বিনোদন ডেস্ক
সুপারহিরোদের নিয়ে গল্প বলার ক্ষেত্রে বরাবরই এগিয়ে হলিউড। কাল্পনিক জগতের অতিমানব, অদৃশ্য শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তাদের নানা হিরোইজম হামেশায় দেখা যায় হলিউডের পর্দায়। এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ভারতীয় সিনেমা। এই প্রথম এমন একটি উদ্যোগ নিয়েছে মালয়ালম ইন্ডাস্ট্রি। তৈরি হচ্ছে ভারতের প্রথম মাল্টিভার্স সুপারহিরো সিনেমা। নাম ‘মাল্টিভার্স মন্মধন’। এতে সুপারহিরো হিসেবে হাজির হবেন নিভিন পাউলি।
গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নিভিন। মাল্টিভার্স মন্মধন বানাবেন আদিত্যায়ন চন্দ্রশেখর। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘এনকিলুম চন্দ্রিকে’ ও ২০১৯ সালের মিনি সিরিজ ‘অ্যাভারেজ আম্বিলি’র জন্য পরিচিতি তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। নিভিন পাউলির এই নতুন সিনেমার ঘোষণা বেশ সাড়া ফেলেছে, কারণ অনেক দিন ধরেই কিছুটা ব্যাকফুটে ছিলেন তিনি।
মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা নিভিন। ‘নেরাম’, ‘ওম শান্তি ওশানা’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘প্রেমাম’, ‘কায়ামকুলাম কোচুন্নি’—২০১১ সাল থেকে এমন অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত কয়েকটা বছর নিভিনের সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারছিল না। এ ছাড়া গত বছর দুবাইয়ে আইনি জটিলতায় জড়িয়ে সমালোচিতও হন তিনি। যদিও পুলিশ পরবর্তী সময়ে জানিয়েছিল, ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছিল তাঁকে।
ওই দুঃসময়ের মধ্যে নিভিন ভক্তদের কথা দিয়েছিলেন, এ বছর দারুণ কিছু সিনেমা নিয়ে নতুনভাবে ফিরবেন। মাল্টিভার্স মন্মধনের মাধ্যমে সে কথাই রাখলেন নিভিন। শিগগিরই মুক্তি পাবে ‘ডিয়ার স্টুডেন্টস’, এতে তাঁর সঙ্গী নয়নতারা। আসবে তামিল সিনেমা ‘ইয়েজু কাদাল ইয়েজু মালাই’ এবং ওয়েব সিরিজ ‘ফার্মা’।
সুপারহিরোদের নিয়ে গল্প বলার ক্ষেত্রে বরাবরই এগিয়ে হলিউড। কাল্পনিক জগতের অতিমানব, অদৃশ্য শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তাদের নানা হিরোইজম হামেশায় দেখা যায় হলিউডের পর্দায়। এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ভারতীয় সিনেমা। এই প্রথম এমন একটি উদ্যোগ নিয়েছে মালয়ালম ইন্ডাস্ট্রি। তৈরি হচ্ছে ভারতের প্রথম মাল্টিভার্স সুপারহিরো সিনেমা। নাম ‘মাল্টিভার্স মন্মধন’। এতে সুপারহিরো হিসেবে হাজির হবেন নিভিন পাউলি।
গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নিভিন। মাল্টিভার্স মন্মধন বানাবেন আদিত্যায়ন চন্দ্রশেখর। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘এনকিলুম চন্দ্রিকে’ ও ২০১৯ সালের মিনি সিরিজ ‘অ্যাভারেজ আম্বিলি’র জন্য পরিচিতি তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। নিভিন পাউলির এই নতুন সিনেমার ঘোষণা বেশ সাড়া ফেলেছে, কারণ অনেক দিন ধরেই কিছুটা ব্যাকফুটে ছিলেন তিনি।
মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা নিভিন। ‘নেরাম’, ‘ওম শান্তি ওশানা’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘প্রেমাম’, ‘কায়ামকুলাম কোচুন্নি’—২০১১ সাল থেকে এমন অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত কয়েকটা বছর নিভিনের সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারছিল না। এ ছাড়া গত বছর দুবাইয়ে আইনি জটিলতায় জড়িয়ে সমালোচিতও হন তিনি। যদিও পুলিশ পরবর্তী সময়ে জানিয়েছিল, ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছিল তাঁকে।
ওই দুঃসময়ের মধ্যে নিভিন ভক্তদের কথা দিয়েছিলেন, এ বছর দারুণ কিছু সিনেমা নিয়ে নতুনভাবে ফিরবেন। মাল্টিভার্স মন্মধনের মাধ্যমে সে কথাই রাখলেন নিভিন। শিগগিরই মুক্তি পাবে ‘ডিয়ার স্টুডেন্টস’, এতে তাঁর সঙ্গী নয়নতারা। আসবে তামিল সিনেমা ‘ইয়েজু কাদাল ইয়েজু মালাই’ এবং ওয়েব সিরিজ ‘ফার্মা’।
ঈদের দিন আমির, সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
৬ ঘণ্টা আগেঈদ উপলক্ষে নানা প্রতিষ্ঠান, সহকর্মী ও কাছের মানুষদের কাছ থেকে অনেক উপহার পান জয়া আহসান। ফলে আলাদা করে আর কেনাকাটা কিছু করতে হয় না। এবার ঈদে কোনো পোশাক কেনেননি জয়া। তবে হ্যাঁ, ঘর সাজাবার কিছু জিনিসপত্র কিনেছেন ঈদ উপলক্ষে।
৭ ঘণ্টা আগে‘জ্বীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি ঈদের আগে মানুষের মুখে মুখে ফিরেছিল। আশা করা হচ্ছিল, সিনেমা হলেও ভালো সাড়া ফেলবে জ্বীন থ্রি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জায়গাই পেল না সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও খুব কম শো পেয়েছে।
৮ ঘণ্টা আগেঈদ ঘিরে বাজার ধরতে বরাবরই বলিউড সুপারস্টার খানদের সিনেমার একটি হাঁকডাক থাকে। এবারে মুক্তির অপেক্ষায় ছিল সালমান খানের ‘সিকান্দার’। মুক্তিও পেল, কিন্তু বক্স অফিসে এক দিনের আয় নিয়ে হতাশ নির্মাতা, প্রযোজক, কলাকুশলীসহ পুরো টিম। সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিকান্দার গতকাল রোববার মুক্তির দিনে
৯ ঘণ্টা আগে