এলভিস প্রেসলির কোট বিক্রি হলো ১৭ কোটি টাকায়

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ২০: ৪৮
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২১: ৪৩

যুক্তরাষ্ট্রের রক সম্রাট এলভিস প্রিসলির একটি কোট নিলামে ১৭ কোটি সাড়ে ৬ লাখ (১ লাখ ২৮ হাজার পাউন্ড) টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারের ডেভিজেসে ‘হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন’ নিলাম ঘরে উঠেছিল কোটটি।

হস্তশিল্পে তৈরি চামড়া ও মখমলের ওই কোট এলভিস প্রিসলি জীবনের শেষ বছরে পরতেন। যুক্তরাষ্ট্রের এক নাগরিক কোটটি কিনেছেন।

নিলামঘরের মালিক হেনরি অ্যালড্রিজ এর আগে বলেছিলেন, তাঁরা কোটটি ১৫ হাজার পাউন্ডের কিছু বেশি দামে বিক্রির আশা করছেন।

এলভিস প্রিসলি মৃত্যুর আগে ১৯৭৭ সালে তাঁর বাগদত্তা জিঞ্জার অ্যালডেনের ভাইকে ১২০ সেমি (৪ ফুট) দৈর্ঘ্যের পোশাকটি উপহার দিয়েছিলেন। জিঞ্জার অ্যালডেনের বোন রোজমেরি অ্যালডেন স্টারকি এই তথ্যর সত্যতা নিশ্চিত করেছেন। 

নিলামে বিক্রি হওয়া এলভিস প্রিসলির মখমলের কোটহেনরি অ্যালড্রিজ আগে বলেছিলেন, তাঁরা একজন ক্লায়েন্টের কাছ থেকে কোটটি কিনেছিলেন। ওই ক্লায়েন্ট আবার কোটটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে প্রিসলির সাবেক বাড়িতে গ্রেসল্যান্ডে অনুষ্ঠিত ‘বার্ষিক এলভিস প্রিসলি নিলাম’ থেকে কিনেছিলেন। 

নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘আমি মনে করি, কোটটিতে ১৯৭০–এর দশকের ভেগাসের ছাপ লেগে আছে। যেখানে এলভিস মখমলের এই কোট জড়িয়ে ঘুরে বেড়াতেন।’

এলভিস প্রিসলির একটি সোনার পেঁচার আকৃতির আংটিও এই নিলামে ১৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত