বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। হলের পাশাপাশি এবার এর সিরিজ ভার্সন চলবে দেশের তিনটি চ্যানেলে। মোট আটটি পর্ব টানা আট দিন চলবে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে। ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সিরিজটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে; আরটিভিতে রাত ৮টায় এবং পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়, দীপ্ত টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার পরদিন বেলা ১টা ৩০ মিনিটে।
১ জানুয়ারি গতকাল একটি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ৮৪০-এর প্রযোজক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন, মিলন শেখ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
এর আগে দেশের সামাজিক ও রাজনৈতিক নানা অসংগতি স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই ‘৪২০’-এর ডাবল-আপ বলা হচ্ছে ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডকে। সিরিজ হিসেবে টেলিভিশনে ৮৪০ মুক্তির বিষয়ে মোবাইল ফোনে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার খুবই ভালো লাগছে যে সিনেমাটি আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে, সেটা টেলিভিশন মিডিয়াম।
আমার উত্থান টেলিভিশনে এবং টেলিভিশনেই একসময় ৪২০ ভীষণ জনপ্রিয় হয়েছিল। ৮৪০ তিনটা টিভিতে যাবে পরপর আট দিন, আট পর্ব হিসেবে। পরপর আট দিন একটা সিরিজ চলাটাও একটা নতুন ঘটনা হবে, একটা উৎসবের মতো হবে দর্শকদের জন্য। সিনেমা হলে সিনেমাটি থাকবে, আর টিভিতে যাবে সিরিজ ভার্সন। সিরিজ ভার্সনে ঘটনা আরও বেশি, গল্পের বিস্তারটা বেশি। আমরা একটা নতুন সময়ে বাস করছি। এখন দর্শকের কাছে পৌঁছানোর নানা মিডিয়াম আছে, আমাদের সব মিডিয়ামের দিকেই তাকাতে হবে। এখন টেলিভিশনের জন্য আমরা যে কাজটা বানাই, সেটা আবার রিল বা ভিডিও আকারে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দিচ্ছি মানুষকে দেখানোর জন্য। ফলে একই আর্ট ওয়ার্ক ভিন্ন ভিন্ন মিডিয়ায় নানাভাবে যুক্ত হতে পারে সামনের দিনগুলোয়; যেটা আমাদের ৮৪০-এর ক্ষেত্রেই ঘটছে। এটা সিনেমা আকারে মুক্তি পেয়েছে, এখন এর একটা ভিন্ন ভার্সন সিরিজ আকারে পরপর আট দিন যাচ্ছে তিন চ্যানেলে। এ রকম আরও অনেক মিডিয়াম আছে, যেখানে আমরা এটাকে নানা ভার্সনে হাজির করতে পারব সামনে।’
৮৪০-এর সহপ্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর। চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালক পাভেল আরিন, সাউন্ড ডিজাইনার রিপন নাথ ও সম্পাদক তাহসিন মাহিম।
গত ১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। হলের পাশাপাশি এবার এর সিরিজ ভার্সন চলবে দেশের তিনটি চ্যানেলে। মোট আটটি পর্ব টানা আট দিন চলবে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে। ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সিরিজটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে প্রতিদিন রাত ৮টা ২০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে; আরটিভিতে রাত ৮টায় এবং পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়, দীপ্ত টিভিতে রাত ১০টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচার পরদিন বেলা ১টা ৩০ মিনিটে।
১ জানুয়ারি গতকাল একটি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ৮৪০-এর প্রযোজক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন, মিলন শেখ, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
এর আগে দেশের সামাজিক ও রাজনৈতিক নানা অসংগতি স্যাটায়ার করে ‘৪২০’-নামে ধারাবাহিক নির্মাণ করে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই ‘৪২০’-এর ডাবল-আপ বলা হচ্ছে ৮৪০ ওরফে ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডকে। সিরিজ হিসেবে টেলিভিশনে ৮৪০ মুক্তির বিষয়ে মোবাইল ফোনে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমার খুবই ভালো লাগছে যে সিনেমাটি আরেকটা মিডিয়ামের দর্শকের কাছে যাচ্ছে, সেটা টেলিভিশন মিডিয়াম।
আমার উত্থান টেলিভিশনে এবং টেলিভিশনেই একসময় ৪২০ ভীষণ জনপ্রিয় হয়েছিল। ৮৪০ তিনটা টিভিতে যাবে পরপর আট দিন, আট পর্ব হিসেবে। পরপর আট দিন একটা সিরিজ চলাটাও একটা নতুন ঘটনা হবে, একটা উৎসবের মতো হবে দর্শকদের জন্য। সিনেমা হলে সিনেমাটি থাকবে, আর টিভিতে যাবে সিরিজ ভার্সন। সিরিজ ভার্সনে ঘটনা আরও বেশি, গল্পের বিস্তারটা বেশি। আমরা একটা নতুন সময়ে বাস করছি। এখন দর্শকের কাছে পৌঁছানোর নানা মিডিয়াম আছে, আমাদের সব মিডিয়ামের দিকেই তাকাতে হবে। এখন টেলিভিশনের জন্য আমরা যে কাজটা বানাই, সেটা আবার রিল বা ভিডিও আকারে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দিচ্ছি মানুষকে দেখানোর জন্য। ফলে একই আর্ট ওয়ার্ক ভিন্ন ভিন্ন মিডিয়ায় নানাভাবে যুক্ত হতে পারে সামনের দিনগুলোয়; যেটা আমাদের ৮৪০-এর ক্ষেত্রেই ঘটছে। এটা সিনেমা আকারে মুক্তি পেয়েছে, এখন এর একটা ভিন্ন ভার্সন সিরিজ আকারে পরপর আট দিন যাচ্ছে তিন চ্যানেলে। এ রকম আরও অনেক মিডিয়াম আছে, যেখানে আমরা এটাকে নানা ভার্সনে হাজির করতে পারব সামনে।’
৮৪০-এর সহপ্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর। চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালক পাভেল আরিন, সাউন্ড ডিজাইনার রিপন নাথ ও সম্পাদক তাহসিন মাহিম।
আজকের গুঞ্জনটি তাহসান উড়িয়ে দিলেন না। বরং সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, রোজার সঙ্গেই মুগ্ধতায় কেটে যাবে তাঁর বাকিটা জীবন।
১০ ঘণ্টা আগেগত ২৩ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা প্রবীর মিত্রকে। অবস্থা বিবেচনায় আইসিইউতে রেখে চিকিৎসা হয় তাঁর...
১২ ঘণ্টা আগেঅসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক ফারহান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা দীপু হাজরা।
১৪ ঘণ্টা আগেশনিবার বেলা সোয়া ১১টার দিকে এফডিতে প্রবেশ করে অঞ্জনার মরদেহবাহী গাড়িটি। প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। চ্যানেল আই প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে শেষ শয্যায় শায়িত হবেন অঞ্জনা।
১৬ ঘণ্টা আগে