অনলাইন ডেস্ক
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে এক সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন তাঁরা।
শোনা যাচ্ছে, এই দম্পতি একটি নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে চলেছেন। খ্যাতনামা পরিচালক মনি রত্নম নতুন হিন্দি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন, যেখানে এই ‘গুরু’ জুটিকে একসঙ্গে দেখা যাবে।
এনডিটিভির তথ্য মতে, মনি রত্নম কিছুদিন ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে তৃতীয় ছবির জন্য একটি উপযুক্ত গল্প খুঁজছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিয়ে কী ধরনের সিনেমা তৈরি করতে চান। এখন দেখার বিষয়, এই নতুন প্রকল্পে ঐশ্বরিয়া-অভিষেক একসঙ্গে কীভাবে পর্দায় ফিরবেন। আর দর্শকেরাও তাঁদের অভিনয় কতটা উপভোগ করবেন!
২০০৭ সালে ঐশ্বরিয়া-অভিষেক মনি রত্নমের গুরু সিনেমায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে ২০১০ সালে তাঁরা আবার একসঙ্গে কাজ করেন রাবণ সিনেমায়। এর আগে ২০০৪ সালে প্রথমবার মনি রত্নমের পরিচালনায় যুবা সিনেমায় অভিনয় করেছিলেন অভিষেক। নতুন প্রকল্পটি সত্যি হলে পরিচালকের সঙ্গে এটি হবে অভিষেকের চতুর্থ কাজ।
এর আগে এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেছিলেন, ‘যখন মনি স্যার প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলেন যুবা সিনেমার জন্য আমাকে সাইন করতে, তখন আমি ভেবেছিলাম তিনি হয়তো বাবাকে (অমিতাভ বচ্চন) সাইন করতে এসেছেন। যখন জানতে পারলাম তিনি আমাকে সাইন করতে চাচ্ছেন, আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।’
অভিষেক এ-ও মন্তব্য করেন, ‘আমি গর্বিত যে তিনি আমাকে তিনবার তার সিনেমার জন্য যোগ্য মনে করেছেন।’ অভিনেতার মন্তব্যে স্পষ্ট, মনি রত্নমের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা খুবই মূল্যবান এবং গর্বিত মনে করেন।
প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া-অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। নিমরত ওই সিমেনার নায়িকা ছিলেন। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির ঘর ভাঙার গুঞ্জন এখন ‘টক অব দ্য টাউন।’ প্রায় দুই মাস ধরে খবর চাউর হয় ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তবে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে শোনা যাচ্ছে এক সঙ্গে পর্দায় জুটি বাধতে চলেছেন তাঁরা।
শোনা যাচ্ছে, এই দম্পতি একটি নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে চলেছেন। খ্যাতনামা পরিচালক মনি রত্নম নতুন হিন্দি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন, যেখানে এই ‘গুরু’ জুটিকে একসঙ্গে দেখা যাবে।
এনডিটিভির তথ্য মতে, মনি রত্নম কিছুদিন ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে তৃতীয় ছবির জন্য একটি উপযুক্ত গল্প খুঁজছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিয়ে কী ধরনের সিনেমা তৈরি করতে চান। এখন দেখার বিষয়, এই নতুন প্রকল্পে ঐশ্বরিয়া-অভিষেক একসঙ্গে কীভাবে পর্দায় ফিরবেন। আর দর্শকেরাও তাঁদের অভিনয় কতটা উপভোগ করবেন!
২০০৭ সালে ঐশ্বরিয়া-অভিষেক মনি রত্নমের গুরু সিনেমায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে ২০১০ সালে তাঁরা আবার একসঙ্গে কাজ করেন রাবণ সিনেমায়। এর আগে ২০০৪ সালে প্রথমবার মনি রত্নমের পরিচালনায় যুবা সিনেমায় অভিনয় করেছিলেন অভিষেক। নতুন প্রকল্পটি সত্যি হলে পরিচালকের সঙ্গে এটি হবে অভিষেকের চতুর্থ কাজ।
এর আগে এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেছিলেন, ‘যখন মনি স্যার প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলেন যুবা সিনেমার জন্য আমাকে সাইন করতে, তখন আমি ভেবেছিলাম তিনি হয়তো বাবাকে (অমিতাভ বচ্চন) সাইন করতে এসেছেন। যখন জানতে পারলাম তিনি আমাকে সাইন করতে চাচ্ছেন, আমি অভিভূত হয়ে গিয়েছিলাম।’
অভিষেক এ-ও মন্তব্য করেন, ‘আমি গর্বিত যে তিনি আমাকে তিনবার তার সিনেমার জন্য যোগ্য মনে করেছেন।’ অভিনেতার মন্তব্যে স্পষ্ট, মনি রত্নমের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা খুবই মূল্যবান এবং গর্বিত মনে করেন।
প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া-অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরত। নিমরত ওই সিমেনার নায়িকা ছিলেন। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লক্ষ টাকা দাবি করেছে এক অজ্ঞাতনামা যুবক। এই ব্যক্তি কোনো সন্ত্রাসী দল বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সদস্য কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
৩ ঘণ্টা আগেলেখক, বিজ্ঞাপন নির্মাতা, চিত্রশিল্পী, নাট্য পরিচালক—এক আফজাল হোসেন পরিচিত নানা পরিচয়ে। তবে সবকিছু ছাপিয়ে তাঁর অভিনয়শিল্পী পরিচয়। মঞ্চ, টেলিভিশন, সিনেমার পাশাপাশি অভিনয় করেছেন ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’, ‘কারাগার’, ‘পেটকাটা ষ’ ও ‘বোধ’ সিরিজে।
১১ ঘণ্টা আগেযেকোনো আন্দোলনের সময় প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে গান। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও শিল্পীদের ছিল উল্লেখযোগ্য ভূমিকা। ৩০টির বেশি নতুন গান প্রকাশিত হয় ছাত্রদের এ আন্দোলনকে ঘিরে।
১১ ঘণ্টা আগেপারিবারিক গল্পের সঙ্গে খানিকটা কলেজ ক্যাম্পাসের মিশেল। এ নিয়েই জি বাংলায় আসছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে এর কোনো যোগ নেই। গল্পের কেন্দ্রে আছে পারুল নামের এক কিশোরী।
১১ ঘণ্টা আগে