Ajker Patrika

আসছে রেস ৪

বিনোদন ডেস্ক
আসছে রেস ৪

ঢাকা: ‘ধুম’-এর আরও কোনো সিক্যুয়েল হবে কি না তা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। সেই গুজব কেটে গেছে কয়েক দিন আগে হৃতিক রোশনের দেওয়া টুইটে। ‘ধুম’–এর চতুর্থ পর্ব আসবে এটা এখন মোটামুটি নিশ্চিত।

একই রকম গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে ‘রেস’–কে নিয়েও। বলিউডের অন্যতম সেরা ব্যবসাসফল এই সিনেমার তিনটি সিক্যুয়েল দেখেছে দর্শক। ‘রেস’–এর আর কোনো পর্ব আসবে কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা।

সেই গুঞ্জনের ডালপালা ছেঁটে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা নিশ্চিত করেছে, ‘রেস ৪’ আসবে। এরই মধ্যে খসড়া চিত্রনাট্যও লেখা হয়েছে। লিখছেন শিরাজ আহমেদ। আগের পর্বগুলোর গল্পও বেরিয়েছে তাঁর কলম থেকেই।

চিত্রনাট্য চূড়ান্ত হলেই শুরু হবে অভিনয়শিল্পী নির্বাচন প্রক্রিয়া। তারপরই শুটিংয়ে গড়াবে ‘রেস ৪’। আশা করা হচ্ছে, এ বছরের শেষ দিকে শুরু হতে পারে ছবির শুটিং।

অ্যাকশন থ্রিলার ধাঁচের এ সিনেমার সর্বশেষ পর্ব ‘রেস ৩’–তে অভিনয় করেছিলেন সালমান খান। ছিলেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রেস’–এর প্রথম পর্বে সাইফ আলি খান, অক্ষয় খান্না, ক্যাটরিনা কাইফ, বিপাশা বসুকে দেখা গিয়েছিল। ‘রেস ২’ এসেছিল ২০১৩ সালে। ছিলেন অনিল কাপুর, সাইফ আলি খান, জন আব্রাহাম আর দীপিকা–বিপাশা–জ্যাকুলিনরা।

তবে ‘রেস ৪’–এ কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। কারণ ‘রেস’–এর দৌড়ে কে কখন ছিটকে পড়েন, অনুমান করা কঠিন। যেমন প্রথম দুটি পর্বের পরিচালক ছিলেন আব্বাস–মাস্তান। তৃতীয় পর্বে এসে বাদ পড়েছিলেন তাঁরা। পরিচালনার দায়িত্ব পড়েছিল রেমো ডি’সুজার কাঁধে। তাই ‘রেস ৪’–এর তারকা কারা, সেটি যেমন বলা যাচ্ছে না। তেমনই এখনো অনিশ্চিত কে বানাবেন ‘রেস’–এর বহুল প্রতীক্ষিত চতুর্থ পর্বটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত