বিনোদন প্রতিবেদক
কয়েকমাস বুবলীর কোন খোঁজ ছিল না। যোগাযোগ ছিল না কারও সঙ্গে। ফিরেই আবার একের পর এক কাজের খবর দিচ্ছেন শবনম ইয়াসমিন বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা বুবলী এখন রীতিমতো ঢালিউডের প্রথম সারির নায়িকাদের কাতারে।
শুরুর দিকে কেবল শাকিব খানের সঙ্গেই জুটি বেঁধে কাজ করতেন বুবলী। এখন সেই নির্ভরতা কমেছে। অন্য নায়কদের সঙ্গেও কাজ করতে দেখা যাচ্ছে বুবলীকে। এই যেমন নতুন ছবি ‘চোখ’-এ তিনি জুটি বেঁধেছেন জিয়াউল রোশানের সঙ্গে। গত সোমবার ছবিটির শুটিং শেষ হয়েছে গাজীপুরের একটি রিসোর্টে।
চিত্রনায়িকা বুবলী ‘নিখোঁজ’ হওয়ার আগে ক্যাসিনো নামের একটি সিনেমার কাজ করেছিলেন। সৈকত নাসিরের পরিচালনায় ওই ছবির কাজ শেষ হয়ে গেলেও আবারও শুটিংয়ে অংশ নিতে হল নায়িকাসহ পুরো টিমকে। কী কারণে?
শুটিং করা কিছু অংশের ফুটেজ নষ্ট হয়ে যাওয়ায় এই বিড়ম্বনা!
পরিচালক সৈকত নাসির জানাচ্ছেন, কারিগরি ক্রুটির কারণে কিছু অংশের ফুটেজ পাওয়া যাচ্ছিল না। ওদিকে বুবলীকেও তখন পাওয়া যাচ্ছিল না। ফলে এতদিন ‘ক্যাসিনো’ নিয়ে ব্যাপক বিড়ম্বনা পোহাতে হয়েছে তাকে।
অবশেষে বুবলী শিডিউল দিয়েছেন। বুধবার [৩১ মার্চ] ঢাকার বিভিন্ন লোকেশনে ‘ক্যাসিনো’র শুটিং করেন তিনি।
আজকের পত্রিকাকে সৈকত নাসির বলছেন, ‘বুবলীর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন নিরবসহ অনেকেই। একদিনের শুটিংয়ের ভিডিও ফুটেজ নষ্ট হওয়ার কারণে আবার শুট করতে হচ্ছে। পাশাপাশি প্যাঁচওয়ার্কের কাজ বাকি ছিল। দুই দিন শুটিং করলে সব কাজ শেষ হয়ে যাবে।’
এ সিনেমার শুটিং শেষে শাকিব খানের বিপরীতে ‘লিডার-আমিই বাংলাদেশ’-এ অংশ নেবেন শবনম বুবলী। শাকিব খান বর্তমানে কলকাতার দর্শনা বনিককে নিয়ে ‘অন্তরাত্মা’-র কাজে ব্যস্ত আছেন।
গেল বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী ‘উধাও’ হয়ে গিয়েছিলেন। এরপর চলতি বছরের শুরুতে ফেসবুকে নতুন লুক প্রকাশ করে আলোচনায় আসেন।
কয়েকমাস বুবলীর কোন খোঁজ ছিল না। যোগাযোগ ছিল না কারও সঙ্গে। ফিরেই আবার একের পর এক কাজের খবর দিচ্ছেন শবনম ইয়াসমিন বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা বুবলী এখন রীতিমতো ঢালিউডের প্রথম সারির নায়িকাদের কাতারে।
শুরুর দিকে কেবল শাকিব খানের সঙ্গেই জুটি বেঁধে কাজ করতেন বুবলী। এখন সেই নির্ভরতা কমেছে। অন্য নায়কদের সঙ্গেও কাজ করতে দেখা যাচ্ছে বুবলীকে। এই যেমন নতুন ছবি ‘চোখ’-এ তিনি জুটি বেঁধেছেন জিয়াউল রোশানের সঙ্গে। গত সোমবার ছবিটির শুটিং শেষ হয়েছে গাজীপুরের একটি রিসোর্টে।
চিত্রনায়িকা বুবলী ‘নিখোঁজ’ হওয়ার আগে ক্যাসিনো নামের একটি সিনেমার কাজ করেছিলেন। সৈকত নাসিরের পরিচালনায় ওই ছবির কাজ শেষ হয়ে গেলেও আবারও শুটিংয়ে অংশ নিতে হল নায়িকাসহ পুরো টিমকে। কী কারণে?
শুটিং করা কিছু অংশের ফুটেজ নষ্ট হয়ে যাওয়ায় এই বিড়ম্বনা!
পরিচালক সৈকত নাসির জানাচ্ছেন, কারিগরি ক্রুটির কারণে কিছু অংশের ফুটেজ পাওয়া যাচ্ছিল না। ওদিকে বুবলীকেও তখন পাওয়া যাচ্ছিল না। ফলে এতদিন ‘ক্যাসিনো’ নিয়ে ব্যাপক বিড়ম্বনা পোহাতে হয়েছে তাকে।
অবশেষে বুবলী শিডিউল দিয়েছেন। বুধবার [৩১ মার্চ] ঢাকার বিভিন্ন লোকেশনে ‘ক্যাসিনো’র শুটিং করেন তিনি।
আজকের পত্রিকাকে সৈকত নাসির বলছেন, ‘বুবলীর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছেন নিরবসহ অনেকেই। একদিনের শুটিংয়ের ভিডিও ফুটেজ নষ্ট হওয়ার কারণে আবার শুট করতে হচ্ছে। পাশাপাশি প্যাঁচওয়ার্কের কাজ বাকি ছিল। দুই দিন শুটিং করলে সব কাজ শেষ হয়ে যাবে।’
এ সিনেমার শুটিং শেষে শাকিব খানের বিপরীতে ‘লিডার-আমিই বাংলাদেশ’-এ অংশ নেবেন শবনম বুবলী। শাকিব খান বর্তমানে কলকাতার দর্শনা বনিককে নিয়ে ‘অন্তরাত্মা’-র কাজে ব্যস্ত আছেন।
গেল বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী ‘উধাও’ হয়ে গিয়েছিলেন। এরপর চলতি বছরের শুরুতে ফেসবুকে নতুন লুক প্রকাশ করে আলোচনায় আসেন।
প্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
২ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
২ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
২ ঘণ্টা আগেবাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১ দিন আগে