বিনোদন ডেস্ক
২০১৯ সালে ভারতের হায়দরাবাদে ঘটে যায় নৃশংস ঘটনা। ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা ভারত। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে। প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারাও। তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড ও দক্ষিণী অভিনেতারা।
সেই ঘটনার জের ধরে মামলা দায়ের হল ২০২১ সালে। সলমন খান, অক্ষয় কুমার, অজয় দেবগন-সহ মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন দিল্লির আইনজীবী গৌরব গুলাটি। তাঁর অভিযোগ, ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় গণধর্ষিতার পরিচয় জানিয়ে দিয়েছেন তাঁরা।
২০১৯ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটিকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করে সালমন খান টুইটারে লেখেন, ‘এরা মানুষের বেশে শয়তান।’ অক্ষয় কুমার লেখেন, ‘ধর্ষণ বন্ধ করতে অতি অবশ্যই কঠোর আইন আনা উচিত।’ অজয় দেবগন, ফারহান আখতার, রাকুলপ্রীত সিং, দক্ষিণী তারকা আল্লু শিরিষ, রবি তেজা, চার্মি কৌরসহ অনেকেই ধর্ষিতার নাম প্রকাশ্যে এনে প্রতিবাদ করেছিলেন। তাতেই তীব্র আপত্তি জানিয়েছিলেন দিল্লির আইনজীবী গৌতম গুলাটি।
দিল্লির সাবজি মাণ্ডি থানায় অক্ষয়, সালমন-সহ মোট ৩৮ তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গৌতম। পাশাপাশি আদালতে পিটিশনও দাখিল করেছেন তিনি। গৌতমের অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম প্রকাশ্যে লেখা তাঁদের উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না।
এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য অভিযুক্ত তারকাদের গ্রেপ্তারের দাবি করেছেন দিল্লির ওই আইনজীবী।
২০১৯ সালে ভারতের হায়দরাবাদে ঘটে যায় নৃশংস ঘটনা। ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা ভারত। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে। প্রতিবাদে মুখর হয়েছিলেন তারকারাও। তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বলিউড ও দক্ষিণী অভিনেতারা।
সেই ঘটনার জের ধরে মামলা দায়ের হল ২০২১ সালে। সলমন খান, অক্ষয় কুমার, অজয় দেবগন-সহ মোট ৩৮ জন তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন দিল্লির আইনজীবী গৌরব গুলাটি। তাঁর অভিযোগ, ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় গণধর্ষিতার পরিচয় জানিয়ে দিয়েছেন তাঁরা।
২০১৯ সালের নভেম্বর মাসে হায়দরাবাদের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনাটিকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করে সালমন খান টুইটারে লেখেন, ‘এরা মানুষের বেশে শয়তান।’ অক্ষয় কুমার লেখেন, ‘ধর্ষণ বন্ধ করতে অতি অবশ্যই কঠোর আইন আনা উচিত।’ অজয় দেবগন, ফারহান আখতার, রাকুলপ্রীত সিং, দক্ষিণী তারকা আল্লু শিরিষ, রবি তেজা, চার্মি কৌরসহ অনেকেই ধর্ষিতার নাম প্রকাশ্যে এনে প্রতিবাদ করেছিলেন। তাতেই তীব্র আপত্তি জানিয়েছিলেন দিল্লির আইনজীবী গৌতম গুলাটি।
দিল্লির সাবজি মাণ্ডি থানায় অক্ষয়, সালমন-সহ মোট ৩৮ তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গৌতম। পাশাপাশি আদালতে পিটিশনও দাখিল করেছেন তিনি। গৌতমের অভিযোগ, তারকাদের সামাজিক দায়িত্ববোধ থাকা উচিত ছিল। এভাবে একজন গণধর্ষিতার নাম প্রকাশ্যে লেখা তাঁদের উচিত হয়নি। ক্ষোভ, সমবেদনা প্রকাশ কিংবা প্রতিবাদ করার অনেক উপায় রয়েছে। এভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে লেখা যায় না।
এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য অভিযুক্ত তারকাদের গ্রেপ্তারের দাবি করেছেন দিল্লির ওই আইনজীবী।
আমেরিকার বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই অভিনেত্রীকে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে মৃত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-নিজের মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী...
১২ ঘণ্টা আগেপ্রতিবছর সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে শেষ হয় না বেশির ভাগ সিনেমার কাজ। নির্মাতারা অভিযোগ করেন, সিনেমা নির্মাণের জন্য যে সময় বেঁধে দেয় সরকার, তা যথেষ্ট নয়। সে কারণে সময়মতো সিনেমা মুক্তি দিতে পারেন না তাঁরা। এত দিনে নির্মাতাদের সেই সমস্যার একটা সমাধান হলো। এখন থেকে...
১৯ ঘণ্টা আগে‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’ সিনেমার কাজ মোশাররফ করিম শেষ করেছেন অনেক দিন হলো। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। তবু ঝুলে ছিল সিনেমা দুটির ভাগ্য। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা। অবশেষে আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে...
২০ ঘণ্টা আগেমারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
২০ ঘণ্টা আগে