বিনোদন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জে-হোপ। গানের বাইরে দানশীল হিসেবেও সুনাম আছে তাঁর। জন্মদিনেও সে প্রমাণ রাখলেন বিটিএস র্যাপার। ১৮ ফেব্রুয়ারি ছিল জে-হোপের ৩১তম জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর একটি কাজ মন ছুঁয়ে গেল ভক্তদের।
সংবাদমাধ্যম কোরিয়া বায়োমেডিকেল রিভিউ জানিয়েছে, শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করার জন্য ২০০ মিলিয়ন ওন দান করেছেন তিনি; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এই অর্থ জে-হোপ দিয়েছেন সিউলের আসান মেডিকেল সেন্টারের শিশু বিভাগে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এই র্যাপার।
জে-হোপ বলেন, ‘যে শিশুরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার বিশ্বাস, এতে সুস্থ ও আশাবাদী ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে তারা। আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে সব সময় ভালোবাসা দিয়েছে। প্রতিবছর আমি এমন অনুদান প্রদান করব, যা এবারের জন্মদিন থেকে শুরু হলো।’
এর আগেও ২০২২ সালে আসান মেডিকেল সেন্টারকে ১০০ মিলিয়ন ওন দিয়েছিলেন জে-হোপ। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জে-হোপের দেওয়া এই অর্থ শিশুদের চিকিৎসা সুবিধা ও হাসপাতালের পরিবেশ উন্নত করার জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি শিশুদের দুরারোগ্য রোগের ওপর গবেষণার জন্যও ব্যবহার করা হবে।
এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম আন্তর্জাতিক ট্যুর শুরু করছেন জে-হোপ, শেষ হবে আগামী ১ জুন। ‘হোপ অন দ্য স্টেজ ট্যুর’ নামের এই সংগীতসফরের প্রথম তিন রাত গাইবেন সিউলে। পর্যায়ক্রমে এশিয়ার বিভিন্ন শহরে ১৯টি ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ১২টি—মোট ৩১টি কনসার্টে পারফর্ম করবেন তিনি।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জে-হোপ। গানের বাইরে দানশীল হিসেবেও সুনাম আছে তাঁর। জন্মদিনেও সে প্রমাণ রাখলেন বিটিএস র্যাপার। ১৮ ফেব্রুয়ারি ছিল জে-হোপের ৩১তম জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর একটি কাজ মন ছুঁয়ে গেল ভক্তদের।
সংবাদমাধ্যম কোরিয়া বায়োমেডিকেল রিভিউ জানিয়েছে, শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করার জন্য ২০০ মিলিয়ন ওন দান করেছেন তিনি; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এই অর্থ জে-হোপ দিয়েছেন সিউলের আসান মেডিকেল সেন্টারের শিশু বিভাগে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এই র্যাপার।
জে-হোপ বলেন, ‘যে শিশুরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার বিশ্বাস, এতে সুস্থ ও আশাবাদী ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে তারা। আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে সব সময় ভালোবাসা দিয়েছে। প্রতিবছর আমি এমন অনুদান প্রদান করব, যা এবারের জন্মদিন থেকে শুরু হলো।’
এর আগেও ২০২২ সালে আসান মেডিকেল সেন্টারকে ১০০ মিলিয়ন ওন দিয়েছিলেন জে-হোপ। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জে-হোপের দেওয়া এই অর্থ শিশুদের চিকিৎসা সুবিধা ও হাসপাতালের পরিবেশ উন্নত করার জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি শিশুদের দুরারোগ্য রোগের ওপর গবেষণার জন্যও ব্যবহার করা হবে।
এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম আন্তর্জাতিক ট্যুর শুরু করছেন জে-হোপ, শেষ হবে আগামী ১ জুন। ‘হোপ অন দ্য স্টেজ ট্যুর’ নামের এই সংগীতসফরের প্রথম তিন রাত গাইবেন সিউলে। পর্যায়ক্রমে এশিয়ার বিভিন্ন শহরে ১৯টি ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ১২টি—মোট ৩১টি কনসার্টে পারফর্ম করবেন তিনি।
ঈদের দিন আমির, সালমান দুই খান প্রকাশ্যে এলেও দিনভর আড়ালে রইলেন শাহরুখ খান। মান্নাতের ছাদে দাঁড়িয়ে হাত নাড়েন শাহরুখ, প্রতি ঈদের চেনা ছবি এটা। তবে চলতি বছর সেই নিয়মে ভাটা পড়েছে।
৬ ঘণ্টা আগেঈদ উপলক্ষে নানা প্রতিষ্ঠান, সহকর্মী ও কাছের মানুষদের কাছ থেকে অনেক উপহার পান জয়া আহসান। ফলে আলাদা করে আর কেনাকাটা কিছু করতে হয় না। এবার ঈদে কোনো পোশাক কেনেননি জয়া। তবে হ্যাঁ, ঘর সাজাবার কিছু জিনিসপত্র কিনেছেন ঈদ উপলক্ষে।
৭ ঘণ্টা আগে‘জ্বীন থ্রি’ সিনেমার ‘কন্যা’ গানটি ঈদের আগে মানুষের মুখে মুখে ফিরেছিল। আশা করা হচ্ছিল, সিনেমা হলেও ভালো সাড়া ফেলবে জ্বীন থ্রি। কিন্তু সিঙ্গেল স্ক্রিনে জায়গাই পেল না সিনেমাটি। মাল্টিপ্লেক্সেও খুব কম শো পেয়েছে।
৮ ঘণ্টা আগেঈদ ঘিরে বাজার ধরতে বরাবরই বলিউড সুপারস্টার খানদের সিনেমার একটি হাঁকডাক থাকে। এবারে মুক্তির অপেক্ষায় ছিল সালমান খানের ‘সিকান্দার’। মুক্তিও পেল, কিন্তু বক্স অফিসে এক দিনের আয় নিয়ে হতাশ নির্মাতা, প্রযোজক, কলাকুশলীসহ পুরো টিম। সালমান খান ও রাশমিকা মান্দানা অভিনীত সিকান্দার গতকাল রোববার মুক্তির দিনে
৯ ঘণ্টা আগে