ করে যখন আরাধ্যা জন্ম নেয়।
অভিনেতা বলেন, ‘আমার মা আমার জন্মের পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন সন্তানদের সঙ্গে সময় কাটাতে। আমরা কখনোই বাবার অনুপস্থিতি অনুভব করিনি। আমি মনে করি, কাজের শেষে আপনি রাতে যখন বাড়ি ফিরে আসেন, তখনই সবকিছু ঠিক হয়ে যায়।’
পরিচালক সুজিত সরকার যখন জয়ার সন্তানের জন্য করা ত্যাগের কথা উল্লেখ করেন, তখন অভিষেক তাঁর নিজের জীবনও উদাহরণ হিসেবে তুলে ধরেন, বিশেষ করে তাঁর স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে। অভিনেতা বলেন, ‘আমি ভাগ্যবান যে আমি বাইরে গিয়ে সিনেমার কাজ করতে পারি। কিন্তু আমি জানি যে ঐশ্বরিয়া বাড়িতে আরাধ্যার সঙ্গে আছে এবং আমি এর জন্য অসীম কৃতজ্ঞ।’
অভিনেতা এ-ও বলেন, ‘আমি মনে করি, বাচ্চারা এটা এভাবে দেখে না। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, তারা আপনাকে প্রথম ব্যক্তি হিসেবে দেখে।’
গত সপ্তাহে ঐশ্বরিয়া ইনস্টাগ্রামে তাঁর জীবনের দুটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছিলে, মেয়ে আরাধ্যার জন্মদিনের উদ্যাপন এবং তাঁর বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মবার্ষিকী। একটি ছবিতে দেখা যায়, আরাধ্যা শ্রদ্ধার সঙ্গে তার প্রয়াত নানার একটি প্রতিকৃতির সামনে মাথা নত করছে। অন্য একটি ছবিতে ঐশ্বরিয়া, আরাধ্যা ও ঐশ্বরিয়া মা ব্রিনদ্যা রাইয়ের সঙ্গে পোজ দিয়েছেন।
পোস্ট করা আরও একটি ছবি ভক্তদের হৃদয়ে ঝড় তুলে, যেটি ছিল নবজাতক আরাধ্যাকে কোলে নিয়ে আছেন ঐশ্বররিয়া। আর শেষ ছবিটি ছিল মুম্বাইয়ে আরাধ্যার জন্মদিনের উদ্যাপন। ক্যাপশনে ঐশ্বরিয়া লিখেছিলেন, ‘আমার জীবনের চিরকালীন ভালোবাসা প্রিয় বাবা-আজ্জা এবং আমার প্রিয় আরাধ্যাকে শুভ জন্মদিন। আমার হৃদয়, আমার আত্মা...চিরকাল ও তার পরেও।’
তবে ছবিতে অভিষেকে অনুপস্থিতি নজর এড়ায়নি নেটিজেনদের। অভিনেতার অনুপস্থিতি তাঁদের আলাদা হওয়ার গুঞ্জনকেই আরও তীব্র করেছে। তবে এ নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। এক ব্লকে বিগ-বি লিখেছিলেন, গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।
খবর রটে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নাকি বচ্চন পরিবারের অন্দরে অশান্তি শুরু। মেয়েকে শ্বেতা নন্দাকে বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দেওয়ায় বউমা ঐশ্বরিয়া চটে যান। এ নিয়ে ননদ শ্বেতা ও শাশুড়ি জয়ার সঙ্গে কোন্দলে বাড়ি ছাড়েন ঐশ্বরিয়া। এর মধ্যে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই ঐশ্বরিয়া-অভিষেক বিবাহবিচ্ছেদের জল্পনা ঘনীভূত হয়। বিয়ের আনুষ্ঠানিকতায় বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। একে একে দুই মিলাতে থাকেন নেটিজেনরা।
এদিকে আবার অভিষেকের সঙ্গে নাম জুড়েছে নিমরত কৌরের। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় একে-অপরের কাছে আসেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণেই না-কি তাঁদের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে। অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। ২০১১ সালের নভেম্বরে এই তারকা দম্পতির কোলজুড়ে আসে একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন।
আজ রোববার পাবনায় পালিত হলো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মবার্ষিকী। দিনটিকে উদ্যাপন করতে বেলা ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে শুরু হয় আয়োজন। সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্প অর্পণ, কেক কাটাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয় সুচিত্রা সেন স্মৃতি...
১২ মিনিট আগেগত বছর আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভাটা পড়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে। প্রভাব পড়ে শোবিজ ইন্ডাস্ট্রিতেও। ভিসা জটিলতায় অনেক সিনেমার কাজ স্থগিত হয়ে যায়, সিনেমাও হাতছাড়া হয় অনেক শিল্পীর।
৭ ঘণ্টা আগেগত বছর মালয়ালম সিনেমা ‘মানজুম্মেল বয়েজ’ সাড়া ফেলেছিল ভারতজুড়ে। ওটিটিতে মুক্তির পর বাংলাদেশেও সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহ থেকে ২৪২ কোটি রুপি আয় করেছিল চিদাম্বরাম পরিচালিত মানজুম্মেল বয়েজ। পেয়েছিল মালয়ালম ইন্ডাস্ট্রির সেরা ব্যবসাসফল সিনেমার খেতাব।
৭ ঘণ্টা আগেপ্রচলিত ধ্যানধারণায় নারী-পুরুষের জীবনে বিয়েকে সম্পর্কের পূর্ণতা হিসেবে মনে করেন অনেকে। ব্যক্তিজীবনে সাফল্যের বাইরেও বিয়ে না করলে যেন ‘কিছু একটা বাকি থেকে গেছে’ ভেবে ভ্রু কুঁচকে যায় তাঁদের! এরই বিপরীতে সাফল্য, সম্মান, মর্যাদা—সবই আছে, প্রেমও করেছেন একাধিক; কিন্তু বিয়ে করেননি, এমন বেশ কয়েকজন অভিনেত্রী
১ দিন আগে