Ajker Patrika

জন্মদিনে জে-হোপের যে উদ্যোগ মন কাড়ল সবার

বিনোদন ডেস্ক
জে-হোপ। ছবি: ইনস্টাগ্রাম
জে-হোপ। ছবি: ইনস্টাগ্রাম

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জে-হোপ। গানের বাইরে দানশীল হিসেবেও সুনাম আছে তাঁর। জন্মদিনেও সে প্রমাণ রাখলেন বিটিএস র‍্যাপার। ১৮ ফেব্রুয়ারি ছিল জে-হোপের ৩১তম জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর একটি কাজ মন ছুঁয়ে গেল ভক্তদের।

সংবাদমাধ্যম কোরিয়া বায়োমেডিকেল রিভিউ জানিয়েছে, শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করার জন্য ২০০ মিলিয়ন ওন দান করেছেন তিনি; বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এই অর্থ জে-হোপ দিয়েছেন সিউলের আসান মেডিকেল সেন্টারের শিশু বিভাগে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন এই র‍্যাপার।

জে-হোপ বলেন, ‘যে শিশুরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার বিশ্বাস, এতে সুস্থ ও আশাবাদী ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে তারা। আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে সব সময় ভালোবাসা দিয়েছে। প্রতিবছর আমি এমন অনুদান প্রদান করব, যা এবারের জন্মদিন থেকে শুরু হলো।’

এর আগেও ২০২২ সালে আসান মেডিকেল সেন্টারকে ১০০ মিলিয়ন ওন দিয়েছিলেন জে-হোপ। হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জে-হোপের দেওয়া এই অর্থ শিশুদের চিকিৎসা সুবিধা ও হাসপাতালের পরিবেশ উন্নত করার জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি শিশুদের দুরারোগ্য রোগের ওপর গবেষণার জন্যও ব্যবহার করা হবে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম আন্তর্জাতিক ট্যুর শুরু করছেন জে-হোপ, শেষ হবে আগামী ১ জুন। ‘হোপ অন দ্য স্টেজ ট্যুর’ নামের এই সংগীতসফরের প্রথম তিন রাত গাইবেন সিউলে। পর্যায়ক্রমে এশিয়ার বিভিন্ন শহরে ১৯টি ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ১২টি—মোট ৩১টি কনসার্টে পারফর্ম করবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত