অনলাইন ডেস্ক
আইফোন উপহার পেয়ে শাহরুখ খান রিতেশ দেশমুখকে বলেছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশা শাহরুখ উপহারটি পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি রাতে ফোন করে রিতেশ দেশমুখকে এ কথা বলেছেন। বলিউডের আরেক তারকা রিতেশ দেশমুখ ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে মজার মুহূর্ত হিসেবে এসব কথা বলেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রিতেশ বলেন, যুক্তরাষ্ট্রেই যেদিন কেবল আইফোন চালু হতে যাচ্ছে। সে সময় তিনি দুটি আইফোন হাতে পেয়েছেন। তিনি জানতেন যে শাহরুখ নতুন প্রযুক্তির সঙ্গে থাকতে খুবই ভালোবাসেন। তাই তিনি একটি ফোন শাহরুখ খানকে পাঠান। এ নিয়ে তিনি বুঝতে পারছিলেন যে ফোনের প্রশংসা শাহরুখ করবে। কিন্তু রাত ১১টায় তাঁকে কল করে শাহরুখ। ফোনের সম্পর্কে তাঁর মন্তব্য ছিল এটা খুব ‘মন মুগ্ধকর’। মুগ্ধ হয়ে তাঁকে বলেছেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশার এই প্রতিক্রিয়ার কথা হাসতে হাসতে উপস্থাপন করেন রিতেশ।
‘যেদিন যুক্তরাষ্ট্রে আইফোন প্রথম চালু হয় সেদিন আমার হাতেও দুটি ফোন। মুম্বাইয়ের প্রথম সারির লোকদের মধ্যে আমিও একজন ছিলাম যাদের কাছে এই ফোন ছিল। আমেরিকা থেকে আসার সময় তার জন্য একজন সেগুলো নিয়ে এসেছিলেন।’ সাক্ষাৎকারে কথাও বলেন রিতেশ।
এ ছাড়া শাহরুখ খানের অফিসের ডিজাইনও করেছেন এই বলিউড তারকা। একজন স্থপতি হিসেবে কাজের জন্য তাকেই বেছে নিয়েছেন বলেও জানান রিতেশ। তাঁদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত মধুর বলে জানান রিতেশ।
এর আগে রিতেশ পরিচালিত ‘হেই বেবি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এ ছাড়া ২০১৮ সালে রিতেশ তাঁর মারাঠি ছবি ‘মৌলি’ মুক্তির তারিখ পিছিয়েছিলেন। কারণ একই সময়ে শাহরুখ খানের ‘জিরো’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান এ নিয়ে রিতেশ দেশমুখের প্রশংসা করে একটি টুইটে তাকে 'ছোট ভাই' বলে সম্বোধন করেন।
আরও পড়ুন
আইফোন উপহার পেয়ে শাহরুখ খান রিতেশ দেশমুখকে বলেছিলেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশা শাহরুখ উপহারটি পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি রাতে ফোন করে রিতেশ দেশমুখকে এ কথা বলেছেন। বলিউডের আরেক তারকা রিতেশ দেশমুখ ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার অনুষ্ঠানে মজার মুহূর্ত হিসেবে এসব কথা বলেন।
ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে রিতেশ বলেন, যুক্তরাষ্ট্রেই যেদিন কেবল আইফোন চালু হতে যাচ্ছে। সে সময় তিনি দুটি আইফোন হাতে পেয়েছেন। তিনি জানতেন যে শাহরুখ নতুন প্রযুক্তির সঙ্গে থাকতে খুবই ভালোবাসেন। তাই তিনি একটি ফোন শাহরুখ খানকে পাঠান। এ নিয়ে তিনি বুঝতে পারছিলেন যে ফোনের প্রশংসা শাহরুখ করবে। কিন্তু রাত ১১টায় তাঁকে কল করে শাহরুখ। ফোনের সম্পর্কে তাঁর মন্তব্য ছিল এটা খুব ‘মন মুগ্ধকর’। মুগ্ধ হয়ে তাঁকে বলেছেন, ‘আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত।’ বলিউড বাদশার এই প্রতিক্রিয়ার কথা হাসতে হাসতে উপস্থাপন করেন রিতেশ।
‘যেদিন যুক্তরাষ্ট্রে আইফোন প্রথম চালু হয় সেদিন আমার হাতেও দুটি ফোন। মুম্বাইয়ের প্রথম সারির লোকদের মধ্যে আমিও একজন ছিলাম যাদের কাছে এই ফোন ছিল। আমেরিকা থেকে আসার সময় তার জন্য একজন সেগুলো নিয়ে এসেছিলেন।’ সাক্ষাৎকারে কথাও বলেন রিতেশ।
এ ছাড়া শাহরুখ খানের অফিসের ডিজাইনও করেছেন এই বলিউড তারকা। একজন স্থপতি হিসেবে কাজের জন্য তাকেই বেছে নিয়েছেন বলেও জানান রিতেশ। তাঁদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত মধুর বলে জানান রিতেশ।
এর আগে রিতেশ পরিচালিত ‘হেই বেবি’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। এ ছাড়া ২০১৮ সালে রিতেশ তাঁর মারাঠি ছবি ‘মৌলি’ মুক্তির তারিখ পিছিয়েছিলেন। কারণ একই সময়ে শাহরুখ খানের ‘জিরো’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান এ নিয়ে রিতেশ দেশমুখের প্রশংসা করে একটি টুইটে তাকে 'ছোট ভাই' বলে সম্বোধন করেন।
আরও পড়ুন
প্রখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রায় ৭২ ঘণ্টা ধরেই শিরোনামে। নেটিজেনদের কৌতূহল যেন থামছেই না। এরই মধ্যে যেন আগুনে ঘি পড়েছে তাঁর দলের বেস গিটারিস্টেরও বিবাহ বিচ্ছেদের ঘোষণায়। একদিনের ব্যবধানে দুজনের বিচ্ছেদকে জুড়ে দিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনায় মেতেছেন নেটিজেনরা...
৩০ মিনিট আগেঅডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’।
২ ঘণ্টা আগেএকটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় হৃদয়ে বসবাস নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। আজ রাত ৯টা ৫ মিনিটে বিটিভিতে প্রচারিত হবে নাটকটি।
২ ঘণ্টা আগেচলতি সপ্তাহে দেশের কোনো সিনেমা মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে। তবে স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেল দুটি হলিউড সিনেমা। সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে উইকড ও রেড ওয়ান।
২ ঘণ্টা আগে