Ajker Patrika

থাইল্যান্ডে কার সঙ্গে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন অনন্যা

বিনোদন ডেস্ক
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১০: ২৮
থাইল্যান্ডে কার সঙ্গে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন অনন্যা

থাইল্যান্ডের ফুকেতের সমুদ্রসৈকতে বছরের শেষ সূর্যাস্ত দেখলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। আজ শনিবার সন্ধ্যায় তিনি ফুকেতের সৈকত থেকে ছবি শেয়ার করেছেন। জানা যায়, সেখানে তিনি তাঁর বন্ধু নব্যা নাভেলি নন্দার সঙ্গে রয়েছেন।

বলিউড নায়িকা অনন্যা পান্ডে ইংরেজি নতুন বছর উদ্‌যাপন করতে এখন অবস্থান করছেন থাইল্যান্ডে। গত ২৮ ডিসেম্বর বুধবার বছরের শেষ শুটিং শেষ করে থাইল্যান্ডে যান অনন্যা। ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘২০২২-এর শেষ শুটিং সম্পন্ন হয়েছে। এই বছরটার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ ও ধন্য। ২০২৩-এর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।’

অনন্যা পান্ডে। এর আগে, অনন্যা পান্ডে তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে ফিফা ফুটবল বিশ্বকাপে ক্রোয়েশিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখতে কাতারের দোহায় গিয়েছিলেন।

অনন্যা পান্ডে।ভারতের অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।

অনন্যা পান্ডে। চলতি বছর অনন্যার মুক্তি পাওয়া সিনেমা ‘লাইগার’ বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়। করণ জোহরের প্রযোজনায় এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকন্ডার। কিন্তু অনন্যা-বিজয়ের জুটি দর্শকদের মন জয় করতে পারেনি।

অনন্যা পান্ডে। আগামী বছর অনন্যাকে দেখা যাবে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ড্রিম গার্ল টু’ ছবিতে। ২০২৩ সালের জুলাইয়ে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘খো গায়ে হাম কাঁহা’ সিনেমায়ও দেখা যাবে অনন্যাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত