ক্রীড়া ডেস্ক
বুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
চোটে পড়ায় জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানের দুই পেসার আহমেদ দানিয়াল ও শাহনেওয়াজ দাহানি। আহমেদ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। গোড়ালিতে চোট পেয়েছেন দাহানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানা গেছে, প্রাথমিক স্ক্যান ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পর তাঁরা পাকিস্তানে ফিরবেন। দাহানি, দানিয়াল রোববার অনুশীলন সেশনের সময় চোট পেয়েছেন।
দানিয়াল ও দাহানির পরিবর্তে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি ও জাহানদাদ খান। শেষ ওয়ানডের আগে বুলাওয়েতে যোগ দেবেন আফ্রিদি ও জাহানদাদ। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে আগামীকাল হবে জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ নির্ধারণী ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই আছেন আফ্রিদি ও জাহানদাদ। এবার দানিয়াল ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আমির জামাল।
বুলাওয়েতে ২৪ নভেম্বর বৃষ্টি আইনে পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। ৪৮ ঘণ্টা পর একই মাঠে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ১৯০ বল হাতে রেখে তুলে নেয় ১০ উইকেটের বিশাল জয়। ৫৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সাইম আইয়ুব। বর্তমানে ওয়ানডে সিরিজ ১-১ সমতায়। আগামীকাল ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়েতে ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ৩ ও ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আরাফাত মিনহাস, হাসিবউল্লাহ, সাহিবজাদা ফারহান,জাহানদাদ খান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, তৈয়ব তাহির, আমির জামাল, উসমান খান, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, কাসিম আকরাম, ওমাইর বিন ইউসুফ, ইরফান খান
বুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
চোটে পড়ায় জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানের দুই পেসার আহমেদ দানিয়াল ও শাহনেওয়াজ দাহানি। আহমেদ হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। গোড়ালিতে চোট পেয়েছেন দাহানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে জানা গেছে, প্রাথমিক স্ক্যান ও চিকিৎসা সংক্রান্ত মূল্যায়নের পর তাঁরা পাকিস্তানে ফিরবেন। দাহানি, দানিয়াল রোববার অনুশীলন সেশনের সময় চোট পেয়েছেন।
দানিয়াল ও দাহানির পরিবর্তে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি ও জাহানদাদ খান। শেষ ওয়ানডের আগে বুলাওয়েতে যোগ দেবেন আফ্রিদি ও জাহানদাদ। বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবে আগামীকাল হবে জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজ নির্ধারণী ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দল দুটি। টি-টোয়েন্টি সিরিজের দলে আগে থেকেই আছেন আফ্রিদি ও জাহানদাদ। এবার দানিয়াল ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আমির জামাল।
বুলাওয়েতে ২৪ নভেম্বর বৃষ্টি আইনে পাকিস্তানকে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। ৪৮ ঘণ্টা পর একই মাঠে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান ১৯০ বল হাতে রেখে তুলে নেয় ১০ উইকেটের বিশাল জয়। ৫৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন সাইম আইয়ুব। বর্তমানে ওয়ানডে সিরিজ ১-১ সমতায়। আগামীকাল ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়েতে ১ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে ৩ ও ৫ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল
সালমান আলী আগা (অধিনায়ক), আরাফাত মিনহাস, হাসিবউল্লাহ, সাহিবজাদা ফারহান,জাহানদাদ খান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ হাসনাইন, তৈয়ব তাহির, আমির জামাল, উসমান খান, হারিস রউফ, আব্বাস আফ্রিদি, কাসিম আকরাম, ওমাইর বিন ইউসুফ, ইরফান খান
ভারতের জার্সি এখনো গায়ে পরতে পারেননি উর্বিল প্যাটেল। তাঁরই আগে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন উর্বিল।
১ ঘণ্টা আগেহারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ ছেলেখেলা করেছে আয়ারল্যান্ডকে নিয়ে। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেঅ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
৪ ঘণ্টা আগেশারমিন আক্তার সুপ্তার অভিষেক হয়েছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৩ বছর পর প্রতিপক্ষ হিসেবে তাদের আবার পেয়ে প্রত্যাবর্তনটা রাঙালেন এবার। ১ বছরের বেশি সময় পর দলে ফিরে ৮৯ বলে ৯৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ১৯তম ওভারে ফিরলেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। সুপ্তা সেঞ্চুরি বঞ্চিত হলেও তাঁর...
৫ ঘণ্টা আগে