Ajker Patrika

অমিতাভ বচ্চনের ‘বোধোদয়’

বিনোদন ডেস্ক
অমিতাভ বচ্চনের ‘বোধোদয়’

পান মশলার বিজ্ঞাপন আর করবেন না অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন।

কিছুদিন আগেই একটি পান মশলার কোম্পানির বিজ্ঞাপন করেছিলেন অমিতাভ বচ্চন। বিজ্ঞাপনটির প্রচার শুরু হলেই সমালোচনার মুখে পড়েন অমিতাভ বচ্চন। মনে করা হচ্ছে, সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছেন বিগ বি। অমিতাভ বচ্চন বিবৃতিতে জানিয়েছেন, বিজ্ঞাপনটি যে তামাকজাতীয় দ্রব্যের তা তিনি জানতেন না। যখন তিনি তা  জানতে পারেন, প্রতিষ্ঠানটির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করে দেন। বিজ্ঞাপনের জন্য নেওয়া পারিশ্রমিকও ফিরিয়ে দিয়েছেন বিগ বি।

অমিতাভ বচ্চনপান মশলার বিজ্ঞাপনে বলিউডের একাধিক তারকাকে দেখা যায়। এই তালিকায় শাহরুখ খান, অজয় দেবগনের মতো তারকাও রয়েছেন। অমিতাভ বচ্চনের বিজ্ঞাপনটি প্রচারে আসার পরপরই তিনি সমালোচনার মুখে পড়েন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন। তামাক বিরোধী প্রতিষ্ঠাগুলোর পক্ষ থেকে এই বলিউড তারকাকে নাকি চিঠিও লেখা হয়। মনে করা হচ্ছে, এর কারণেই প্রতিষ্ঠানটির সব চুক্তি বাতিল করেছেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চনবিগ বি’র এই ঘোষণায় খুশি তাঁর ভক্তরা। তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত