বিনোদন ডেস্ক
ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।
শুটিং চলবে
সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।
বাড়িতে ভিড় নয়
অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভক্তদের ভিড়
শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।
টার্গেট শাহরুখ
কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’
ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর বেশ বিপাকেই পড়েছেন শাহরুখ। পড়েছেন নানা বিতর্কের মুখে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় শাহরুখের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তার ওপর বাবা হিসেবে ছেলেকে ঠিকমতো সময় দেননি বলে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ করছেন অনেকেই। তবে শাহরুখ এ নিয়ে কোনো মন্তব্য করেননি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করছেন তিনি। সতীশ মানশিণ্ডের মতো উকিলকে নিয়োজিত করেছেন ছেলের জন্য, যিনি সঞ্জয় দত্ত, সালমান খান, গুলশান কুমার আর হালের রিয়া চক্রবর্তীর কেসে লড়েছেন। প্রতি শুনানিতে যাঁর চার্জ প্রায় ১০ লাখ রুপি।
শুটিং চলবে
সব ধরনের শুটিং স্থগিত করেছেন শাহরুখ। তাঁর বডি ডাবল হিসেবে কাজ করবেন প্রশান্ত ওয়াগেল। তিনি জানিয়েছেন, শাহরুখ খান আগামী দিনে শুটিং শিডিউলে যোগ দিতে না পারলে তাঁর মুখাবয়ব বাদে বডি পোর্শন শুট করবেন তিনি। শাহরুখ ফ্রি হলে বাকি শুটিং করবেন।
বাড়িতে ভিড় নয়
অনেক তারকাই শাহরুখের সঙ্গে দেখা করে এসেছেন। তবে শাহরুখের মানসিক অবস্থা নিয়ে কেউ কোনো মন্তব্য করেননি। শাহরুখের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তাঁরা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ, বাড়ির বাইরে সাংবাদিক এবং চিত্রগ্রাহকেরা অবস্থান করছেন। বলিউড তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
ভক্তদের ভিড়
শাহরুখের ভক্তরাও জড়ো হয়েছেন তাঁর বাসা মান্নাতের বাইরে। শাহরুখ খানের পাশে থাকার বিভিন্ন বার্তাসহ প্ল্যাকার্ড রেখেছেন তাঁর বাড়ির সামনে। প্ল্যাকার্ডে অভিনেতার প্রতি ‘নিঃশর্ত ভালোবাসার’ কথা উল্লেখ করেছেন ভক্তরা।
টার্গেট শাহরুখ
কোনো কোনো মহলের দাবি, আরিয়ানকে গ্রেপ্তারের পেছনে আসলে টার্গেট শাহরুখ! তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কাকে খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, ‘আমরা কাউকে টার্গেট করছি না। আমরা গত ১০ মাসে ৩০০-এর বেশি লোককে গ্রেপ্তার করেছি। তাঁদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। কোনো জনপ্রিয় ব্যক্তি গ্রেপ্তার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে।’
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগেবিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেপরদিনই কাকতালীয়ভাবে প্রকাশ্যে আসে বেজিস্ট মোহিনী দের বিবাহবিচ্ছেদের খবর। অনেকে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন। কেউ কেউ তো আগবাড়িয়ে এটাও বলে দিয়েছেন, মোহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণেই নাকি বিচ্ছেদ হয়েছে রাহমান-সায়রার!
৭ ঘণ্টা আগেআগামী ৪ ডিসেম্বর শুরু হবে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে অংশ নেবে বিভিন্ন দেশের ২০০টির বেশি সিনেমা। তবে রাখা হয়নি না বাংলাদেশের কোনো সিনেমা।
১২ ঘণ্টা আগে