অনলাইন ডেস্ক
ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।
স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।
এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।
যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।
এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।
ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।
স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।
এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।
যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।
এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।
সম্প্রতি একক নাটকের প্রভাবে ধারাবাহিক নাটক কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও ব্যতিক্রম ‘মাশরাফি জুনিয়র’। চার বছর আগে প্রচার শুরু হওয়া নাটকটি আজ স্পর্শ করতে যাচ্ছে ১২০০ পর্বের মাইলফলক। আজ রাত ৮টায় দীপ্ত টিভিতে দেখা যাবে মাশরাফি জুনিয়রের বিশেষ এই পর্ব।
৩ ঘণ্টা আগেশিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এমন অনুরোধে ক্ষোভ প্রকাশ করেছেন নাট্যজন মামুনুর রশীদ।
১৪ ঘণ্টা আগেজন লেনন যখন এই চিঠি লিখছেন এরিক ক্ল্যাপটনকে, ততদিনে তিনি দ্য বিটলস থেকে বেরিয়ে এসেছেন। প্লাস্টিক ওনো ব্যান্ড নিয়েই সমস্ত ব্যস্ততা তখন। তবুও নতুন ব্যান্ডের কথা ভাবছিলেন লেনন। ক্ল্যাপটনের জীবনও তখন ছিল নানা সমস্যায় জর্জরিত।
১৪ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকার আশুলিয়ায় ইপিজেড শিল্প এলাকায় নিজের রেস্টুরেন্টের নতুন শাখা চালু করেছেন ওমর সানী। সানী জানিয়েছেন, দেশে চলমান আন্দোলনের কারণে রেস্টুরেন্টের নতুন শাখাটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
১৯ ঘণ্টা আগে