Ajker Patrika

সেলিম-জাভেদ জুটির তথ্যচিত্রের দায়িত্ব নিচ্ছেন সন্তানেরা

বিনোদন ডেস্ক
আপডেট : ০১ জুন ২০২৪, ১০: ৪৪
সেলিম-জাভেদ জুটির তথ্যচিত্রের দায়িত্ব নিচ্ছেন সন্তানেরা

বলিউডের অন্যতম সফল সেলিম-জাভেদ জুটি। তবে এই জুটিকে কখনো দেখা যায়নি পর্দায়। কিন্তু বলিউডের ইতিহাস তাঁদের ছাড়া অসম্পূর্ণ। চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে হতে যাচ্ছে তথ্যচিত্র, তা শোনা গিয়েছিল আগেই। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ফুটেজ ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণে এবার হাত মেলাচ্ছেন দুই লেখকের পরবর্তী প্রজন্ম।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেলিম খানের পুত্র সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা ফারহান ও জোয়া আখতার মিলে এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন। সত্তরের দশক থেকে আশির দশকের শেষ ভাগ পর্যন্ত সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রায় ২৪টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন, যার মধ্যে ২০টিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা। তথ্যচিত্রটিতে উঠে আসবে সেসব সাফল্যের নেপথ্যের গল্প।

‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘কালা পাত্থর’সহ বহু জনপ্রিয় সিনেমার সৃষ্টি তাঁদের কলমেই। অমিতাভ বচ্চনের উত্থান ও তাঁর সুপার স্টারডমের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।

সেলিম খান ও জাভেদ আখতার। ছবি: সংগৃহীতসেলিম ও জাভেদের পরিবারের সবাই তথ্যচিত্রটি তৈরিতে সর্বতোভাবে সাহায্য করছেন। এতে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা থেকে চলচ্চিত্রের ছাত্রছাত্রীরাও লাভবান হবেন বলেই নির্মাতাদের বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত