অনলাইন ডেস্ক
জাদুকর পিসি সরকার এবার জাদু নয়, দেখালেন চমক। হ্যাঁ, রীতিমতো চমকে উঠেছে তাঁর ভক্ত ও অনুরাগীরা। পত্রিকায় বিজ্ঞাপন দিলেন ‘পাত্র চাই’। সে বিজ্ঞাপন আর কারও জন্য নয়, তাঁরই তিন মেয়ের জন্য। প্রথমে এর সত্যতা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও, বিষয়টি সত্যতা ও বিস্তরে খোলাসা করলেন তাঁর মেয়ে অভিনেত্রী মুমতাজ।
গতকাল রোববার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। কেন ভাইরাল? কারণ, বিজ্ঞাপনটি দিয়েছেন জাদুকর পি সি সরকার ও তাঁর স্ত্রী। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তাঁরা।
ওই বিজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে পিসি সরকারের মেয়ে মুমতাজ জানিয়েছেন, প্রেম–বিচ্ছেদে বিশ্বাসী নন তাঁরা। বাবা-মায়ের পছন্দের ছেলের গলাতেই তিন বোন মালা পরাতে চান। আর সে কারণে এই বিজ্ঞাপন।
ভারতীয় এক গণমাধ্যমকে মুমতাজ বলেন, ‘বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি, কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তারপর সেটা আর এগোবে না— আমরা সেভাবে ভাবতে পারি না। আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে ওদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।’
বর্তমান সময়ে সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই চমকে গেছেন, এ প্রসঙ্গে প্রশ্ন করতেই মুমতাজ বললেন, ‘আমাদের পরিবারে অনেকেরই এভাবে বিয়ে হয়েছে। পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে সংসার করার ইচ্ছে তো রয়েছেই। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করায় বিশ্বাসী নই।’
যদি বিজ্ঞাপন দেখে হাজির হন সুপাত্রেরা, তাহলে কী হবে, এর জবাবে হাসিমুখে মুমতাজ বলেন, ‘তাহলে স্বয়ংবর সভা বসবে!’
এ অভিনেত্রী জানান, তাঁদের বাবা-মা দারুণ আশাবাদী। তাঁরা জানেন বাবা-মায়ের মতো কেউ তাঁদের চেনেন না। ফলত তাঁরা যা সিদ্ধান্ত নেবেন বা যাকে জামাই হিসেবে বেছে নেবেন, তাঁরা ভালোই হবেন।
জাদুকর পিসি সরকার এবার জাদু নয়, দেখালেন চমক। হ্যাঁ, রীতিমতো চমকে উঠেছে তাঁর ভক্ত ও অনুরাগীরা। পত্রিকায় বিজ্ঞাপন দিলেন ‘পাত্র চাই’। সে বিজ্ঞাপন আর কারও জন্য নয়, তাঁরই তিন মেয়ের জন্য। প্রথমে এর সত্যতা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও, বিষয়টি সত্যতা ও বিস্তরে খোলাসা করলেন তাঁর মেয়ে অভিনেত্রী মুমতাজ।
গতকাল রোববার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পাত্র চাই বিজ্ঞাপনের পেপার কাটিং। কেন ভাইরাল? কারণ, বিজ্ঞাপনটি দিয়েছেন জাদুকর পি সি সরকার ও তাঁর স্ত্রী। তিন মেয়ের জন্য সুদর্শন, দীর্ঘাঙ্গী পাত্র চেয়েছেন তাঁরা।
ওই বিজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করে পিসি সরকারের মেয়ে মুমতাজ জানিয়েছেন, প্রেম–বিচ্ছেদে বিশ্বাসী নন তাঁরা। বাবা-মায়ের পছন্দের ছেলের গলাতেই তিন বোন মালা পরাতে চান। আর সে কারণে এই বিজ্ঞাপন।
ভারতীয় এক গণমাধ্যমকে মুমতাজ বলেন, ‘বিজ্ঞাপন ভাইরাল হওয়ার পর থেকে এত ফোন পাচ্ছি, কী বলব! আমরা তিন বোন আসলে একটা চ্যালেঞ্জ নিলাম। ওই প্রেম করব কয়েক মাসের জন্য, তারপর সেটা আর এগোবে না— আমরা সেভাবে ভাবতে পারি না। আর বিজ্ঞাপনটা মা-বাবা আমাদের না জানিয়েই দিয়েছেন। তবে ওদের সিদ্ধান্তে আমাদের তিন বোনেরই পূর্ণ সমর্থন রয়েছে।’
বর্তমান সময়ে সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই চমকে গেছেন, এ প্রসঙ্গে প্রশ্ন করতেই মুমতাজ বললেন, ‘আমাদের পরিবারে অনেকেরই এভাবে বিয়ে হয়েছে। পিসিদেরও বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। তাই আমার আলাদা করে কিছু মনে হচ্ছে না। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু আমরাও তো রক্ত-মাংসের মানুষ। বিয়ে সংসার করার ইচ্ছে তো রয়েছেই। আর বিয়েটা আমরা কেউ লুকিয়ে করায় বিশ্বাসী নই।’
যদি বিজ্ঞাপন দেখে হাজির হন সুপাত্রেরা, তাহলে কী হবে, এর জবাবে হাসিমুখে মুমতাজ বলেন, ‘তাহলে স্বয়ংবর সভা বসবে!’
এ অভিনেত্রী জানান, তাঁদের বাবা-মা দারুণ আশাবাদী। তাঁরা জানেন বাবা-মায়ের মতো কেউ তাঁদের চেনেন না। ফলত তাঁরা যা সিদ্ধান্ত নেবেন বা যাকে জামাই হিসেবে বেছে নেবেন, তাঁরা ভালোই হবেন।
বলিউডে যখন বিক্রান্তকে নিয়ে ব্যাপক আগ্রহ নির্মাতাদের মধ্যে, তখনই হঠাৎ এক সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিলেন। আজ ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন বিক্রান্ত ম্যাসি।
৮ ঘণ্টা আগেঅভিষেক বচ্চন গত রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪-এ উপস্থিত হয়েছিলেন। তিনি অভিনেত্রী কারিনা কাপুরকে পুরস্কার দিয়েছিলেন, যাঁর সঙ্গে ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা করেছিলেন। এই সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিষেক।
১০ ঘণ্টা আগেদক্ষিণ ভারতের কন্নড় সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শোবিতা শিবান্নাকে তার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের বলছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে...
১৫ ঘণ্টা আগেকলকাতার বইমেলার পর চলচ্চিত্র উৎসবেও জায়গা হয়নি বাংলাদেশের। ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) ২৯টি দেশের ১৮০টি সিনেমা স্থান পেলেও তালিকায় নেই বাংলাদেশের সিনেমা। রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন কেআইএফএফের চেয়ারম্যান গৌতম ঘোষ...
১৮ ঘণ্টা আগে