এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
Thumbnail image
‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে মোশাররফ করিম। ছবি: চরকির সৌজন্যে

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

আধুনিক বাংলা হোটেল (বাংলা সিরিজ)

  • অভিনয়: মোশাররফ করিম, গাজী রাকায়েত, রোবেনা রেজা জুঁই।
  • মুক্তি: ৩১ অক্টোবর, চরকি
  • গল্পসংক্ষেপ: তিনটি ভিন্ন ভৌতিক গল্প নিয়ে সাজানো হয়েছে আধুনিক বাংলা হোটেল। প্রতি গল্পের সঙ্গে রয়েছে খাবারের যোগ। তাই পর্বগুলোর নাম রাখা হয়েছে খাবারের পদের নামে। প্রতি সপ্তাহে প্রকাশ পাবে একটি করে পর্ব। ৩১ অক্টোবর প্রকাশ পেয়েছে প্রথম পর্ব ‘বোয়াল মাছের ঝোল’।

বিভাবরী (বাংলা সিনেমা)

  • অভিনয়: সাদিয়া আয়মান, ইরেশ যাকের, ফারিহা শামস সেঁউতি প্রমুখ।
  • মুক্তি: ৩১ অক্টোবর, দীপ্ত প্লে
  • গল্পসংক্ষেপ: নিম্নবিত্ত ঘরের মেয়ে নীতু। গ্রাম ছেড়ে পড়াশোনার জন্য শহরে এলেও জীবনযুদ্ধ তার নিত্যসঙ্গী। ডে কেয়ার সেন্টারে বেবি সিটারের কাজ করে। থাকে শহরতলির শেষে একটি পুরোনো হোস্টেলে। ইদানীং হোস্টেলে ফেরার নির্জন পথে মাঝেমধ্যে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় সে। মনে হয় কিছু একটা ফলো করছে তাকে। একদিন কাজের জন্য শহর থেকে দূরে যেতে হয় নীতুকে, আর ঘটতে থাকে অস্বাভাবিক ঘটনা।

মিথ্যা: দ্য ডার্ক চাপ্টার (হিন্দি সিরিজ)

  • অভিনয়: হুমা কুরেশি, অবন্তিকা দাশানি
  • মুক্তি: ১ নভেম্বর, জি ফাইভ
  • গল্পসংক্ষেপ: ব্রিটিশ টিভি সিরিজ চিট-এর ছায়া অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। শুটিং হয়েছে ভারতের দার্জিলিংয়ে, সেখানকার সেন্ট পলস স্কুলে। সিরিজের গল্প জুহি ও রিয়াকে ঘিরে। রিয়া এই কলেজের অন্যতম পৃষ্ঠপোষকের মেয়ে। তাই তাকে সমীহ করে চলে সবাই। ধার্মিক জুহি কলেজের হিন্দি সাহিত্যের অধ্যাপক। নিজের ছাত্রী রিয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলে জুহি। বিষয়টা ভালোভাবে নেয় না রিয়া। প্রতিশোধপরায়ণ আর সহিংস হয়ে ওঠে সে।

বার্বি মিস্টেরিস: দ্য গ্রেট হর্স চেজ (ইংরেজি সিরিজ)

  • কণ্ঠাভিনয়: অ্যাবি ট্রট, ডায়মন্ড হোয়াইট, সোম কাপিলা
  • মুক্তি: ১ নভেম্বর, নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: ম্যালিবু ও ব্রুকলিনের মাঝে গভীর বন্ধুত্ব তৈরি হয়। তারা বেড়াতে যায় লেডি কারসনের বাড়িতে। লেডি কারসন কেনের খালা এবং টর্নেডো ও মারিচ নামের দুটি ঘোড়ার মালিক। হঠাৎ করেই হীরাখচিত জিনসমেত একটি ঘোড়া চুরি হয়ে যায় তার। লেডি কারসনের বেহাল অবস্থা দেখে দুই বন্ধু ম্যালিবু ও ব্রুকলিন নেমে পড়ে ঘোড়া উদ্ধারে। শুরু হয় তাদের দুঃসাহসিক যাত্রা।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত