কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০১: ০৭
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৯: ৩২

 রাজধানীর রামপুরার বাসা থেকে ৯০-এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরা বিটিভি ভবনের পেছনের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রামপুরা মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ‘তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মাঝে মারা গেছেন। শরীরে আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর জনপ্রিয় গানের মধ্যে—‘কী ছিলে আমার বলো না তুমি’ অন্যতম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত