Ajker Patrika

ভেনিসের খালে বেজোসের বিয়ে: বিলাসবহুল সব হোটেল বুকড, প্রমোদতরি নিয়ে বিপত্তি

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৫: ১০
জেফ বেজোস ও তাঁর বাগ্‌দত্তা লরেন সানচেজ। ছবি: এক্স
জেফ বেজোস ও তাঁর বাগ্‌দত্তা লরেন সানচেজ। ছবি: এক্স

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর বাগ্‌দত্তা লরেন সানচেজ এ বছর ইতালির ভেনিসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। চোখজুড়ানো জলাধার আর ঐতিহাসিক সৌন্দর্যের জন্য বিখ্যাত শহরটি এই রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে। তবে জলপথে বিচরণ নিয়ে ভেনিসের কঠোর বিধিনিষেধের কারণে বেজোসের বিলাসবহুল ইয়টটি (প্রমোদতরি) শহরের কেন্দ্রস্থলে প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, এই দম্পতি জুনের শেষ সপ্তাহে (২৬ জুন) ৫০০ মিলিয়ন ডলারের সুপার ইয়ট ‘কোরু’তে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এই বিশেষ অনুষ্ঠানের জন্য তাঁরা গ্র্যান্ড ক্যানালের পাশে পাঁচটি বিলাসবহুল হোটেল প্রায় পুরোটাই বুক করে ফেলেছেন। এর মধ্যে রয়েছে গ্র্যান্ড আমান হোটেল, যেখানে ২০১৪ সালে জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিনের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এ ছাড়া গ্রিত্তি প্যালেস, বেলমন্ড হোটেল সিপ্রিয়ানি, সেন্ট রেজিস ভেনিস এবং হোটেল ড্যানিয়েলিও অতিথিদের জন্য সংরক্ষণ করা হয়েছে।

জানা গেছে, এই বিয়েতে হলিউডের তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ঢল নামবে। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনার, টিভি সেলিব্রিটি কিম কারদাশিয়ান, টিভি ব্যক্তিত্ব গেইল কিং, সংগীতশিল্পী কেটি পেরি, ইভা লঙ্গোরিয়া, ক্রিস জেনার, কার্লি ক্লস ও জোশুয়া কুশনার, অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

তবে, ভেনিসের ঐতিহাসিক স্থানগুলোর কাছে বড় জাহাজ প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়মনীতি রয়েছে। সেন্ট মার্কস স্কোয়ার, গ্র্যান্ড ক্যানাল, গিউডেক্কা ক্যানাল, ব্রিজ অব সাইজ এবং রিয়াল্টো ব্রিজের মতো ঐতিহ্যবাহী স্থানগুলোর কাছাকাছি বড় জাহাজ আসতে দেওয়া হয় না। ইউনেসকোর সতর্কবার্তার পর ভেনিস কর্তৃপক্ষ এই নিয়ম আরও কঠোর করেছে।

বেজোসের ইয়টের ওজন ৩ হাজার ৪৯৩ গ্রস টন, যা ভেনিসের লেগুনে (জলাধার) প্রবেশের জন্য নির্ধারিত ২৫ হাজার টন সীমার অনেক কম হলেও গ্র্যান্ড ক্যানালে প্রবেশের জন্য এটি আকারে অনেক বড়। ফলে, এই বিলাসবহুল ইয়ট শহরের কেন্দ্রস্থলে প্রবেশের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।

এই রাজকীয় বিয়ের জন্য বেজোস ও সানচেজ ব্যক্তিগত ওয়াটার ট্যাক্সির বিশেষ বহরও ভাড়া করেছেন। এর মধ্যে রয়েছে বিখ্যাত ‘আমোরে’, যা ক্লুনি ও আলামুদ্দিন তাঁদের বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন।

জেফ বেজোস ১৯৯৩ সালে ম্যাকেনজি স্কটকে বিয়ে করেন। দীর্ঘ ২৫ বছর পর ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের চারটি সন্তান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত